1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ বিধি ভাঙলে ফ্রান্সে বিশাল জরিমানা, জেলের প্রস্তাব

২৩ নভেম্বর ২০২০

পরিবেশ-আইন অত্যন্ত কড়া হচ্ছে ফ্রান্সে। আইন ভেঙে ইচ্ছে করে দূষণ ঘটালে ৪৫ লাখ ইউরো জরিমানা বা ১০ বছর জেল হবে।

ছবি: AFP/G. Gobet

পরিবেশ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স। ইচ্ছে করে পরিবেশ সংক্রান্ত আইন ভাঙলে এবং দূষণের কারণ হলে ৪৫ লাখ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে অথবা ১০ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে। বছর খানেক আগে সরকার ১৫০ জনকে নিয়ে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সিটিজেন্স কনভেনশন তৈরি করেছিল। তারাই এই সুপারিশ করেছে এবং সরকার তা মেনে নিয়েছে।

ফ্রান্সের আইন ও বিচার মন্ত্রী বলেছেন, ''দূষণ করলেই তা অপরাধ বলে গণ্য হবে।'' আর পরিবেশ মন্ত্রীর দাবি,  ''আমি কড়া হাতে পরিবেশ সংক্রান্ত অপরাধ বন্ধ করতে চাই।''

তিনি জানিয়েছেন, পরিবেশ বিধি ভাঙলে তিন থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে। খুব খারাপ ধরনের অপরাধকে ইচ্ছে করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করা বলে চিহ্নিত করা হবে।

নদীতে কোনোরকম বর্জ্য ফেলা যাবে না। ফেললেই জরিমানা হবে। দ্রুত সেই ব্যবস্থা চালু হবে বলে তিনি জানিয়েছেন। তবে ফরাসি সংবিধান অনুসারে এটা অপরাধ নয়। তাই অপরাধী শব্দটি না বলে নতুন আইনে বিধিভঙ্গকারী শব্দটি জোড়া হতে পারে।

লিয়া কার্টার/জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ