1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশবান্ধব গাড়ির প্রতি ভারতীয়দের মনোযোগ আকর্ষণের চেষ্টা

৮ জানুয়ারি ২০১২

ভারতের নতুন দিল্লিতে শুরু হয়েছে ‘অটো এক্সপো-২০১২’৷ এবারের মেলায় পরিবেশ বান্ধব গাড়ির প্রতি ভারতীয় ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন গাড়ি নির্মাতারা৷

আউডি’র নতুন মডেলের গাড়ির সঙ্গে ক্যাটরিনা কাইফছবি: Reuters

বিশ্বব্যাপী যে হারে তেলের দাম বাড়ছে তাতে গাড়ি কেনার চেয়ে সেটা নিয়মিতভাবে চালু রাখাটাই আজকাল কষ্টকর হয়ে উঠছে৷ ভারতও এর ব্যতিক্রম নয়৷ তাই সবাই এখন রয়েছেন বিকল্পের সন্ধানে৷

‘ইলেকট্রিক কার' বা বিদ্যুৎচালিত গাড়ি হতে পারে সেরকম একটি বিকল্প৷ এর ফলে পরিবেশও রক্ষা পেতে পারে৷ তাই এবারের মেলায় ভারতীয় গাড়ি নির্মাতা ‘মাহিন্দ্রা এণ্ড মাহিন্দ্রা' তাদের তৈরি একটি ইলেকট্রিক কার প্রদর্শন করছে৷ ভারতীয় কোনো কোম্পানির তৈরি এটাই প্রথম বিদ্যুৎচালিত গাড়ি৷ ভবিষ্যতে আরও পাঁচটি নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে ‘মাহিন্দ্রা এণ্ড মাহিন্দ্রা'৷

নিশান’এর গাড়ির সঙ্গে রনবির কাপুরছবি: Reuters

ভারতে প্রতি বছর গড়ে এক লাখ ইলেকট্রিক কার বিক্রি হয়৷ ২০২০ সালের মধ্যে সংখ্যাটা বেড়ে ৭০ লক্ষে পৌঁছতে পারে বলে সাম্প্রতিক এক জরিপে জানা গেছে৷

মেলায় রাখা কোনো গাড়ির গায়ে দাম লেখা নেই৷ তবে সর্বনিম্ন যে দামে ইলেকট্রিক কার পাওয়া যায় সেটা হচ্ছে চার লক্ষ রুপি৷ সবচেয়ে কম দামি গাড়ি টাটা'র ন্যানোর চেয়ে এটা প্রায় তিন লক্ষ রুপি বেশি৷

সমস্যা আরও আছে৷ গাড়ি চার্জ করার পর্যাপ্ত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি৷ কার বিশেষজ্ঞ রঞ্জয় মুখার্জি বলছেন, সরকার ইলেকট্রিক ও হাইব্রিড কারের জন্য একটা জাতীয় পরিকল্পনা তৈরি করেছে৷ কিন্তু তাতে বিদ্যুৎচালিত গাড়ি তৈরি বা এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য কোনো ভর্তুকি বা আর্থিক সুবিধার বন্দোবস্ত করা হয়নি৷

জার্মানি ও ফ্রান্সের গাড়ি নির্মাতারাও মেলায় ইলেকট্রিক কার প্রদর্শন করছে৷ তবে দর্শকদের মূল আকর্ষণ হচ্ছে নিশান কোম্পানির গাড়ি ‘লিফ'৷ এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক কার৷

এবারের মেলার মূল থিম ‘গ্রিন মোবিলিটি'৷ এ কারণে তেল ছাড়া বিকল্পভাবে চলতে পারে এমন গাড়ি নিয়ে এসেছে কোম্পানিগুলো৷ মারুতি সুজুকি মেলায় তাদের হাইব্রিড কার ‘সুইফট' প্রদর্শন করছে৷ আর টাটা এনেছে তাদের হাইব্রিড গাড়ি ‘ম্যানজা সেডান'৷ এদিকে জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ, বিএমডব্লিউ, ফোকসভাগেন, আউডি নতুন সব মডেলের গাড়ি এনেছে মেলায়৷ দর্শকও বেশ আগ্রহ নিয়ে সেসব প্যাভিলিয়নে ভিড় করছে৷

ছবি: DW

অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব ইণ্ডিয়ার প্রেসিডেন্ট অরবিন্দ কাপুর বলছেন, বেশির ভাগ গাড়ি নির্মাতাই এখন সবুজ প্রযুক্তি বা জ্বালানি সাশ্রয়ী গাড়ি তৈরির দিকে নজর দিচ্ছে৷ কারণ গত দুই বছরে ভারতে তেলের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ৷ পেট্রোলের চেয়ে ডিজেলের দাম কম হওয়ায় গত বছর ডিজেল চালিত গাড়ি বিক্রি হয়েছে বেশি৷ যার পরিমাণ মোট বিক্রির প্রায় ৮০ শতাংশ৷

মারুতি সুজুকি বলছে দিল্লি, মুম্বই ও গুজরাটে তাদের সিএনজি চালিত গাড়ি বিক্রির সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে৷

বর্তমানে ভারতের রাস্তায় প্রায় চার কোটি গাড়ি চলাচল করছে৷ ২০৫০ সাল নাগাদ সংখ্যাটা বেড়ে দাঁড়াবে প্রায় ছয় কোটিতে৷ পরিবেশবাদীরা তাই বেশ শঙ্কাগ্রস্ত৷ কারণ এতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে৷ এখনই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ