1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরীমনির মামলার তদন্তভার ডিবির হাতে

৬ আগস্ট ২০২১

চিত্রনায়িকা পরীমনিসহ চারজনের বিরুদ্ধে বনানী থানার দুই মাদক মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ পরীমনির পক্ষের আইনজীবীদের জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক৷

Bangladesch | Festnahme | Schauspielerin Porimoni - Produzent Raj
চিত্রনায়িকা পরীমনিছবি: bdnews24.com

বনানী থানার ওসি নূরে আযম মিয়া শুক্রবার সকালে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার র‌্যাব যে তিনটি মামলা করেছে, তার মধ্যে পর্নোগ্রাফি আইনে করা মামলা ছাড়া দুটি মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশ পেয়েছে৷”

বুধবার রাতে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে পরিমনি এবং তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র‌্যাব৷ আটক পরিমনিকে বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে আনা হয়৷

চিত্রনায়িকার বাড়িতে অভিযানের পর অভিযান চলে বনানীতে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে৷ সেখান থেকে রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে র‌্যাব আটক করে৷ পরেরদিন বিকালে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন৷ 

পরীমনি ও রাজের বাড়িতে ‘মদ ও মাদকদ্রব্য' পাওয়ার কথা জানান তিনি৷ গ্রেপ্তার চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, বনানী থানায় মাদক আইনে দুটি এবং পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়৷

র‌্যাবের করা জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘বিপুল পরিমাণ মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়৷ এবং রাজের ফ্ল্যাট থেকে মদ ও ইয়াবার সঙ্গে ‘সেক্স টয়' এবং সাউন্ড বক্স জব্দ করার কথা বলা হয়৷

বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনকে আদালতে তোলা হলে মাদক আইনের দুই মামলায় চারজনকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর হাকিম মো. মামুনুর রশিদ৷ পরীমনির পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে দেন বিচারক৷

রাজ ও সবুজ আলীকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান বনানীর ওসি নূরে আযম মিয়া৷

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি নামে ঢাকার চলচ্চিত্রে আসেন ২০১৫ সালে৷ সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরিমনি৷ রাজ প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মা‌ল্টি‌মি‌ডিয়ার কর্ণধার৷ প্রযোজক‌দের সংগঠন বাংলাদেশ চল‌চ্চিত্র প্রদর্শক ও প‌রি‌বেশক স‌মি‌তির সদস্য রাজ অভিনয়ও ক‌রেন৷

প্রযোজক রাজছবি: bdnews24.com

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, "পরীমনির চলচ্চিত্র জগতে অবস্থান তৈরিতে প্রযোজক রাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ আর চলচ্চিত্র জগতে পা দিয়েই তিনি অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন৷ পরীমনির বাসায় পার্টিতে অ্যালকোহল সরবরাহ করত রাজসহ কয়েকজন৷”

‘রাজ মাল্টিমিডিয়া' প্রতিষ্ঠানটি ‘অনৈতিক কাজে' ব্যবহার করা হতো জানিয়ে তিনি বলেন, "তার কম্পিউটারে পর্নোগ্রাফিক কনটেন্ট এবং বিকৃত যৌনাচারের যে আলামত পাওয়া গেছে, সেগুলো সে কোন কাজে লাগাত, তা তদন্তে বেরিয়ে আসবে৷”

এর আগে ‘ডিজে পার্টি'র আড়ালে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরিফুল হাসান (মিশু হাসান) ও মাসুদুল ইসলাম ওরফে জিসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়৷ তাদের তথ্যের ভিত্তিতেই পরীমনি ও রাজের বাড়িতে অভিযান চালানো হয় বলে কমান্ডার আল মঈন জানান৷

তিনি বলেন, "মিশু হাসান ও জিসানের সহযোগিতায় ১০-১২ জনের একটি সিন্ডিকেট তৈরি করে রাজ৷ এই সিন্ডিকেট রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টির নামে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ড করে থাকে৷ এসব পার্টি শুধু দেশে নয়, দেশের বাইরেও হয়ে থাকে৷ পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অবৈধ অর্থ পেয়ে থাকেন৷”

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ