চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ নভেম্বর দিন রেখেছে আদালত।
ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত দায়রা জজ রবিউল আলম মঙ্গলবার অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির এই তারিখ ঠিক করে দেন।
পরীমনিসহ মামলার তিন আসামি এদিন আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম ভারপ্রাপ্ত বিচারক হিসেবে এ আদেশ দেন।
ফেসবুকে বাংলাদেশের অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ তাঁর কাছাকাছি অবস্থানে আছেন পূর্ণিমা৷ চলুন দেখে নেয়া যাক, অভিনয় জগতের কে ফেসবুকে কতটা জনপ্রিয়৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশের অভিনয় জগতের মানুষদের মধ্যে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ রুপালি পর্দার আর পর্দার বাইরের নানা ঘটনায় আলোচিত ঢালিউডের এই নায়িকার অনুসারীর সংখ্যা প্রায় দেড় কোটি৷
ছবি: Sazzad Hossain‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে পূর্ণিমার৷ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেত্রীর ফেসবুক অনুসারীর সংখ্যা ৯৮ লাখ৷
ছবি: Noor-A-Alamচিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদকে কেন্দ্র করে গতবছর বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস৷ ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি৷ দাম্পত্য জীবনের ইতি টেনে আবারো চলচ্চিত্রে মন দেয়া এই অভিনেত্রীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় ৮৯ লাখ৷
ছবি: Sazzad Hossainরুপালি জগতের তারকাদের মধ্যে ফেসবুকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া৷ ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়৷ দুই বাংলাতেই জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের একজন তিনি৷ তাঁর অনুসারীর সংখ্যা একাত্তর লাখের বেশি৷
ছবি: Sazzad Hossainলাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বিদ্যা সিনহা মীমের অনুসারীর সংখ্যা ৬৭ লাখ৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশের রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় ৬১ লাখ৷ ১৯৯৯ সালে ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তাঁর৷
ছবি: Sazzad Hossainবর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা৷ ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪৪ লাখ৷
ছবি: Sazzad Hossainচলতি শতকের প্রথম দিকে টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসাবে আবির্ভূত হন মোশাররফ করিম৷ বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা আঠাশ লাখের বেশি৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং দন্ত চিকিৎসক নায়লা নাঈমের ফেসবুক অনুসারীর সংখ্যা পঁচিশ লাখের বেশি৷ ফেসবুকে খোলামেলা ছবি প্রকাশ করে মাঝেমধ্যেই বিতর্ক তৈরি করেন তিনি৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশি সংবাদ উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী এবং ইঞ্জিনিয়ার ফারহানা নিশো মাঝেমাঝেই নানা কারণে বিতর্কে জড়ান৷ তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা বিশ লাখের বেশি৷
ছবি: Sazzad Hossain পরীমনির পক্ষে আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী আগের শর্তে জামিনের আর্জি জানিয়ে বলেন, এই চিত্রনায়িকারশুটিংয়ের শিডিউল আছে, সেজন্য হাজিরার একটি লম্বা তারিখ প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল শুনানিতে কোনো আপত্তি করেননি।
এদিন সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে এসে গেইটের বাইরে অপেক্ষা করেন পরীমনি। সাড়ে ৯টার দিকে গেইট খোলা হরে তিনি মহনগর দায়রা জজ আদালতের এজলাস কক্ষে প্রবেশ করে সোফায় বসে শুনানির জন্য অপেক্ষা করেন।
সাড়ে ১০টার দিকে তার মামলার শুনানি শুরু হয় এবং শেষ হয় মাত্র সাত মিনিটের মধ্যে। এর পরপরই পরীমনি আদালত ত্যাগ করেন।
এসএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)