1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ

আইরিন কোয়াইলে/জেডএইচ৩০ ডিসেম্বর ২০১২

স্কটল্যান্ডের এক কৃষক অ্যালাসটেয়ার ডসন৷ গত পাঁচ বছর ধরে চেষ্টা করে অবশেষে তিনি তাঁর ও তাঁর পরিবারের বসবাসের জন্য পরিবেশ বান্ধব একটি বাড়ি তৈরি করেছেন৷

Das "Erdschiff" oder Erdhaus ist in den Hang gebaut.(Kinross, Schottland) Eigentümer Biobauer Alistair Dawson setzt auf umweltfreundliche Baumaterialien wie Steine aus der Umgebung, Erde, Schafswolle für die Isolierung oder Elemente aus alten Gebäuden (z.B. Holzdielen aus einer Schulturnhalle) Copyright: Irene Quaile September 2012, Kinross, Schottland
Das umweltfreundliche Haus von Alistair Dawson Biobauer aus Schottlandছবি: Irene Quaile

ডসন তাঁর বাড়ির নাম দিয়েছেন ‘আর্থশিপ'৷ এই ধারণাটার জন্ম গত শতকের সত্তরের দশকে৷ এ ধরণের বাড়ি নির্মাণে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করা হয়, যা রিসাইকেল্ড বা পুনর্ব্যবহারযোগ্য৷ এছাড়া বিদ্যুতের জন্য জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন পড়ে না৷ সৌর বা বায়ুচালিত শক্তি, অর্থাৎ বিকল্প জ্বালানি দিয়েই বিদ্যুতের প্রয়োজন মেটানো হয়৷

ডসন তাঁর বাড়ি তৈরির পরিকল্পনা করেন পাঁচ বছর আগে৷ তখন থেকেই তিনি রেল লাইনের পুরনো স্লিপার, স্কুলের ফেলে দেয়া বোর্ড যেটা মেঝে তৈরিতে ব্যবহৃত হয়, রাস্তার খোয়া, গাড়ির পুরনো টায়ার ইত্যাদি জোগাড় করতে শুরু করেন৷

অ্যালাসটেয়ার ডসনছবি: DW/I. Quaile

ডসন যখন এই কাজগুলো করছিলেন তখন তাঁর বন্ধু-বান্ধব আর প্রতিবেশীরা মনে করেন যে, কয়েকদিনের মধ্যে ডসনের এই ঝোঁকটা কেটে যাবে৷ কিন্তু ডসন সেরকম ব্যক্তি নন৷ ঠিকই তিনি তাঁর পরিকল্পনা মাফিক কাজ করে গেছেন৷ যার ফল একেবারে নতুন এই বাড়ি৷

আগেই বলেছি, ডসন হলেন পুরাদস্তুর একজন কৃষক৷ তাই স্বাভাবিকভাবেই বাড়ি তৈরির কোনো অভিজ্ঞতা তাঁর ছিল না৷ সেক্ষেত্রে তিনি স্থপতি আর প্রকৌশলীদের সঙ্গে দিনের পর দিন আলোচনা করেন, তাঁদের সহায়তা নেন৷ এবং অবশেষে যে বাড়িটি তিনি তৈরি করেছেন, সেখানে বিদ্যুতের ব্যবস্থার জন্য ডসন পাশের পাহাড়ের চূড়ায় দুটি বায়ু চালিত টারবাইন স্থাপন করেন৷ যাতে পানি আসে পাশের নদী থেকে৷

বাড়ি তৈরির উপকরণছবি: Irene Quaile

ডসনের বাড়ির দেয়াল তৈরি হয়েছে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন সব উপকরণ দিয়ে৷ তবে নির্মাণের সময় দেয়ালে কয়েকটা স্তর সৃষ্টি করা হয়েছে, যা তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে থাকে৷

ঘরে বায়ু চলাচল নিশ্চিত করার জন্য খড়কুটো, ভেড়ার পশম আর গাড়ির পুরনো টায়ার ব্যবহার করেছেন ডসন৷ মার্কিন সেনারা এই প্রযুক্তি আবিষ্কার করেছিলেন৷ আর ডসন সেটাই ব্যবহার করেছেন৷ একদম পরিবেশ বান্ধব উপায়ে!

অনেক কষ্ট করে তৈরি করা এই বাড়িতে এখন বাস করছেন ডসন, তাঁর জীবনসঙ্গী লিসা ও তাঁদের দুই সন্তান৷ ডসনের ভবিষ্যৎ পরিকল্পনা এ ধরণের আরেকটি বাড়ি তৈরি করা, যেখানে পর্যটকরা থাকতে পারবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ