চিত্রনায়িকা পরীমনিসহ চারজনের বিরুদ্ধে বনানী থানার দুই মাদক মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ পরীমনির পক্ষের আইনজীবীদের জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক৷
বিজ্ঞাপন
বনানী থানার ওসি নূরে আযম মিয়া শুক্রবার সকালে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার র্যাব যে তিনটি মামলা করেছে, তার মধ্যে পর্নোগ্রাফি আইনে করা মামলা ছাড়া দুটি মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশ পেয়েছে৷”
বুধবার রাতে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে পরিমনি এবং তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র্যাব৷ আটক পরিমনিকে বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে আনা হয়৷
এশিয়ার সেরাদের তালিকায় পরীমনি
এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি৷ তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, শ্রেয়া ঘোষালসহ বেশ কয়েকজন খ্যাতনামা রয়েছেন৷
ছবি: Sazzad Hossain
ফোর্বসের তালিকা
অ্যামেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০২০ সালে এশিয়ার ডিজিটাল তারকাদের তালিকা প্রকাশ করেছে৷ সেখানে বলিউডের খ্যাতনামা অনেক তারকা ও সংগীত শিল্পীর পাশাপাশি আছে বাংলাদেশি অভিনেত্রী পরীমনির নাম৷ তালিকার শীর্ষে আছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ‘ব্ল্যাক পিঙ্ক’৷
ছবি: DW
ফেসবুকে এক কোটি অনুসারী
এ সপ্তাহেই প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়েছে, ‘‘ফেসবুকে প্রায় এক কোটি অনুসারী রয়েছে পরীমনির৷’’ তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি৷
ছবি: Sazzad Hossain
কাদের জন্য এই তালিকা?
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের শক্তিশালী উপস্থিতি পর্দা ও মঞ্চে তাদের আরো জনপ্রিয় করে তুলেছে৷ এছাড়া করোনা সংকটের মধ্যে এই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, অনুরাগী ও অনুসারীদের সচেতন ও আশাবাদী হতে সাহায্য করেছেন৷
ছবি: DW
পরীমনির আগের কিছু অর্জন
২০১৯ সালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কার পান তিনি৷ বর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মাণাধীন একটি চলচ্চিত্রসহ বেশ কিছু ছবিতে কাজ করছেন৷
ছবি: DW
রেকর্ড
মুক্তির আগে ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই বাংলাদেশি অভিনেত্রী৷ ছবি মুক্তির আগেই গণমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা৷ ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার৷
ছবি: DW
কর্মজীবনের শুরু
মডেলিঙের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন পরীমনি৷ এছাড়া পরে টিভি নাটকেও অভিনয় করেছেন৷
ছবি: DW
ব্যক্তিগত জীবন
জন্ম ১৯৯২ সালে সাতক্ষীরায়৷ ছোটবেলায় বাবা-মাকে হারানো পরীমনি বড় হয়েছেন নানার কাছে৷ সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন৷ তবে পরীক্ষা দেননি৷
ছবি: DW
7 ছবি1 | 7
চিত্রনায়িকার বাড়িতে অভিযানের পর অভিযান চলে বনানীতে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে৷ সেখান থেকে রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে র্যাব আটক করে৷ পরেরদিন বিকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন৷
পরীমনি ও রাজের বাড়িতে ‘মদ ও মাদকদ্রব্য' পাওয়ার কথা জানান তিনি৷ গ্রেপ্তার চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, বনানী থানায় মাদক আইনে দুটি এবং পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়৷
র্যাবের করা জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘বিপুল পরিমাণ মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়৷ এবং রাজের ফ্ল্যাট থেকে মদ ও ইয়াবার সঙ্গে ‘সেক্স টয়' এবং সাউন্ড বক্স জব্দ করার কথা বলা হয়৷
বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনকে আদালতে তোলা হলে মাদক আইনের দুই মামলায় চারজনকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর হাকিম মো. মামুনুর রশিদ৷ পরীমনির পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে দেন বিচারক৷
রাজ ও সবুজ আলীকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান বনানীর ওসি নূরে আযম মিয়া৷
নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি নামে ঢাকার চলচ্চিত্রে আসেন ২০১৫ সালে৷ সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরিমনি৷ রাজ প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার৷ প্রযোজকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সদস্য রাজ অভিনয়ও করেন৷
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, "পরীমনির চলচ্চিত্র জগতে অবস্থান তৈরিতে প্রযোজক রাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ আর চলচ্চিত্র জগতে পা দিয়েই তিনি অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন৷ পরীমনির বাসায় পার্টিতে অ্যালকোহল সরবরাহ করত রাজসহ কয়েকজন৷”
‘রাজ মাল্টিমিডিয়া' প্রতিষ্ঠানটি ‘অনৈতিক কাজে' ব্যবহার করা হতো জানিয়ে তিনি বলেন, "তার কম্পিউটারে পর্নোগ্রাফিক কনটেন্ট এবং বিকৃত যৌনাচারের যে আলামত পাওয়া গেছে, সেগুলো সে কোন কাজে লাগাত, তা তদন্তে বেরিয়ে আসবে৷”
সবার উপরে পরীমনি
ফেসবুকে বাংলাদেশের অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ তাঁর কাছাকাছি অবস্থানে আছেন পূর্ণিমা৷ চলুন দেখে নেয়া যাক, অভিনয় জগতের কে ফেসবুকে কতটা জনপ্রিয়৷
ছবি: Sazzad Hossain
০১. পরীমনি
বাংলাদেশের অভিনয় জগতের মানুষদের মধ্যে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ রুপালি পর্দার আর পর্দার বাইরের নানা ঘটনায় আলোচিত ঢালিউডের এই নায়িকার অনুসারীর সংখ্যা প্রায় দেড় কোটি৷
ছবি: Sazzad Hossain
0২. পূর্ণিমা
‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে পূর্ণিমার৷ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেত্রীর ফেসবুক অনুসারীর সংখ্যা ৯৮ লাখ৷
ছবি: Noor-A-Alam
০৩. অপু বিশ্বাস
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদকে কেন্দ্র করে গতবছর বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস৷ ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি৷ দাম্পত্য জীবনের ইতি টেনে আবারো চলচ্চিত্রে মন দেয়া এই অভিনেত্রীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় ৮৯ লাখ৷
ছবি: Sazzad Hossain
০৪. নুসরাত ফারিয়া
রুপালি জগতের তারকাদের মধ্যে ফেসবুকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া৷ ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়৷ দুই বাংলাতেই জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের একজন তিনি৷ তাঁর অনুসারীর সংখ্যা একাত্তর লাখের বেশি৷
ছবি: Sazzad Hossain
০৫. বিদ্যা সিনহা মীম
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বিদ্যা সিনহা মীমের অনুসারীর সংখ্যা ৬৭ লাখ৷
ছবি: Sazzad Hossain
০৬. শাকিব খান
বাংলাদেশের রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় ৬১ লাখ৷ ১৯৯৯ সালে ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তাঁর৷
ছবি: Sazzad Hossain
০৭. নুসরাত ইমরোজ তিশা
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা৷ ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪৪ লাখ৷
ছবি: Sazzad Hossain
০৮. মোশাররফ করিম
চলতি শতকের প্রথম দিকে টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসাবে আবির্ভূত হন মোশাররফ করিম৷ বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা আঠাশ লাখের বেশি৷
ছবি: Sazzad Hossain
০৯. নায়লা নাঈম
বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং দন্ত চিকিৎসক নায়লা নাঈমের ফেসবুক অনুসারীর সংখ্যা পঁচিশ লাখের বেশি৷ ফেসবুকে খোলামেলা ছবি প্রকাশ করে মাঝেমধ্যেই বিতর্ক তৈরি করেন তিনি৷
ছবি: Sazzad Hossain
১০. ফারহানা নিশো
বাংলাদেশি সংবাদ উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী এবং ইঞ্জিনিয়ার ফারহানা নিশো মাঝেমাঝেই নানা কারণে বিতর্কে জড়ান৷ তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা বিশ লাখের বেশি৷
ছবি: Sazzad Hossain
10 ছবি1 | 10
এর আগে ‘ডিজে পার্টি'র আড়ালে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরিফুল হাসান (মিশু হাসান) ও মাসুদুল ইসলাম ওরফে জিসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়৷ তাদের তথ্যের ভিত্তিতেই পরীমনি ও রাজের বাড়িতে অভিযান চালানো হয় বলে কমান্ডার আল মঈন জানান৷
তিনি বলেন, "মিশু হাসান ও জিসানের সহযোগিতায় ১০-১২ জনের একটি সিন্ডিকেট তৈরি করে রাজ৷ এই সিন্ডিকেট রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টির নামে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ড করে থাকে৷ এসব পার্টি শুধু দেশে নয়, দেশের বাইরেও হয়ে থাকে৷ পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অবৈধ অর্থ পেয়ে থাকেন৷”