1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ দূষণে প্লাস্টিক ব্যাগ

কারিন ইয়্যাগার/আরবি১ অক্টোবর ২০১৪

প্লাস্টিক ব্যাগ সহজে ছেঁড়ে না, অনেক জিনিসও আঁটে৷ কিন্তু ব্যবহারের পর এগুলিকে দেখা যায় বিভিন্ন পার্কে ও জলাশয়ে৷ যার পরিণতি হয় মারাত্মক৷ বার্লিনের এক ছাত্রী প্লাস্টিক ব্যাগ ব্যবহারের গতি রোধ করতে উদ্যোগ নিয়েছেন৷

Manthan Uganda Paper bags
ছবি: DW

প্রথমে পড়াশোনার পাশাপাশি কাজটি নিয়েছিলেন শ্টেফানি আলব্রেশট৷ বার্লিনে একটি পরিবেশ সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে প্লাস্টিকের বদলে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ নিতে রাস্তাঘাটে মানুষকে বোঝাতে হতো তাঁকে৷

পরিবেশ দূষণে অগ্রণী

শুধু জার্মানির রাজধানী বার্লিনেই দোকানপাট ও বাজারে ঘণ্টায় ৩০,০০০ পাতলা ব্যাগ মানুষকে দেওয়া হচ্ছে৷ অর্থাৎ বছরে ২৫৯ মিলিয়ন ব্যাগ৷ এতে ভরা হয় ফলমূল, তরিতরকারি, মাছ মাংস, ওষুধপত্র, বইপত্র, কাপড়চোপড় ইত্যাদি৷ সারা জার্মানিতে দৈনিক ১৭ মিলিয়ন ও বছরে প্রায় ছয় বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়৷

বেশিরভাগ ক্ষেত্রেই একবার ব্যবহারের পরই আবর্জনা হিসাবে ফেলে দেওয়া এগুলিকে, যা দূষণ করে পরিবেশকে৷

শ্টেফানি আলব্রেশট প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করছেন৷ তিনি সেকেন্ড হ্যান্ড কাপড় চোপড় কেনেন, বাগানে তরিতরকারি লাগান৷ এইভাবে আবর্জনা পরিহার করার চেষ্টা করেন এই তরুণী৷ কিন্তু প্লাস্টিক ও অপরিশোধিত তেল নিয়ে মাথা ঘামাননি আগে৷

এব্যাপারে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তিদের বোঝাতে গিয়ে শ্টেফানি নিজেও সচেতন হয়ে ওঠেন৷ প্লাস্টিক বা পলিথিন ব্যাগ সম্পর্কে পড়াশোনা করে জানতে পারেন, জার্মানির সারা বছরের প্রয়োজন মেটাতে এই ব্যাগের জন্য প্রায় ২৬০ লিটার ভূগর্ভস্থ তেল ব্যবহার করা হয়৷

অন্যদিক প্লাস্টিকের সুবিধাও অনেক: সস্তায় তৈরি করা যায়, জায়গা কম নেয়, সহজে ছেঁড়ে না, পানি ও রাসায়নিক দ্রব্য প্রতিরোধী ও হালকা৷ তবে প্রায়ই বিনা পয়সায় পাওয়া যায় বলে রিসাইক্লিং না করে ফেলে দেওয়া হয় এসব ব্যাগ৷

প্রকৃতিতে মিশে যেতে সময় লাগে

সমীক্ষায় জানা গেছে, প্রকৃতিতে প্লাস্টিক মিশে যেতে ১০০ থেকে ৫০০ বছর লেগে যায়৷ মাইক্রো অর্গানিজম বা অণুজীবরা এগুলি নষ্ট করতে পারে না৷ আবহাওয়ার কারণে ছোট ছোট টুকরা হয়ে বাতাসে বা পানিতে ভাসতে থাকে এইসব ব্যাগ, যা পরিবেশ ও প্রাণিজগতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে৷

প্লাস্টিকের ব্যাগ, বোতল, আসবাবপত্র, দাঁতের ব্রাশ ইত্যাদি পানিতে পড়ে একটা আস্তরণের মতো হয়ে যায়, ঢেকে ফেলে দৃষ্টি৷ এরফলে জলজ প্রাণীগুলির করুণ পরিণতি হয়৷ প্লাস্টিকের টুকরাগুলি খাবার জিনিস মনে করে তারা খেয়ে ফেলে, হজম করতে পারে না, মলের সাথে বের হয় না, অনেক সময় গলায় আঁটকে শ্বাসরোধ হয়ে মারা যায়৷

গবেষকরা অস্ট্রেলিয়ার উপকূলে প্রতি দুইটির মধ্যে একটি সামুদ্রিক পাখির দেহে প্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন৷ এই প্রবণতা বৃদ্ধি পেলে ২০৫০ সালের মধ্যে ৯৫ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে৷ বিশেষ করে মাছ, শামুক, তিমি, ডলফিন, কুমির ইত্যাদি প্রাণীগুলি ঝুঁকির সম্মুখীন৷

স্বাক্ষর সংগ্রহ অভিযান

এইসব তথ্য শ্টেফানিকে খুব আঘাত দেয়৷ জার্মান পরিবেশ সহায়তা সমিতির সঙ্গে মিলে একটি ইন্টারনেট প্লাটফর্মে স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করেন এই তরুণী৷ এতে জার্মান সরকারের প্রতি পাতলা প্লাস্টিক ব্যাগের মূল্য ধার্য করার ব্যাপারে আইন প্রণয়ন করার আহ্বান জানানো হয়৷ এই উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়া যায়৷ ইতোমধ্যে ১০০,০০০ স্বাক্ষর সংগৃহীত হয়েছে৷ জার্মান পরিবেশমন্ত্রীর কাছে এই তালিকা হস্তান্তর করবেন শ্টেফানি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ