1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো

২০ সেপ্টেম্বর ২০১৯

১৮ ঘণ্টার বৈঠক শেষে পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ এই অর্থ খরচ করে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায় জার্মানি৷

Berlin PK Klimakabinett der Bundesregierung
ছবি: Reuters/H. Hanschke

বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা জার্মানির পক্ষে সম্ভব হবে না৷

জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলার দাবিতে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করা হয়৷ জার্মানিতেও পালিত হয়েছে এ কর্মসূচি৷

এদিকে জার্মানির জোট সরকার ১৮ ঘণ্টা ধরে বৈঠক করে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনার জন্য ১০০ বিলিয়ন ইউরোর তহবিল চূড়ান্ত করে৷ এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, বৈঠকে সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল আর ভাইস চ্যান্সেলর, অর্থমন্ত্রী ও এসপিডি নেতা ওলাফ শোলৎস এ বিষয়ে একমত হয়েছেন৷ এমন দলিল তারা হাতে পেয়েছে বলেও সংবাদ সংস্থাগুলোর দাবি৷

এএফপির প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণ কমাতে বিমান ভাড়া বাড়াবে এবং ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে জার্মান সরকার৷ রেলের অবকাঠামোতে পরিবর্তন আনতে ৮৬ বিলিয়ন ইউরো খরচ করা হবে৷ ম্যার্কেল সরকার মনে করে কার্বন নিঃসরণ কমানোয় ১০০ বিলিয়ন ইউরো খরচ করা হলেও বাজেটের ভারসাম্য নষ্ট হবে না৷

এসিবি/এডিকে (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ