২০৩০ সালের মধ্যে ৫৫ ভাগ কার্বন নিঃসরণ কমাতে চায় ইউরোপীয় ইউনিয়ন৷ ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন শুক্রবার টুইট করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
বিজ্ঞাপন
১৯৯০ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো, ২০৩০ সাল নাগাদ সেই মাত্রা থেকে ৫৫% কমিয়ে আনা হবে, রাতভর আলোচনার পর শীর্ষ সম্মেলনে শুক্রবার এই সিদ্ধান্তে উপনীত হন ইইউ নেতারা৷
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা টুইট করে সিদ্ধান্তের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ইইউ জলবায়ু চুক্তির প্রথম বর্ষপূর্তি উদযাপনের এর চেয়ে ভালো উপায় হতে পারে না!
‘‘২০৩০ সালের মধ্যে ইউরোপ ৫৫% কার্বন নিঃসরণ কমাবে৷ এর মধ্য দিয়ে ২০৫০ সাল নাগাদ আমাদের জলবায়ু নিরপেক্ষ হবার পথ আরো সুগম হলো,’’ বলেন উরসুলা৷
সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট শার্ল মিশেলও৷ ‘‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপ নেতৃত্ব দিচ্ছে,’’ টুইট করেন মিশেল৷
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া আলোচনা চলে দশ ঘণ্টার বেশি৷ গেল সেপ্টেম্বরে ৪০ ভাগ কার্বন নিঃসরণ কমাবার প্রস্তাব করা হয়৷ তখন এই জোটের কয়েকটি সদস্যরাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করে৷
পোল্যান্ডের নেতৃত্বে মধ্য ইউরোপের জ্বালানি কয়লার ওপর নির্ভরশীল কয়েকটি দেশ এই পরিবর্তনের আর্থিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে৷ সবুজ জ্বালানিতে পরিবর্তনে যে বিপুল বিনিয়োগ দরকার, তার গ্যারান্টি চায় তারা৷ সব পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত ৫৫% কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একমত হন ইইউ নেতারা৷
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউ থেকে একধাপ এগিয়ে ২০৩০ সাল নাগাদ ১৯৯০ সালের চেয়ে ৬৮% কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছেন৷
পাঁচ বছর আগে ফ্রান্সের প্যারিসে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে এই শতকের শেষ নাগাদ পৃথিবীর উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়৷ প্যারিস চুক্তি বলে পরিচিত সেই সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের শেষ নাগাদ চুক্তির আওতাধীন প্রত্যেক দেশের নিজ নিজ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করার কথা৷
জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)
কার্বন নিঃসরণের দায় কাদের
মাথাপিছু কার্বন নিঃসরণের দিক থেকে দায়ীদের মধ্যে শীর্ষে মধ্যপ্রাচ্য আর শিল্পোন্নত দেশগুলো৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও বা হু), ইউনিসেফ এবং দ্য লেনসেট গঠিত একটি কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই ছবিঘরটি তৈরি৷
ছবি: Imago/CoverSpot/B. Lauter
মাথাপিছু ৪৯ কেজি কার্বন!
বিশ্বে মাথাপিছু সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কাতার৷ মধ্যপ্রাচ্যের দেশটির মানুষ বছরে গড়ে ৪৯ টন কার্বন ছড়ানোর জন্য দায়ী৷ ২০৩০ সালের বৈশ্বিক এসডিজি লক্ষ্যমাত্রার চেয়ে তাদের কার্বন ব্যবহার ১৭১৬ ভাগ বেশি৷
ছবি: picture-alliance/dpa/Y. Valat
দ্বীপপুঞ্জে কার্বন
ক্যারিবিয়ান সমুদ্রের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত দেশ ত্রিনিদাদ ও টোবাগো৷ মাত্র ১৩ লাখ জনগোষ্ঠীর দেশটি কার্বন নিঃসরণে কম যায় না৷ মাথাপিছু ২৯ টনেরও বেশি কার্বন পোড়ায় তারা৷ ২০৩০ সালের এসডিজি লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯৮ ভাগ পিছিয়ে তারা৷
ছবি: picture-alliance/robertharding/Y. Levy
কুয়েতিরা তৃতীয়
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত মাথাপিছু কার্বন নিঃসরণে বিশ্বে তৃতীয়৷ দেশটির মানুষ মাথাপিছু ২৫ টনের বেশি কার্বন ব্যবহার করেন প্রতিবছর৷
ছবি: picture-alliance/robertharding/G. Hellier
প্রথম দশের পাঁচটিই মধ্যপ্রাচ্যের
কুয়েতের পরই কার্বন ব্যবহারে এগিয়ে বাহরাইন৷ তাদের মাথাপিছু নিঃসরণের পরিমাণ ২৩ টন৷ এরপরের অবস্থানে সৌদি আরব৷ দেশটির মাথাপিছু কার্বন ব্যবহার ১৯ টন৷ সবমিলিয়ে প্রথম পাঁচটি দেশই মধ্যপ্রাচ্যের৷
ছবি: picture-alliance/Bildagentur-online/AGF
প্রথম দশে যুক্তরাষ্ট্র
মাথাপিছু কার্বন ব্যবহারে যুক্তরাষ্ট্রের অবস্থান অষ্টম৷ দেশটির মানুষ গড়ে ১৬ টন কার্বন ব্যবহার করে৷ এসডিজি লক্ষ্য অর্জন করতে হলে তা ৫০০ ভাগ হ্রাস করতে হবে৷ যুক্তরাষ্ট্রের উপরে রয়েছে অস্ট্রেলিয়া৷
ছবি: picture-alliance/AP Photo/B. Camp
ইউরোপের শীর্ষে এস্তোনিয়া
ইউরোপের দেশগুলোর মধ্যে মাথাপিছু সবচেয়ে বেশি কার্বন ব্যবহারকারী এস্তোনিয়া৷ শীর্ষ দেশগুলোর মধ্যে তাদের অবস্থান ১৩তম৷ ১৭তম অবস্থানে আছে রাশিয়া, ১৮তম আইসল্যান্ড আর ২০তম জার্মানি৷
ছবি: picture-alliance / Uwe Gerig
পরিবেশবান্ধব আফ্রিকা
বিশ্বের সবচেয়ে পরিবাশবান্ধব দেশগুলোর অবস্থান আফ্রিকা মহাদেশে৷ সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ বুরুন্ডি৷ মাথাপিছু মাত্র দশমিক শূন্য-পাঁচ টন৷ একই পরিসংখ্যান চাদ কিংবা সোমালিয়ার ক্ষেত্রেও৷ সবচেয়ে কম কার্বন নিঃসরনকারী ১৯টি দেশই এই মহাদেশের৷
ছবি: imago images/imagebroker/F. Wagner
বাংলাদেশ ৩৯তম
সবচেয়ে কম কার্বন নিঃসরণ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩৯তম৷ বছরে মাথাপিছু দশমিক ৫৩টন কার্বন ব্যবহার করে এই দেশের মানুষ৷ এসডিজিতে বেঁধে দেয়া মাত্রার চেয়েও যা আশিভাগ কম৷
ছবি: Imago/ZUMA Press
দক্ষিণ এশিয়ায় পরিবেশবান্ধব নেপাল
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ নেপাল৷ তাদের অবস্থান ২৬তম৷ অন্যদিকে এই অঞ্চলে মাথাপিছু সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ ভারত৷ দেশটির মানুষ গড়ে এক দশমিক আট-চার টন কার্বন ছড়ানোর জন্য দায়ী৷ তবে মাত্রাটি এখনও এসডিজি লক্ষ্যের চেয়ে বেশ খানিকটা কম৷