জার্মানিতে পরিবারের সদস্যদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়া নিয়ে মঙ্গলবার একটি গবেষণা প্রকাশিত হয়েছে৷ এতে বলা হয়, পরিবারের মধ্যে ঘটা এমন অপরাধ কারও ‘ব্যক্তিগত বিষয়' হতে পারে না৷
বিজ্ঞাপন
শিশুদের উপর যৌন নির্যাতন বিষয়ে গঠিত জার্মানির একটি স্বাধীন কমিশন গবেষণাটি করেছে৷ কমিশন পাঁচ বছর ধরে শিশু বয়সে যৌন নির্যাতনের শিকার হওয়া ৮৭০ জনের গোপন শুনানি ও লিখিত বিবৃতি বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে৷
একনজরে গবেষণায় পাওয়া তথ্য:
৮৭০ জনের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভুক্তভোগী মেয়ে শিশু
তাদের অনেকে একাধিক ব্যক্তি দ্বারা নির্যাতনের শিকার হয়েছে
প্রায় অর্ধেক ভুক্তভোগীর বয়স যখন ছয়ের কম ছিল তখন তারা নির্যাতনের শিকার হয়েছে
সবচেয়ে কমবয়সি ভুক্তভোগী হলো ‘ইনফ্যান্ট’
নির্যাতনকারীদের ৮৭ শতাংশ নিজের বাবা, সৎ বাবা কিংবা পালক পিতা
বাকিদের মধ্যে আছেন চাচা, দাদা/নানা, ভাই, সৎ মা ও অন্য আত্মীয়
নির্যাতনের ধরনের মধ্যে আছে মৌখিক হুমকি, ধর্ষণ ইত্যাদি
তারকাদের যৌন কেলেঙ্কারি
তারকাদের যৌন কেলেঙ্কারিতে জড়ানো নতুন কিছু নয়৷ এই তালিকায় এবার যোগ হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম৷ জেনে নিন গত ৬০ বছরে বড় কিছু কেলেঙ্কারিতে জড়ানো কয়েকজন তারকা ব্যক্তিত্বের কথা৷
ছবি: C. Alvarez/Getty Images
ধর্ষণের অভিযোগ রোনাল্ডোর বিরুদ্ধে
পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োর্গা৷ তিনি অভিযোগ করেছেন যে, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেল কক্ষে রোনাল্ডো তাঁর সঙ্গে জোরপূর্বক যৌনসম্পর্ক স্থাপন করেন৷ পরে বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির জন্য অর্থ প্রদান করেন৷
ছবি: picture-alliance/dpa
ফুটবলার যখন যৌন নিপীড়ক
তারকা ফুটবলারদের যৌন কেলেঙ্কারির খবর ইংল্যান্ডে অন্তত প্রায় নিয়মিতই আসে৷ তাই এবার যে জাতীয় দলের সাবেক ফুটবলার অ্যাডাম জনসনেরও এক নাবালিকার সঙ্গে ‘আপত্তিকর’ আচরণের খবর এলো তা নিয়ে খুব বেশি হৈ চৈ নেই৷ ইংলিশ প্রিমিয়ার লিগে জনসন সান্ডারল্যান্ডের ফুটবলার৷ সান্ডারল্যান্ডেরই এক অপ্রাপ্তবয়স্কা ভক্তকে ভুলিয়ে-ভালিয়ে কাছে টেনে তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করার অভিযোগে এখন কারাদণ্ড ভোগের অপেক্ষায় জনসন৷
ছবি: Reuters/P. Noble
কৌতুকাভিনেতার আড়ালে ‘খলনায়ক’?
যুক্তরাষ্ট্রের কৌতুকাভিনেতা বিল কসবি এক সময় সারা বিশ্বেই জনপ্রিয় ছিলেন৷ তাঁকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে তৈরি টিভি সিরিয়াল ‘বিল কসবি শো’ বাংলাদেশেও এক সময় ভীষণ জনপ্রিয় ছিল৷ সম্প্রতি উন্মোচিত হয়েছে বিল কসবির জীবনের দীর্ঘ এক কলঙ্কিত অধ্যায়৷ অন্তত ৫০ জন নারীর অভিযোগ, খ্যাতির তুঙ্গে থাকার সময় কসবি ছলচাতুরীর আশ্রয় নিয়ে মাদক সেবন করিয়ে তাঁদের ধর্ষণ করেছিলেন৷
ছবি: picture alliance/dpa/T. V. Auken
প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ
ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকার সময় তিনি এক মরোক্কান কিশোরী নর্তকীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়েছেন৷ আদালতে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস পান বার্লুসকোনি৷ তবে তিনি নির্দোষ কিনা এ বিষয়ে সন্দেহ রয়েই গেছে৷ কেননা, অভিযোগ উঠেছে যে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল প্রমাণ করতে তিনি নাকি ১০ মিলিয়ন ইউরো খরচ করেছেন!
ছবি: picture-alliance/AP Photo/A. Tarantino
স্ট্রাউস কান-এর কেলেঙ্কারি
নিউ ইয়র্কের এক হোটেল পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান ডমিনিক স্ট্রাউস কান-এর বিরুদ্ধে৷ তার পরপরই এক ফরাসি লেখিকা জানান যে, তাঁর সঙ্গেও যৌন নিপীড়নমূলক আচরণ করেছেন স্ট্রাউস-কান৷ আদালতে অবশ্য অভিযোগ দু’টি প্রমাণিত হয়নি৷
ছবি: Ali Ngethi/AFP/Getty Images
নোবেলজয়ীর কলঙ্ক
ভারতের রাজেন্দ্র কে পাচৌরির নাম নোবেল জয়ীদের সারিতে উঠেছিল ২০০৭ সালে৷ সে বছর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অবদান রাখায় নোবেল পুরস্কার পায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (আইপিসিসি)৷ সংস্থার প্রধান হিসেবে পাচৌরিই পুরস্কারটি গ্রহণ করেছিলেন৷ ২০১৫ সালে তাঁর বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ ওঠে৷ অভিযোগ অস্বীকার করলেও আইপিসিসি প্রধানের পদ ছাড়তে হয় পাচৌরির৷
ছবি: AFP/Getty Images/K. Tribouillard
মরণের পরে...!
বিবিসি টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক জিমি স্যাভিল মারা গেছেন ২০১১ সালে৷ তবে জীবদ্দশায় তিনি যেসব ‘অপকর্ম’ করেছেন তা নিয়ে এখনো গবেষণা চলছে৷ বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য৷ অথচ বেঁচে থাকতে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ বরং ‘স্যার’ উপাধি পেয়েছিলেন তিনি৷ ১৯৫৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২১৪টি যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগে স্যাভিলকে অবশ্য কোনোদিনই শাস্তি পেতে হবে না৷
ছবি: Getty Images
7 ছবি1 | 7
প্রতিবেদনে উল্লেখ করা নির্যাতিতদের কিছু উদ্ধৃতি:
আমি কথা বলা শেখার আগেই দাদা/নানার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছি৷ ফলে আমার সঙ্গে আসলে কী করা হয়েছে তা বুঝতে এবং সেই নির্যাতনের একটি নাম দিতে অনেক সময় লেগেছে৷
সেই সময় আমি প্রায় পালিয়ে যেতাম, কিন্তু কখনও বেশি দূর যেতে পারিনি৷ বয়স সাত থাকায় আমি জানতামনা কোথায় যাওয়া যায়৷
যখনই তা ঘটেছে তখনই আমি অসহ্য ব্যথা পেয়েছি, প্রচণ্ড দুঃখ পেয়েছি৷ এটা আমার শিশু হওয়ার যোগ্যতা কেড়ে নিয়েছিল৷ আমি খেলতে পারিনি, হাসতে পারিনি৷ আমি অনেক কাঁদতে শুরু করেছিলাম, বিশেষ করে জনসন্মুখে৷ সে কারণে আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করেছে, যেটা আমাকে আরও সমাজে বহিরাগত হিসেবে প্রতিষ্ঠা করেছে৷
যাজকদের যৌন নিপীড়ন নিয়ে ৭ চলচ্চিত্র
গির্জায় শিশুদের ওপর যাজকদের যৌন নিপীড়ন নিয়ে জার্মান ক্যাথলিক চার্চের নতুন গবেষণায় কয়েক দশকের অপকর্ম বেরিয়ে এসেছে৷ অনেক চলচ্চিত্রেই কলঙ্কের চিত্র তুলে ধরা হয়েছে৷ সে রকম চলচ্চিত্রগুলো নিয়ে সাজানো হয়েছে এই ছবিঘর৷
ছবি: Camino-Filmverleih
‘স্পটলাইট’ (২০১৬)
যুক্তরাষ্ট্রের বোস্টনের ক্যাথলিক চার্চগুলোতে শিশুদের যৌন নিপীড়নের ঘটনাগুলো তুলে আনছিলেন ‘বোস্টন গ্লোব’-এর প্রতিবেদকরা৷ তাদের বের করা সেই সত্য কাহিনি অবলম্বনেই এই জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেন টম ম্যাককারথি৷ অস্কারের ছয়টি বিভাগে মনোনীত হয় ‘স্পটলাইট’ এবং সেরা পিকচার ও চিত্রনাট্যের পুরস্কার লাভ করে৷ অপরদিকে ওই অনুসন্ধানী প্রতিবেদন ২০০৩ সালে পুলিৎজার পুরস্কায় পায়৷
বিভীষিকাময় চিত্র তুলে ধরা চলচ্চিত্র৷ চিলির পরিচালক পাবলো লারাইন নির্মিত এই চলচ্চিত্রে একটি নির্জন বাড়িতে বসবাসরত প্রাক্তন চার যাজকের শিশুদের যৌন নিপীড়নসহ ভয়ানক অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেখা৷ উচ্চ পর্যায়ের যাজক, যারা বিচার ও শাস্তি এড়াতে লুকিয়ে থাকতেন তাদের থেকে এই চলচ্চিত্র নির্মাণের রসদ পেয়েছিলেন পরিচালক৷
ছবি: Fabula
‘ফেরফেহলুং’ (২০১৫)
গ্যার্ড শ্নাইডার নির্মিত জার্মান চলচ্চিত্র ফেরফেহলুংয়ে (অসদাচরণ) একটি যৌন হয়রানির কেলেঙ্কারি নিয়ে তিন যাজক বন্ধুর মধ্যকার সম্পর্কের টানাপড়েন তুলে ধরা হয়েছে৷ তাদের একজনের বিরুদ্ধে কিশোরদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে এবং অপর দুজন তাদের পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়৷ তারা যেভাবে এই সত্যের মোকাবেলা করে তাতে শুধু তাদের সম্পর্কই নয়, চার্চে তাদের ক্যারিয়ারের উপরও প্রভাব পড়ে৷
ছবি: Camino-Filmverleih
‘ফিলোমেনা’ (২০১৩)
স্টিফেন ফ্রেয়ার্স এই চলচ্চিত্রে চার্চের আরেক প্রাতিষ্ঠানিক হয়রানির চিত্র উন্মুক্ত করেন৷ যেসব নারীর কাছ থেকে বিবাহ বহির্ভূতভাবে জন্ম নেওয়া সন্তান কেড়ে নেওয়া হয় তাদের বেদনা তুলে ধরা হয়েছে এখানে৷ ফিলোমেনা লি নামের এমন দুর্ভাগা এক নারীর কাহিনি নিয়ে তৈরি করা হয় এই চলচ্চিত্র৷ ফিলোমিনার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং এক সম্পদশালী অ্যামেরিকানের কাছে বিক্রি করা হয়৷
ছবি: Imago/Zuma Press
‘ব্যাড এডুকেশন’ (২০০৪)
হত্যা রহস্য ঘিরে এই চলচ্চিত্র তৈরি হলেও এখানে বোর্ডিং স্কুলে এক কিশোরের একজন ক্যাথলিক যাজকের দ্বারা যৌন নিপীড়নের বিষয়টি উঠে আসে৷ নিপীড়িত ওই শিশুকে পরে দেখা যায় হিজড়ার ভূমিকায়, যিনি নিপীড়ক ফাদারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এবং তাকে ব্ল্যাকমেইল করেন৷
ছবি: Imago/United Archives
‘দ্য ম্যাগডালেনে সিস্টারস’ (২০০২)
ক্যাথলিক চার্চ পরিচালিত একটি প্রতিষ্ঠান ম্যাগডানেলে আশ্রয় কেন্দ্র, ম্যাগডালেনে লন্ড্রিজ নামে পরিচিত, সেটি ‘পতিত’ নারীদের সংশোধনাগার হিসেবে ব্যবহৃত হত৷ পিটার মুলানের ২০০২ সালের এই চলচ্চিত্র ওই রকম একটি আশ্রয় কেন্দ্র ঘিরে, পরিবার থেকে পাঠানো চার তরুণীর প্রতি সিস্টারদের নিষ্ঠুরতা ও হয়রানির ঘটনা এখানে তুলে ধরা হয়েছে৷ এই ধরনের সর্বশেষ প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে বন্ধ করা হয়৷
ছবি: picture-alliance/United Archives/Impress
‘প্রাইমাল ফিয়ার’ (১৯৯৬)
একজন প্রভাবশালী আর্চবিশপকে নিষ্ঠুরভাবে হত্যার জন্য অভিযুক্ত হন ১৯ বছরের এক বালক৷ এর বিচার প্রক্রিয়ায় বেরিয়ে আসে, সবার সম্মানের চোখে থাকা ওই আর্চবিশপের নিপীড়নের স্বভাব ছিল এবং তিনি ছেলেদের যৌন সম্পর্কে বাধ্য করতেন৷
ছবি: Imago/United Archives
7 ছবি1 | 7
শিশু বয়সে নির্যাতনের শিকার হওয়া একজন আঙ্গেলা মার্কুয়ার্ডট৷ তিনি বলেন, এসব ঘটনা পরিবারের মধ্যে ঘটে বলে এটাকে ব্যক্তিগত বিষয় বলে ধরে নেয়া হয়৷ ‘‘পরিবারের মধ্যে ঘটা এমন অপরাধ ব্যক্তিগত বিষয় নয়,'' বলেন তিনি৷ মার্কুয়ার্ডট বলেন, ‘‘পরিবারের মধ্যে শিশুকে একা ছেড়ে রাখার অধিকার সমাজের নেই৷'' এসব বিষয় নিয়ে সমাজে অনেক আলোচনা হওয়া উচিত বলে তিনি মনে করেন৷
শিশুদের উপর যৌন নির্যাতন বিষয়ে গঠিত স্বাধীন কমিশনের প্রধান সাবিনে আন্ড্রেসেন বলেন, ‘‘পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে অনেকেই প্রচণ্ড অনাগ্রহী৷ কিন্তু যৌন নির্যাতন কোনো ব্যক্তিগত বিষয় নয়৷'' তিনি বলেন, গবেষণায় জানা গেছে যে, এসব বিষয়ে হস্তক্ষেপ না করায় শিশুরা সময়মতো কারও সহায়তা পায়নি৷