ফিলিপাইন্সের ম্যানিলার পাসিগ এলাকার কয়েকজন পিয়ন তাদের কাজে ইলেকট্রিক মোটর সাইকেল ব্যবহার করছেন৷ কারণ, পরিবেশবান্ধব শহর হিসেবে পরিচিত হতে চায় ম্যানিলা৷ তাই জাতিসংঘ ও সরকারের অর্থায়নে সেখানে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে৷
বিজ্ঞাপন
ম্যানিলায় এক কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস করেন৷ অনেকদিন ধরেই শহরের অন্যতম এক সমস্য়া বায়ুদূষণ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, দেশটিতে বায়ুদূষণজনিত মৃত্যুর সংখ্যা অনেক বেশি৷
প্রতিদিন সকালে যানজট পেরিয়ে চিঠি বিলি করেন আলবার্ট লাজাদা৷ তবে তিনি শহরের অল্প কয়েকজনের মধ্যে একজন যিনি ইলেকট্রিক মোটর সাইকেল চালান৷ সে কারণে তিনি নীরবে এবং কোনো দূষণ না ছড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন৷
ম্যানিলার ইলেকট্রিক মোটর সাইকেল
03:21
আলবার্ট লাজাদা বলেন, ‘‘মেট্রো ম্যানিলার পাসিগ এলাকায় আমি সবসময় ইলেকট্রিক মোটর সাইকেল ব্যবহার করি৷ এতে শব্দ হয় না এবং এটা বায়ু দূষিতও করে না৷ জ্বালানি খরচও বেচে যায়৷ আমার আশেপাশে থাকা অন্য মোটর সাইকেল থেকে অনেক শব্দ হয়৷ নিজের মোটর সাইকেলে চড়তে আমার খুব ভালো লাগে৷ মানসিক চাপ অনেক কম হয়৷’’
জাতিসংঘ ও ফিলিপাইন্সের জ্বালানি মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে পরিচালিত এক প্রকল্পের আওতায় কয়েকজন পিয়নকে ইলেকট্রিক মোটর সাইকেল দেয়া হয়েছে৷ এমন প্রায় ৩০টি মোটর সাইকেল আছে৷
পরিবেশবান্ধব শহর হিসেবে পরিচিত হতে চায় ম্যানিলা৷ ইউরোপীয় ইউনিয়ন ও ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভের অর্থায়নে বিশ্বের দশটি শহরে ইলেকট্রোমোবিলিটি কর্মসূচি চলছে৷
তবে এটা সহজ নয়৷ পাসিগের মেয়র ভিকো সত্তো বলছেন, পরিবর্তন খুব তাড়াতাড়ি প্রয়োজন৷ ‘‘জলবায়ু পরিবর্তন আর বায়ুদূষণ বিশ্বের দুটি বড় সমস্যা৷ ম্যানিলা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত পাসিগেও বায়ুদূষণ একটি বড় সমস্যা৷ সম্প্রতি আমরা গ্রিনহাউস নির্গমনের পরিমাণ যাচাই করে জানতে পেরেছি যে, এখানকার বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে৷ ভবিষ্যতে এর পরিমাণ কমাতে আমাদের যা যা প্রয়োজন, করতে হবে৷’’
নাসিমার পরিবেশবান্ধব কলম
03:11
This browser does not support the video element.
ইলেকট্রোমোবিলিটি কর্মসূচি থেকে লাভবান হতে চায় তোজো মোটর্স৷ গত সাত বছর ধরে তারা এই ‘জিপনি’র মতো ইলেকট্রিক গাড়ি তৈরি করছে৷ বর্তমানে তারা সব মোটর পার্টস চীন থেকে আমদানি করছে৷
তোজো মোটর্সের ইভান কুইন বলেন, ‘‘লক্ষ্য হলো, স্থানীয় ক্রেতাদের জন্য স্থানীয়ভাবে গাড়ি তৈরি করা৷ আমরা চাই, গণপরিবহণ ও ব্যক্তিমালিকানাধীন পরিবহণ হিসেবে ফিলিপাইন্সের নাগরিকরা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করুক৷’’
তবে এখনও তারা ফিলিপাইন্স সরকার আর ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের উপর নির্ভরশীল৷ তাছাড়া এখনো দেশটিতে ইলেকট্রোমোবিলিটি সেভাবে গড়ে ওঠেনি৷
তোজো মোটর্সের প্রকৌশলী জোসে বিয়েনভেনিদো ম্যানুয়েল বিওনা বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকট্রিক ব্যাটারি৷ এটি ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও এর আকার, এই দুইয়ের মধ্যে একটা ভালো সমন্বয় বের করতে হবে৷’’
এই মুহূর্তে ফিলিপাইন্সে ব্যক্তিগত ব্যবহারের জন্য খুব কম লোকই ইলেকট্রিক গাড়ি কিনছেন৷
ইউলিয়া হেনরিশমান, ইনকি নাকপিল/জেডএইচ
বৈচিত্র্যময় ও দায়িত্বশীল পৃথিবী চিনবেন যেখানে
লোনলি প্ল্যানেটের ২০২১ সালের উল্লেখযোগ্য ভ্রমণের তালিকায় উঠে এসেছে বিভিন্ন সচেতন উদ্যোগের, শহরের কথা৷ বাছাই ১০ দেখুন এই ছবিঘরে...
ছবি: Rocky Mountaineer
ইতিহাসের সাথে বাস্তব মিশিয়ে
সিরিয়ায় যুদ্ধের কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে জার্মানির বার্লিনে আসেন হেশাম মোয়াদামানি৷ এখন পড়াশোনার পাশাপাশি ‘রিফিউজি ভয়েসেস ট্যুর’ নামের একটি ট্যুর পরিচালন করেন তিনি, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে জার্মানিতে অভিবাসনের ইতিহাসকে মেলাতে শেখান তিনি৷ এই ট্যুরটি লোনলি প্ল্যানেটের তালিকায় স্থান পেয়েছে ‘পরিবর্তিত বিশ্বে পরিবর্তিত ধরনের ভ্রমণ’ বিভাগে৷
ছবি: Refugee Voices Tours
গৃহহীনদের চোখে
যুক্তরাজ্যের ‘ইনভিজিবল সিটিজ’ বা অদৃশ্য শহর নামের এই প্রকল্প পর্যটকদের গৃহহীনদের দৃষ্টিভঙ্গিতে কোনো শহরকে দেখায়৷ এই কাজের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গৃহহীনদের আগে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এরপর এই কাজ থেকে উপার্জনও করতে পারেন গৃহহীনরা৷
ছবি: Imago/Westend61/W. Dieterich
ফ্যারো দ্বীপের গল্প
ডেনমার্কের অংশের এই দ্বীপ পর্যটকদের কাছে আকর্ষণীয় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়৷ এখানের সমষ্টিগত জীবনও ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়াচ্ছে৷ যেমন প্রতি বছর এপ্রিল মাসে এই দ্বীপ পর্যটনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে৷ সেই সময়, স্থানীয়রা একশজন স্বেচ্ছাসেবীদের নিযুক্ত করেন দ্বীপের নানাবিধ রাস্তা-সারাই ও অন্যান্য মেরামতির কাজে৷
ছবি: Micha Korb/picture alliance
ইথিওপিয়ার টেসফা ট্যুরস
ইথিওপিয়ার টেসফা ট্যুরস এই তালিকায় স্থান কেড়ে নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভ্রমণের চেতনাকে ছড়িয়ে দেবার কারণে৷ এখানে স্থানীয়রাই বাইরে থেকে আসা পর্যটকদের এই অঞ্চল ঘুরিয়ে দেখান৷ ফলে, প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার সাথে এখানের জীবনযাপন ও লোক-ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পারেন পর্যটকরা৷
ছবি: Karsten Wrobel/imageBROKER/picture alliance
কলম্বিয়ার মেডেয়িন
বিশ্বের অন্যতম বিপজ্জনক শহরগুলির তালিকা থেকে লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকা - দুটিতেই জায়গা করে নিয়েছে কলম্বিয়ার শহর মেডেয়িন৷ অত্যাধুনিক পরিবেশবান্ধব গণপরিবহন কেড়েছে বিশ্বের বহু পর্যটকদের নজর৷ বর্তমানে, দারিদ্র্য ও অপরাধের অতীতকে পেছনে ফেলে নাচ-গান-পর্যটনের আদর্শ মেলবন্ধনের নজির এই শহর৷
ইটালিয়ান কবি ও দার্শনিক দান্তে আলিঘিয়েরির নামে নাম রাখা হয়েছে ইটালির রাভেনা থেকে ফ্লোরেন্সের একটি ট্রেক-পথের৷ ‘লে ভিয়ে দি দান্তে’ নামের এই ট্রেক-পথে হাঁটতে হাঁটতে এই বিখ্যাত কবিকে আরও ভালোভাবে চিনতে পারবেন ট্রেকাররা৷ সাথে, পরিবেশবান্ধব হোটেলে রাত্রিযাপনও এই ৩৯৫ কিলোমিটার দীর্ঘ ট্রেকের অংশ৷
ছবি: Thomas Grimm
অ্যান্টিগুয়া ও বারবুডা দ্বীপ
২০১৭ সালে হারিকেন আরমা তছনছ করে দেয় ক্যারিবীয় এই দুটি দ্বীপকে৷ এছাড়া, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ন্ত জলসীমা আস্তে আস্তে গ্রাস করছে এই দ্বীপদ্বয়কে৷ তাই, পরিবেশবান্ধব পর্যটনই এই দ্বীপের মূল স্লোগান৷ প্লাস্টিক ও পলিস্টিরিনের যে কোনো পণ্য এই দ্বীপে নিষিদ্ধ৷
অত্যাধুনিক ও বিলাসবহুল হলেও পরিবেশবান্ধবতা থেকে একচুল নড়েনি ক্যানাডার রকি পর্বতমালার ট্রেন ‘রকি মাউন্টেনিয়ার’৷ এই ট্রেনের কার্বন নিঃসরণ মাত্রা অত্যন্ত কম৷ আর বিলাসিতার অঙ্গ হিসাবে রয়েছে লিফট, দৃষ্টিনন্দন আসবাব, বড় জানালা ও রেস্টুরেন্টও৷
ছবি: Ken Paul/All Canada Photos/picture alliance
বৈচিত্র্যের কারণে তালিকায় যারা
জর্ডানের আম্মান শহর বিখ্যাত তার লেভান্টাইন ও বেদুইন ধারার কারণে৷ পাশাপাশি, এই শহর বহু দশক ধরে বজায় রেখেছে তার সংগীত, কলা ও নানাধর্মী চিন্তার অভ্যাস৷ একাধিক ইতিহাসের মিলনস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম নিদর্শন এই শহর ২০২১ সালের লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকায়৷
ছবি: Mohammad Abu Ghosh/Xinhua News Agency/picture alliance
‘হুইল দ্য ওয়ার্ল্ড’
পর্যটনে বৈচিত্র্য ও সাম্য আনার অভিনব চেষ্টার ফলে তালিকায় এসেছে ক্যালিফোর্নিয়ার সংস্থা ‘হুইল দ্য ওয়ার্ল্ড’৷ তিরিশটিরও বেশি হুইলচেয়ার-বান্ধব ভ্রমণ-ট্যুর রয়েছে তাদের পরিষেবায়, যা থেকে বাদ পড়েনি মাচ্চুপিচ্চু বা স্কাইডাইভিং বা মরুভূমিতে রাত কাটানোর অভিজ্ঞতাও৷