1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনা শুরু

১১ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে নতুন করে কোনো কোনো যোগাযোগ হয়নি৷ নতুন আলোচনা কবে শুরু হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না৷  

কুতুপালং রোহিঙ্গা শিবির
কুতুপালং রোহিঙ্গা শিবিরছবি: Getty Images/P. Bronstein

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নিশ্চয়ই নতুন করে আরো আলোচনার উদ্যোগ নেব৷’’

তিনি বলেন, ‘‘মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ খুবই সীমিত৷  তবে তারা আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে৷ যেটা হয়তো সবাইকে দিয়েছে৷ তাতে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে৷ ওখানে যারা উদ্বাস্তু আছে তাদের সাথে তারা দেখা করেছে৷ তাদের আশ্রয়ের ব্যবস্থা করবে৷ আর আমাদের যেটা চিঠিতে বলেছে তা হলো রিপ্যাট্রিয়েশন প্রসেসটা চলমান৷ এপর্যন্ত এটাই গুড নিউজ৷’’

তিনি বলেন, বাংলাদেশ এখনো মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে৷ যখন অবস্থা অনুকূলে আসবে তখন আলোচনার উদ্যোগ নেয়া হবে৷

মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ খুবই সীমিত: পররাষ্ট্রমন্ত্রী

This browser does not support the audio element.

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসও এব্যাপারে নতুন কোনো খবর জানাতে পারেনি৷ তাদের কাছেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সামরিক সরকারের দিক থেকে নতুন কোনো তথ্য নাই৷

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী ডয়চে ভেলেকে বৃহস্পতিবার বিকেলে জানান, ‘‘ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো আলাপ বা যোগাযোগ হতে পারে সেটা আমি জানি না৷ তবে এখন পর্যন্ত নতুন কিছু হয়নি৷ এখানে একটা চেঞ্জ হলো এক সপ্তাহ হয়নি৷ এই এক সপ্তাহে নতুন করে কিছু হয়নি৷ আগের গুলোই চলমান৷’’

নতুন সামরিক সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘না যোগাযোগ হয়নি৷ এখানে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে৷ এখানে  বিক্ষোভ আছে৷ ট্রানজিশন হতে একটু সময় লাগে৷’’

জানা গেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে৷ সেটা দেখে মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে যোগাযোগের কৌশল নির্ধারণ করা হবে৷ তবে রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ এক নাম্বারেই রাখছে৷

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লেইং তার প্রথম ভাষণে বাংলাদেশ থেকে ‘বাস্তুচ্যুত' ব্যক্তিদের ফেরত নেয়ার কথা বলেছেন৷ ব্যাপারে যে চুক্তি আছে তাতেও কোনো প্রভাব পড়বে না৷ বাংলাদেশের সঙ্গে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে৷

এই এক সপ্তাহে নতুন করে কিছু হয়নি: মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত

This browser does not support the audio element.

এই আলোচনাটা খুব দ্রুত শুরু করা দরকার বলে মনে করেন  সাবেক রাষ্ট্রদূত এবং মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক এটাশে মেজর জেনারেল (অব.) শহীদুল হক৷ তিনি বলেন, ‘‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বের যে দেশের যে ধরনের উদ্বেগই থাকুক না কেন, বাংলাদেশের উদ্বেগ হওয়া উচিত রোহিঙ্গা ইস্যু৷ এই ইস্যুতে নতুন করে চাপ সৃষ্টি করা প্রয়োজন৷ বিশ্বের কয়েকটি দেশ যে সামরিক শাসন বিরোধী চাপ দিচ্ছে সেই সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে৷’’

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে৷

যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমারের ১০০ কোটি ডলারের সরকারি তহবিলে সামরিক জান্তা যাতে হাত দিতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র৷  জো বাইডেন এ সংক্রান্ত নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন৷

কিন্তু শহীদুল হক মনে করেন, এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়৷ তাদের ওপর আরো বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োজন৷ আর মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপারে যে কথা বলছে তাতে সহজেই বিশ্বাস স্থাপন করা ঠিক হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ