1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ বান্ধব মুদ্রা ব্রিস্টল পাউন্ড?

১৭ আগস্ট ২০১৯

বাঙ্কসির মতো আঁকিয়ে, হিপ্পি ভাইব বা নাগরিক খামারের মতো নানা কিছু নিয়ে খ্যাতি জুটিয়েছে যুক্তরাজ্যের শহর ব্রিস্টল৷ তালিকায় যুক্ত হতে যাচ্ছে, শহরটির নিজস্ব মুদ্রা৷ ব্রিটিশ পাউন্ডের বদলে তারা ব্যবহার করছে ‘ব্রিস্টল পাউন্ড৷'

England lokale Währung Bristol Pound
ছবি: DW/M. Chemam

গোটা বিশ্বের বেশিরভাগ জনপদই এখন পরিবেশ সচেতন৷ সেই ধারাবাহিকতায় ব্রিস্টল শহরে স্থানীয় মুদ্রা চালু করেছে গ্রিন পার্টি৷ অর্গানিক শাকসবজি নির্ভর শহরটিতে মুদ্রাটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে৷ এক কফি বিক্রেতা বললেন, ‘‘আপনি যদি অর্থনীতির কথা বলেন, তবে কোথাও যদি অর্থ রাখেন সেই অর্থ চারপাশ ঘুরে আসে৷''

শহরটির একটি খামারের প্রশিক্ষক সারাহ ফ্লিন্ট বলেন, ‘‘দিনে দিনে এর পরিসর বাড়ছে৷ মানুষও ভাবছে তাঁরা একটি মুদ্রা পেয়েছে, যা স্থানীয় পরিসরে ব্যবহার করতে পারে৷''

বিতণ্ডা থেকে অনুপ্রেরণা

পরিসর এখনো অনেক ছোটো৷ হাজার দুয়েক মানুষ মিলে ব্যবহার করছে এই মুদ্রা৷ ব্রিস্টল পাউন্ড তৈরির একজন কারিগর হলেন সিরিয়ান মান্ডি৷ তিনি বলেন, একটি সবুজ আচ্ছাদিত সমাজের স্বপ্ন পূরণে অবকাঠামোতে পরিবর্তন আনতে হয়, কিছু বদল দরকার মানুষের আচরণেও৷

খাদ্য ও অন্য পণ্যের স্থানীয়করণ এবং বিশ্বজুড়ে পণ্য পরিবহনের বদলে এনার্জি সাশ্রয় এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রয়োজন বলে মনে করেন তিনি৷ এসব চিন্তা থেকেই ব্রিস্টল পাউন্ডের জন্ম, বললেন মান্ডি৷ ২০১১ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন ‘টেসকো'-এর একটি শাখা খোলাকে কেন্দ্র করে স্টোকস ক্রফটের বাসিন্দাদের সঙ্গে বিতণ্ডা শুরু হয়৷ সেই বিতণ্ডার মধ্যেই এক বিজ্ঞপ্তি দিয়ে মুদ্রাটি চালু করা হয়৷

বহু স্টোর এই মুদ্রা গ্রহণ করছেছবি: DW/M. Chemam

চলমান প্রক্রিয়া

দোকানের সংখ্যার হিসেবে গ্লুচেস্টারকে যুক্তরাজ্যের দীর্ঘ সড়ক বলা হয়৷ বেশিরভাগ দোকানি স্থানীয় মুদ্রা ‘ব্রিস্টল পাউন্ড' দিয়ে বিকিকিনির কাজটি সারেন৷ তবে সব বাসিন্দারা এই মুদ্রা ব্যবহারে এখনো অভ্যস্ত নন৷ শহরটিতে সদ্য আসা ক্যারলোটা জানালেন, ‘‘ভেবেছি বিষয়টি নিয়ে৷ কিন্তু নিত্যদিনের নানা ঝুট ঝামেলায় এখনও স্থানীয় মুদ্রার ব্যবহারটা হয়ে উঠেনি৷''

তাঁর বন্ধু ফাতিমা জানালেন, মুদ্রাটি নিতে হলে আগে জানতে হবে কোথায় পাওয়া যায়? আবার অনেকে এই মুদ্রা সম্পর্কে বেশ সচেতন৷ লরা জানালেন, ‘‘যেভাবেই হোক আমি আমাদের নিজস্ব মুদ্রায় পণ্য কিনি৷''

শহরের অনেক দোকানি আর ব্যবসায়ীরা মুদ্রাটি ব্যবহার শুরু করেছে৷ পাশাপাশি ব্রিটিশ সিটি কাউন্সিলের কর্মীরাও যাতে এই মুদ্রা ব্যবহার শুরু করে তার পক্ষে জনমত বাড়ছে৷ ২০১২ থেকে ২০১৬ সাল মেয়াদে তৎকালিন মেয়র জর্জ ফার্গুসন নিজের পারিশ্রমিকটা ব্রিটিশ পাউন্ডের পরিবর্তে ব্রিস্টল পাউন্ডে নিতেন৷

প্রতিষ্ঠাতারা বলছেন, ২০১৫ সালে মুদ্রাটির কারণে ‘ইউরোপীয় গ্রিন ক্যাপিটাল' খেতাব জিতেছে ব্রিস্টল৷ স্থানীয় মুদ্রা গবেষক কোকো কান্টার্স বলেন, ব্রিস্টল পাউন্ড ইউরোপের সবচেয়ে বড় এবং প্রাতিষ্ঠানিক স্থানীয় মুদ্রা৷

যুক্তরাজ্যের লুইস ও টটনেস, যুক্তরাষ্ট্রের এক্সেটার ও বাল্টিমোর এবং গ্রিসের কয়েকটি স্থানে স্থানীয় মুদ্রার প্রচলন রয়েছে৷

মেলিসা চেমিম/টিএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ