1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ রক্ষায় ইসলাম ধর্ম!

২৩ জুন ২০১৮

ইন্দোনেশিয়ার উলেমা পরিষদ ২০১৪ সালে বিপন্ন প্রাণি হত্যা না করতে একটি ফতোয়া জারি করেছিল৷ আর গত রোজায় প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করার এক প্রচারণায় অংশ নেন তাঁরা৷

Plastikmüll am Strand
ছবি: picture alliance/WILDLIFE

প্লাস্টিক ব্যাগের পরিবর্তে বারবার ব্যবহার করা যায়, এমন ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন ধর্মীয় নেতারা৷

ইন্দোনেশিয়ার বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ সংগঠন গ্রিনপিসের সঙ্গে তিনটি ইসলামি সংগঠন এই প্রচারণার সঙ্গে যুক্ত হয়৷

মন্ত্রণালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক রোসা ভিভিয়েন রত্নাওয়াতি জানান, ইন্দোনেশিয়ায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দিন দিন বাড়ছে৷ জানা গেছে, দেশটির একজন নাগরিক বছরে গড়ে ১৭ কিলোগ্রামের সমপরিমাণ প্লাস্টিক বর্জ্য ফেলেন৷ ফলে বছরে গড়ে ১৮৭ দশমিক ২ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে মেশে৷

এর আগে ২০১৪ সালে দেশটির উলেমা পরিষদ বিপন্ন প্রাণি হত্যা না করতে একটি ফতোয়া জারি করেছিল৷ এছাড়া ‘ইসলামিক ফাউন্ডেশন ফর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস' এর উদ্যোগে ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে গাছ লাগানো কর্মসূচি পালন করা হয়েছিল৷

ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস স্টাডিজের অধ্যাপক জয়নুল বাহরি বলেন, ইসলাম ধর্মে পরিবেশ রক্ষার উপর জোর দেয়া হয়েছে৷ ‘‘পরিবেশের ক্ষতি করার জন্য আল্লাহ মানুষকে দায়ী করেন,'' জানান তিনি৷

সচেতনতা তৈরিতে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাহরি৷ তবে এক্ষেত্রে ধর্মীয় নেতাদের কারিগরি জ্ঞান বাড়াতে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে মিলে যৌথভাবে কাজ করার ওপর জোর দেন তিনি৷ ‘‘প্রকৃতি কীভাবে কাজ করে, ইকোসিস্টেমকে কীভাবে রক্ষা করা যায় – এ সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান অনেক ইমামের নেই,'' বলেন রিলিজিয়াস স্টাডিজের অধ্যাপক বাহরি৷

ইন্দোনেশিয়া ছাড়াও অন্যান্য দেশে পরিবেশ রক্ষায় ধর্মের ব্যবহার হয়েছে৷ যেমন, ২০০৮ সালে ধর্মনিরপেক্ষ মতাদর্শের অনুসারী সংস্থা ‘দ্য অ্যালায়েন্স ফর রিলিজিয়ন্স অ্যান্ড কনজারভেশন' তাঞ্জানিয়ার পেম্বা দ্বীপের জেলেদের নিয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে৷ এক্ষেত্রে স্থানীয় ধর্মীয় নেতাদের সহায়তা নেয়া হয়েছিল৷ প্রকল্পের আওতায়, মাছ ধরার ক্ষেত্রে বিস্ফোরক ব্যবহার না করতে জেলেদের আহ্বান জানানো হয়েছিল৷ পরবর্তীতে এক জেলে ‘দ্য ক্রিস্টিয়ান সায়েন্স মনিটর'কে জানিয়েছিলেন, ‘‘পরিবেশ রক্ষার পরিকল্পনা পশ্চিম থেকে আসেনি৷ এটা এসেছে কোরান থেকে৷''

রিসকি নুগ্রাহা, আয়ু পূর্বানিংসিহ/জেডএইচ

পরিবেশ রক্ষায় ইসলাম ধর্ম কি সত্যিই কোনো ভূমিকা রাখতে পারবে? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ