পরিবেশ বিধি ভাঙলে ফ্রান্সে বিশাল জরিমানা, জেলের প্রস্তাব
২৩ নভেম্বর ২০২০
পরিবেশ-আইন অত্যন্ত কড়া হচ্ছে ফ্রান্সে। আইন ভেঙে ইচ্ছে করে দূষণ ঘটালে ৪৫ লাখ ইউরো জরিমানা বা ১০ বছর জেল হবে।
বিজ্ঞাপন
পরিবেশ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স। ইচ্ছে করে পরিবেশ সংক্রান্ত আইন ভাঙলে এবং দূষণের কারণ হলে ৪৫ লাখ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে অথবা ১০ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে। বছর খানেক আগে সরকার ১৫০ জনকে নিয়ে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সিটিজেন্স কনভেনশন তৈরি করেছিল। তারাই এই সুপারিশ করেছে এবং সরকার তা মেনে নিয়েছে।
ফ্রান্সের আইন ও বিচার মন্ত্রী বলেছেন, ''দূষণ করলেই তা অপরাধ বলে গণ্য হবে।'' আর পরিবেশ মন্ত্রীর দাবি, ''আমি কড়া হাতে পরিবেশ সংক্রান্ত অপরাধ বন্ধ করতে চাই।''
বৈচিত্র্যময় ও দায়িত্বশীল পৃথিবী চিনবেন যেখানে
লোনলি প্ল্যানেটের ২০২১ সালের উল্লেখযোগ্য ভ্রমণের তালিকায় উঠে এসেছে বিভিন্ন সচেতন উদ্যোগের, শহরের কথা৷ বাছাই ১০ দেখুন এই ছবিঘরে...
ছবি: Rocky Mountaineer
ইতিহাসের সাথে বাস্তব মিশিয়ে
সিরিয়ায় যুদ্ধের কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে জার্মানির বার্লিনে আসেন হেশাম মোয়াদামানি৷ এখন পড়াশোনার পাশাপাশি ‘রিফিউজি ভয়েসেস ট্যুর’ নামের একটি ট্যুর পরিচালন করেন তিনি, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে জার্মানিতে অভিবাসনের ইতিহাসকে মেলাতে শেখান তিনি৷ এই ট্যুরটি লোনলি প্ল্যানেটের তালিকায় স্থান পেয়েছে ‘পরিবর্তিত বিশ্বে পরিবর্তিত ধরনের ভ্রমণ’ বিভাগে৷
ছবি: Refugee Voices Tours
গৃহহীনদের চোখে
যুক্তরাজ্যের ‘ইনভিজিবল সিটিজ’ বা অদৃশ্য শহর নামের এই প্রকল্প পর্যটকদের গৃহহীনদের দৃষ্টিভঙ্গিতে কোনো শহরকে দেখায়৷ এই কাজের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গৃহহীনদের আগে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এরপর এই কাজ থেকে উপার্জনও করতে পারেন গৃহহীনরা৷
ছবি: Imago/Westend61/W. Dieterich
ফ্যারো দ্বীপের গল্প
ডেনমার্কের অংশের এই দ্বীপ পর্যটকদের কাছে আকর্ষণীয় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়৷ এখানের সমষ্টিগত জীবনও ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়াচ্ছে৷ যেমন প্রতি বছর এপ্রিল মাসে এই দ্বীপ পর্যটনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে৷ সেই সময়, স্থানীয়রা একশজন স্বেচ্ছাসেবীদের নিযুক্ত করেন দ্বীপের নানাবিধ রাস্তা-সারাই ও অন্যান্য মেরামতির কাজে৷
ছবি: Micha Korb/picture alliance
ইথিওপিয়ার টেসফা ট্যুরস
ইথিওপিয়ার টেসফা ট্যুরস এই তালিকায় স্থান কেড়ে নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভ্রমণের চেতনাকে ছড়িয়ে দেবার কারণে৷ এখানে স্থানীয়রাই বাইরে থেকে আসা পর্যটকদের এই অঞ্চল ঘুরিয়ে দেখান৷ ফলে, প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার সাথে এখানের জীবনযাপন ও লোক-ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পারেন পর্যটকরা৷
ছবি: Karsten Wrobel/imageBROKER/picture alliance
কলম্বিয়ার মেডেয়িন
বিশ্বের অন্যতম বিপজ্জনক শহরগুলির তালিকা থেকে লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকা - দুটিতেই জায়গা করে নিয়েছে কলম্বিয়ার শহর মেডেয়িন৷ অত্যাধুনিক পরিবেশবান্ধব গণপরিবহন কেড়েছে বিশ্বের বহু পর্যটকদের নজর৷ বর্তমানে, দারিদ্র্য ও অপরাধের অতীতকে পেছনে ফেলে নাচ-গান-পর্যটনের আদর্শ মেলবন্ধনের নজির এই শহর৷
ইটালিয়ান কবি ও দার্শনিক দান্তে আলিঘিয়েরির নামে নাম রাখা হয়েছে ইটালির রাভেনা থেকে ফ্লোরেন্সের একটি ট্রেক-পথের৷ ‘লে ভিয়ে দি দান্তে’ নামের এই ট্রেক-পথে হাঁটতে হাঁটতে এই বিখ্যাত কবিকে আরও ভালোভাবে চিনতে পারবেন ট্রেকাররা৷ সাথে, পরিবেশবান্ধব হোটেলে রাত্রিযাপনও এই ৩৯৫ কিলোমিটার দীর্ঘ ট্রেকের অংশ৷
ছবি: Thomas Grimm
অ্যান্টিগুয়া ও বারবুডা দ্বীপ
২০১৭ সালে হারিকেন আরমা তছনছ করে দেয় ক্যারিবীয় এই দুটি দ্বীপকে৷ এছাড়া, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ন্ত জলসীমা আস্তে আস্তে গ্রাস করছে এই দ্বীপদ্বয়কে৷ তাই, পরিবেশবান্ধব পর্যটনই এই দ্বীপের মূল স্লোগান৷ প্লাস্টিক ও পলিস্টিরিনের যে কোনো পণ্য এই দ্বীপে নিষিদ্ধ৷
অত্যাধুনিক ও বিলাসবহুল হলেও পরিবেশবান্ধবতা থেকে একচুল নড়েনি ক্যানাডার রকি পর্বতমালার ট্রেন ‘রকি মাউন্টেনিয়ার’৷ এই ট্রেনের কার্বন নিঃসরণ মাত্রা অত্যন্ত কম৷ আর বিলাসিতার অঙ্গ হিসাবে রয়েছে লিফট, দৃষ্টিনন্দন আসবাব, বড় জানালা ও রেস্টুরেন্টও৷
ছবি: Ken Paul/All Canada Photos/picture alliance
বৈচিত্র্যের কারণে তালিকায় যারা
জর্ডানের আম্মান শহর বিখ্যাত তার লেভান্টাইন ও বেদুইন ধারার কারণে৷ পাশাপাশি, এই শহর বহু দশক ধরে বজায় রেখেছে তার সংগীত, কলা ও নানাধর্মী চিন্তার অভ্যাস৷ একাধিক ইতিহাসের মিলনস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম নিদর্শন এই শহর ২০২১ সালের লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকায়৷
ছবি: Mohammad Abu Ghosh/Xinhua News Agency/picture alliance
‘হুইল দ্য ওয়ার্ল্ড’
পর্যটনে বৈচিত্র্য ও সাম্য আনার অভিনব চেষ্টার ফলে তালিকায় এসেছে ক্যালিফোর্নিয়ার সংস্থা ‘হুইল দ্য ওয়ার্ল্ড’৷ তিরিশটিরও বেশি হুইলচেয়ার-বান্ধব ভ্রমণ-ট্যুর রয়েছে তাদের পরিষেবায়, যা থেকে বাদ পড়েনি মাচ্চুপিচ্চু বা স্কাইডাইভিং বা মরুভূমিতে রাত কাটানোর অভিজ্ঞতাও৷
ছবি: Wheel the World
10 ছবি1 | 10
তিনি জানিয়েছেন, পরিবেশ বিধি ভাঙলে তিন থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে। খুব খারাপ ধরনের অপরাধকে ইচ্ছে করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করা বলে চিহ্নিত করা হবে।
নদীতে কোনোরকম বর্জ্য ফেলা যাবে না। ফেললেই জরিমানা হবে। দ্রুত সেই ব্যবস্থা চালু হবে বলে তিনি জানিয়েছেন। তবে ফরাসি সংবিধান অনুসারে এটা অপরাধ নয়। তাই অপরাধী শব্দটি না বলে নতুন আইনে বিধিভঙ্গকারী শব্দটি জোড়া হতে পারে।