1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখোমুখি সংঘর্ষ

রল্ফ ভেংকেল/এসি১৩ জানুয়ারি ২০১৩

বিভিন্ন দেশে আয়ের ব্যবধান, ঋণজর্জর দেশগুলি, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই আরো বেশি ক্ষতি: বিশ্ব ক্রমেই আরো বেশি ঝুঁকির সম্মুখীন, বলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বাধুনিক রিপোর্ট৷

Title : Dust Storm in Iran Schlagwörter: Iran, Baghdad, Dust, Dust Storm, Microbial contamination, Khozestan, Ahvaz Bildbescheibung : In recent years, dust storms coming from western neighboring countries are drastically increased dust storms and affecting western and even central part of Iran. This phenomenon is caused a lot of environmental and socio-economic problems. Quelle: Fars
ছবি: Fars

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘‘বিশ্বব্যাপী ঝুঁকি ২০১৩'' শীর্ষক রিপোর্টটির ভিত্তি হলো একটি জরিপ: প্রতিবছর এ বিষয়ে অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান ও সুশীল সমাজের এক হাজারেরও বেশি বিশেষজ্ঞকে প্রশ্ন করা হয়৷ তাঁদের মধ্যে অধিকাংশই এবার বলেছেন, ইনকাম ডিসপ্যারিটি বা ধনি-দরিদ্রের আয়ের ব্যবধানটাকেই তাঁরা সবচেয়ে বড় ঝুঁকি বলে মনে করেন এবং আগামী দশ বছরের মধ্যে সেটা আরো স্পষ্ট বোঝা যাবে৷

তবে যে ঝুঁকিটা সত্যি সত্যি ঘটলে তার সর্বাধিক ব্যাপক ফলশ্রুতি হবে, সেটা হলো, যদি কোনো কারণে বিশ্বের আর্থিক ব্যবস্থা অচল হয়ে পড়ে৷ ‘ফলশ্রুতি' এবং ‘ঘটার সম্ভাবনা', এই দুইয়ের বিচারে প্রথম পাঁচটি ঝুঁকির মধ্যে আরো থাকছে বিভিন্ন রাষ্ট্রের দীর্ঘস্থায়ী বাজেট ঘাটতি, এবং জলাভাব৷

গতবছর যুক্তরাষ্ট্র্রে স্যান্ডি ঘূর্ণিঝড়ের প্রকোপ অথবা চীনে ভয়াবহ বন্যার পর, বিশেষজ্ঞদের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম সম্ভাব্য ঝুঁকি হলো গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমন বৃদ্ধি৷ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতির যে অভাব, তাকেই পরিবেশ ঝুঁকি নাম দিয়েছেন বিশেষজ্ঞরা৷ আগামী দশকগুলিতে এর গুরুতর ফলশ্রুতি উপলব্ধি করা যাবে৷

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতির যে অভাব, তাকেই পরিবেশ ঝুঁকি নাম দিয়েছেন বিশেষজ্ঞরাছবি: picture alliance/Photoshot

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কার্যনির্বাহক এবং ‘‘বিশ্বব্যাপী ঝুঁকি ২০১৩'' রিপোর্টটির সম্পাদক হলেন লি হাওয়েল৷ তাঁর দৃষ্টিতে এই রিপোর্টটি হলো আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলির জন্য এক ধরণের সতর্কতা সংকেত৷ কনসালটেনসি কোম্পানি অলিভার ওয়াইম্যান গ্রুপের প্রধান জন ড্রিজেক বলেন, ‘‘আমরা দেখছি, কিভাবে দু'টো বড় ঝুঁকি এদিকে আসছে: একটি পরিবেশগত ঝড় আর একটি অর্থনীতি সংক্রান্ত ঝড়৷ আমরা দেখছি, এ দু'টোর মুখোমুখি ধাক্কা লাগার সম্ভাবনা আছে৷''

কাজেই এখন প্রয়োজনীয় পদক্ষেপগুলিতে বিনিয়োগ না করলে ভবিষ্যত প্রজন্মের মানব-মানবীদের জন্য বিশ্বব্যাপী সমৃদ্ধি বিপন্ন হতে পারে৷ বলতে কি, বিভিন্ন আর্থ-সামাজিক ঝুঁকির আশঙ্কা থেকেই জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য যতটা করা সম্ভব ছিল, ততটা করা যায়নি, আন্তর্জাতিক রাষ্ট্রসমাজ দীর্ঘমেয়াদি বিপদটাকে আমল দিতে চায়নি শুধু আর্থ-সামাজিক ক্ষতির আশঙ্কায়৷ অথচ বিপদ তো একটা নয়, এমনকি স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে মাত্রাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের কুফল, কিংবা বিশ্বায়িত ‘গ্লোবাল ভিলেজে' প্যানডেমিক বা বিশ্বজনীন মহামারীর আশঙ্কা, এ সবই থেকে যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা৷

শেষমেষ নতুন ডিজিটাল প্রযুক্তির ফলে যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আসতে পারে, তা যে সবসময় শান্তিপূর্ণ হবে, এমন কোনো কথা নেই৷ ইউটিউবের একটি ভিডিও থেকেই পৃথিবীর অপর প্রান্তে মুহূর্তে আগুন লাগতে পারে৷ তবুও বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই জরিপটির গুরুত্ব সম্পর্কে লি হাওয়েল বললেন, ‘‘জরিপটা সত্যিই বিশ্বব্যাপী৷ চীন সমেত পূর্ব এশিয়া থেকে আমরা বিশেষজ্ঞদের ঠিক ততটাই মতামত নিয়েছি, যেমন ধরা যাক উত্তর আ্যামেরিকা থেকে৷ তার ফলে জরিপটা সত্যিই মূল্যবান হয়ে উঠেছে৷''

জরিপ থেকে তাঁর সিদ্ধান্ত হলো, ‘‘আমরা যখন বিশেষজ্ঞদের দশ বছর পরের পরিস্থিতিটা ভেবে দেখতে বলি, তখন দেখা যায়, আগের বছরের জরিপের তুলনায় অর্থনৈতিক ঝুঁকিগুলো এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে – বিশেষ করে আয়ের বৈষম্য এবং আর্থিক ভারসাম্যের অভাব৷''

সুইজারল্যান্ডের সুইশ রে বীমা কোম্পানির ডাইরেক্টর ডেভিড কোল, যিনি ঠিক এই ঝুঁকির ব্যাপারটা দেখেন, তাঁর বক্তব্য আরো সহজ, ‘‘আমাদের উপলব্ধি করা উচিত যে, চিকিৎসার চেয়ে রোগ প্রতিষেধ অনেক বেশি কার্যকর৷ এবং তা এ সব বিশ্বব্যাপী সমস্যার ক্ষেত্রেও৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ