1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ-ভাবনা নিয়ে দিল্লিতে বিশ্ব বইমেলা

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
১২ জানুয়ারি ২০১৮

চলছে ২৬তম নয়াদিল্লি বিশ্ব বইমেলা৷ প্রগতি ময়দানে ৯ দিনব্যাপী এই বইমেলায় ভিড় জমাচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তের বইপ্রেমী মানুষ৷ বিশ্বের প্রতিটি কোণা থেকেই এসেছেন বই বিক্রেতা ও প্রকাশকরা৷

Indien Buchmesse in Neu Delhi
ছবি: Getty Images/AFP/S. Hussain

‌সুদূর কোনও দেশের সঙ্গে সংস্কৃতি বিনিময়ের অন্যতম মাধ্যম হলো বই৷‌ অক্ষরে অক্ষরে এই সূত্র মেনে রমরমিয়ে চলছে নতুনদিল্লি বিশ্ব বইমেলা৷ এখানে বইয়ের মেলা এবং মেলা-‌বই নিয়ে হাজির হয়েছে গোটা বিশ্ব৷ প্রতিবারের মতো এবারও বইমেলার যুগ্ম আয়োজক ‘‌ন্যাশনাল বুক ট্রাস্ট'‌ এবং ‘‌ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন'৷ গত শনিবার শুরু হয়েছে৷ ১৪ জানুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা৷

‌বেশিরভাগ প্রকাশক তাঁদের স্টলগুলি ‘‌পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন'‌-‌এর থিমে সাজিয়েছেন৷ পরিবেশ রক্ষায় এটাই এবারের থিম৷ অন্যান্যবারের মতো এবারও কচিকাঁচাদের ভিড় উপচে পড়ছে৷ অবশ্যই ‘‌হ্যারি পটার'‌ ‘‌গেম অফ থ্রোনস'‌, ‘‌এনিড ব্লাইটন'‌ এবং ‘‌রাস্কিন বন্ড'‌-‌এর সামনে লম্বা লাইন৷ এছাড়াও এবারের বইমেলায় কমিক সিরিজ ও কাল্পনিক উপকথা দেদার বিকোচ্ছে৷ ‌সার্ক‌ভুক্ত দেশগুলির মধ্যে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বই বিশেষ উল্লেখযোগ্য৷ অন্যান্য দেশের মতো প্রতিবেশী এইসব দেশের বইগুলি সেই দেশের সংস্কৃতি, সাহিত্য, পর্যটন, আচার-‌আচরণ এবং সেখানকার মানুষের ব্যবহারের পরিচয় ও বিচারধারা বহন করছে৷

এবার বইমেলার থিম প্যাভেলিয়ন-‌৭৷ এখানে ইংরেজি, হিন্দি, বাংলা-সহ অন্যান্য ভাষায় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, জল ও বায়ু দূষণের মতো বিষয়ে বইয়ের সম্ভার৷ ৭-‌এ, বি এবং সি প্যাভেলিয়নে নেপালের দুটি স্টল রয়েছে৷ ‘‌হোয়াইট লোটাস'‌ স্টলটিতে নেপালি শিল্প, সংস্কৃতি, সাহিত্য, পর্যটন এবং খাওয়া-‌দাওয়ার সঙ্গে যুক্ত পাঁচটি প্রকাশকের বই রয়েছে৷ এই বইগুলি জার্মান, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, নেপালি এবং মৈথিলি ভাষায় লেখা হয়েছে৷ শ্রীলঙ্কার স্টলটি ‘‌শ্রীলঙ্কা বুকস'‌ নামে বানানো হয়েছে৷ এখানে শুধুমাত্র ইংরেজি ভাষার বই রাখা হয়েছে৷ বেশিরভাগেরই বিষয়বস্তু সেদেশের জঙ্গল, পশু-‌পাখি, পরিবেশ৷ লোককথার ওপর রচিত ‘রাবণ' ‌নামক বইটি দেদার বিকোচ্ছে৷ বইটিতে রাবণকে একজন রাজা হিসেবে দেখানো হয়েছে৷ এবং হনুমানকে কোনও এক ‘‌ভালো দেবতা' রূপে তুলে ধরা হয়েছে৷

ছবি: Getty Images/AFP/C. Khanna

গত শনিবার বিশ্ব বইমেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট পরিবেশবিদ সুনীতা নারায়ণ৷ প্রধান অতিথি ছিলেন ইওরোপিয়ান ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত টোমাস  কোজলোস্কি এবং ‘‌ন্যাশনাল বুক ট্রাস্ট'‌-‌এর চেয়ারম্যান বলদেব ভাই শর্মা৷ উদ্বোধনের পর সুনীতা বলেছেন, ‘‌‘‌পশ্চিমী দেশগুলিতে এখন প্রাকৃতিক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে৷ ভারতের মতো দেশে এসেও পশ্চিমের দেশের প্রতিনিধিরা বৈঠক করছেন৷ প্রচণ্ড শীত, মারাত্মক গ্রীষ্ম এবং অত্যধিক বর্ষার সময়েও জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে৷ ভারতে জলবায়ু পরিবর্তনের আঁচ আসতে আর দেরি নেই৷ ইতিমধ্যেই তার প্রভাব পড়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে সমাজের গরিব, কৃষক ও প্রান্তিক মানুষের ওপরে৷ জলবায়ু পরিবর্তন কি তা আর বলার অপেক্ষা রাখে না৷ এর মধ্যেই বাস করতে হচ্ছে আমাদের৷''‌

বৃহস্পতিবার নয়াদিল্লির বইমেলায় চোখে পড়ল ন্যাশনাল বুক ট্রাস্টের পক্ষ থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের পরিবেশবিদদের সঙ্গে বইপ্রেমীদের আলাপচারিতা চলছে৷ আবার কিছু দূরে ‘‌ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ সিন্ধি ল্যাঙ্গুয়েজ'‌ সিন্ধি ভাষা ও সংস্কৃতির ওপর অঙ্কন প্রতিযোগিতা চলছে৷ কোথাও আবার পাঞ্জাবী নৃত্যের আয়োজন৷ ‘‌ভারতীয় সাহিত্য ও ইতিহাসের মিথ ও যথার্থতা'‌ বিষয়ক আলোচনায় অংশ নিতে দেখা গেল যুবা সংস্থার সদস্যদের৷ এরই মাঝে অন্যরকম মনে হলো এক বিমান সংস্থার আয়োজিত ‘‌সমাজে রচনাত্মক ও কলার ভূমিকা'‌ বিষয়ক মতবিনিময়ের আসরটিকে৷ উর্দু অ্যাকাডেমি পশ্চিমবঙ্গের পক্ষে আয়োজিত ‘‌ইন্টারনেট কি বই পড়ার অভ্যাসকে শেষ করছে?'‌ বিষয়ক আলোচনাস্থল বেশ সরগরম ছিল৷

ছবি: Getty Images/AFP/S. Hussain

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি ছাড়াও পাকিস্তান, চীন, ক্যানাডা, মিশর এবং ইংল্যান্ড‌সহ আরও ৪০টি দেশ এবার অংশ নিয়েছে৷ ‘‌অথার্স কর্ণার'‌-‌এ গিয়ে পাঠকরা যাতে তাঁদের পছন্দের লেখকের সঙ্গে কথা বলতে পারেন, সেই ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা৷ আন্তর্জাতিক স্তরে বিখ্যাত লেখকদের মধ্যে রাসকিন বন্ড, জেরি পিন্টো, মাইকেল ক্রেইটন, পারো আনন্দ, মৃদুলা গর্গ এবং রঞ্জিত লালের মতো লেখকরা দেখা দিচ্ছেন তাঁদের গুনমুগ্ধ পাছকদের৷ কথাও বলছেন৷

অন্যদিকে, আগামী ৩০ জানুয়ারি কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা। সেখানে বাংলাদেশ-‌সহ বিশ্বের সবকটি বড় দেশ অংশ নিতে চলেছে। এবার সর্বোচ্চ ফরাসি পুরস্কার ‘‌লিজিয়ন অফ অনার'‌ পাচ্ছেন বিশিষ্ট বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে সম্মানিত করবেন ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রী ফ্রাঙ্কোজ নিসেন।

ভালোর মধ্যে মন্দও আছে৷ বেশকিছু প্রকাশকের অভিযোগ, স্টল বুকিংয়ের খরচ অনেকটাই বাড়ানো হয়েছে৷ কিন্তু, সেই অনুযায়ী বই বিক্রি হচ্ছে কই!‌ সাময়িক প্রকাশনের পক্ষে ললিত কুমার বলছিলেন, ‘‌‘বইমেলায় তিনফুট বাই তিনফুটের স্টল নিয়েছি৷ এরজন্য দিতে হচ্ছে ৭০,০০০ টাকা৷ একদিকে হিন্দি ভাষার বইয়ের পাঠকে সংখ্যা সীমিত৷ তা-‌ও দিনদিন পাঠক কমছে৷ ফলে, স্টল বুকিংয়ের খরচ বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে৷ প্রতি বছরই খরচ বাড়ানো হয়৷ তবে এবার অনেকটা বেশি মনে হচ্ছে, কারণ, বইমেলা থেকে আয়ের সম্ভাবনা তো কমেই যাচ্ছে৷ তবে, বড় প্রকাশনা সংস্থার বিষয় আলাদা৷ তাঁরা নিজেদের ব্র্যান্ডের প্রচার এবং জনসংযোগের জন্য ‘‌সামান্য'‌ ব্যয় করতেই পারেন৷'’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ