১৮ ঘণ্টার বৈঠক শেষে পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ এই অর্থ খরচ করে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায় জার্মানি৷
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা জার্মানির পক্ষে সম্ভব হবে না৷
জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলার দাবিতে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করা হয়৷ জার্মানিতেও পালিত হয়েছে এ কর্মসূচি৷
এদিকে জার্মানির জোট সরকার ১৮ ঘণ্টা ধরে বৈঠক করে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনার জন্য ১০০ বিলিয়ন ইউরোর তহবিল চূড়ান্ত করে৷ এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, বৈঠকে সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল আর ভাইস চ্যান্সেলর, অর্থমন্ত্রী ও এসপিডি নেতা ওলাফ শোলৎস এ বিষয়ে একমত হয়েছেন৷ এমন দলিল তারা হাতে পেয়েছে বলেও সংবাদ সংস্থাগুলোর দাবি৷
জলবায়ু ধর্মঘট
জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করছেন হাজারো মানুষ৷
ছবি: Getty Images/B. Mitchell
দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে শুরু
দিনের প্রথম ধর্মঘটটি নিউ ক্যালেডোনিয়ার ফ্রেঞ্চ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হয়৷ এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা প্রবাল প্রাচীরগুলো রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন৷ সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দ্বীপ দেশগুলো৷
ছবি: 350 Pacific via Reuters
সলোমন দ্বীপপুঞ্জ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শত শত দ্বীপ নিয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জের শিক্ষার্থীরা শুক্রবার সকালে বিদ্যালয়ে না গিয়ে জলবায়ু বিপর্যয় কীভাবে তাদের দেশকে হুমকির মুখে ফেলেছে তা তুলে ধরেন৷
ছবি: 350 Pacific via Reuters
অস্ট্রেলিয়ায় হাজারো মানুষ
অস্ট্রেলিয়ায় বিক্ষোভকারীরা বলছেন, তারা চান সরকার ও ব্যবসায়ীরা যেন ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায়া নামিয়ে আনার ঘোষণা দেন৷ তারা বিশ্ব নেতাদের আসন্ন জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন সামিটে এনিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান৷
ছবি: Getty Images/B. Mitchell
দক্ষিণ-পূর্ব এশিয়া
থাইল্যান্ডের শিক্ষার্থীরা ব্যাংককের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের বাইরে এই আন্দোলনে অংশ নেন৷ বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকমিয়া এভিনিউয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন৷
ছবি: Reuters/Soe Zeya Tun
ঢাকায় বিক্ষোভ
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থী ও জলবায়ু কর্মীরা রাজধানী ঢাকায় এই কর্মসূচি পালন করেছেন৷ বাংলাদেশে অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে৷
সুইডেনের ১৬ বছর বয়সি গ্রেটা টুনব্যার্গ ২০১৮ সালের আগস্টে জলবায়ু আন্দোলন শুরু করেছিলেন৷ এরপর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন৷ জলবায়ু সম্মেলনে অংশ নিতে পালতোলা নৌকায় করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন টুনব্যার্গ৷
ছবি: picture-alliance/S. Reynolds
7 ছবি1 | 7
এএফপির প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণ কমাতে বিমান ভাড়া বাড়াবে এবং ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে জার্মান সরকার৷ রেলের অবকাঠামোতে পরিবর্তন আনতে ৮৬ বিলিয়ন ইউরো খরচ করা হবে৷ ম্যার্কেল সরকার মনে করে কার্বন নিঃসরণ কমানোয় ১০০ বিলিয়ন ইউরো খরচ করা হলেও বাজেটের ভারসাম্য নষ্ট হবে না৷