1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যালুমিনিয়াম রিসাইক্লিং

টোমাস হিলেব্রান্ট / এসবি২ আগস্ট ২০১৪

অ্যালুমিনিয়ামের চাহিদার শেষ নেই৷ কিন্তু এর কার্যকর রিসাইক্লিং এতকাল স্বপ্নই থেকে গিয়েছিল৷ এবার জার্মান বিজ্ঞানীরা এমন এক প্রক্রিয়া তৈরি করেছেন, যার মাধ্যমে যথেষ্ট কম জ্বালানির সাহায্যে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং সম্ভব৷

Stahl in China - Rohre Stahlröhre
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

একাধিক ধাতুযুক্ত অ্যালয় বা ধাতব সংমিশ্রণ থেকে কোনো ধাতু আলাদা করা এতকাল বেশ কঠিন ছিল৷ ‘টোমরা' নামের এক কোম্পানি এবার পরীক্ষামূলকভাবে অ্যালয় থেকে উচ্চমানের অ্যালুমিনিয়াম তৈরি করছে৷ টোমরা সর্টিং কোম্পানির টোমাস এয়ার্ডমান বলেন, ‘‘আজকাল পুরানো গাড়ি থাকলে তা থেকে অ্যালুমিনিয়াম বের করা সম্ভব৷ তবে অ্যালয় আবার হুবহু আগের অবস্থায় আনার উপায় ছিল না৷ অর্থাৎ ‘ডাউনসাইকেল' করে কিছুটা নিম্নমানের অ্যালুমিনিয়ামে রূপান্তর করা যেত৷ উচ্চমানের অ্যালুমিনিয়াম চাইলে নতুন করে তা জোগাড় করতে হতো৷ এখন আমরা এক প্রযুক্তি গড়ে তুলেছি, যা প্রথমবারের মতো অ্যালয় শনাক্ত করতে পারে৷''

লেজার রশ্মির সাহায্যে ইঞ্জিনিয়াররা কনভেয়ার বেল্টের উপর ধাতুর খণ্ড বিশ্লেষণ করে সেগুলিকে পরস্পরের থেকে আলাদা করতে পারেন৷

আখেন শহরের গবেষকরা এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করেছেন৷ ফ্রাউনহোফার ইন্সটিটিউটে তাঁরা এই প্রক্রিয়া আরও নিখুঁত করে তোলার চেষ্টা করছেন৷ কাজটা বেজায় জটিল৷ ধাতুর অংশগুলি দ্রুত শনাক্ত করে, মেপে, রাসায়নিক বিশ্লেষণ করে আলাদা করতে হয়৷ ফ্রাউনহোফার ইন্সটিটিউটের ড. কর্ড ফ্রিকে-বেগেমান বলেন, ‘‘এই অংশগুলি বেল্টের উপর সেকেন্ডে ৩ মিটার গতিতে এগিয়ে চলেছে৷ অর্থাৎ এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সব কাজ সারতে হয়৷ এক একটি কাজের জন্য কয়েক মিলি সেকেন্ড বা ১০ মিলি সেকেন্ড সময় থাকে৷ বিশ্লেষণও আলাদা কাজ, যা মাত্র কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে সারতে হয়৷''

এক থ্রিডি লেজার স্ক্যানার ধাতুর টুকরার অবস্থান ও মাপ মনে রাখে৷ এই সব তথ্য এক বিশেষ শক্তিশালী কম্পিউটারে ভরা হয়৷ সেটি স্থির করে প্রত্যেকটি টুকরার ঠিক কোন অংশ বিশ্লেষণ করতে হবে৷ দ্বিতীয় একটি লেজার সেই অংশের মধ্যে ক্ষুদ্র একটি অংশ ‘ভেপারাইজ' বা বাষ্পে পরিণত করে৷ তার নিখুঁত রাসায়নিক বিশ্লেষণ করে সংকেত পাঠানো হয়৷ বাতাসের জেট তখন সেই অনুযায়ী টুকরাগুলিকে আলাদা করে৷

শিল্পক্ষেত্রে এই প্রক্রিয়া কাজে লাগাতে হলে ঘণ্টায় ২ থেকে ৪ টন অ্যালুমিনিয়াম অ্যালয় বিশ্লেষণ করতে হবে৷ তবেই সেটা লাভজনক হবে৷ তবে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এটি একটা বিশাল সাফল্য, সন্দেহ নেই৷ টোমাস এয়ার্ডমান বলেন, ‘‘ভবিষ্যতের পরিবেশগত চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে এই সিস্টেম প্রথমবারের মতো ধাতু হিসেবে অ্যালুমিনিয়ামকে একটা সাইকেল-এর মধ্যে রাখতে পারবে৷ অর্থাৎ উচ্চমানের অ্যালুমিনিয়াম রিসাইক্লিং সম্ভব হবে৷''

এই প্রক্রিয়ার অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার শেষ নেই৷ কারণ নতুন অ্যালুমিনিয়াম উৎপাদন করতে যে জ্বালানি লাগে, অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করতে তার মাত্র এক-দশমাংশের প্রয়োজন হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ