ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রতিবেদন অনুসারে, ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১ অগাস্ট দিন ঠিক করে দেন। এ মামলার তিন আসামি অভিযোগ গঠনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যয়বিচার চান।
নাসির বলেন, ‘‘পরীমনি বোট ক্লাবের সদস্য না হলেও অবৈধভাবে মদ্যপ অবস্থায় বোট ক্লাবে প্রবেশ করে এবং অশ্লীল কথাবার্তা বলে ঘটনার জন্ম দেয়। সেখানে আমার কোনো হাত ছিল না৷’’
আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এইচ ইমরুল কাউসার। পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তবে সন্তানসম্ভবা পরীমনি এদিন আদালতে উপস্থিত ছিলেন না।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযুক্ত করে বিচার শুরুর সিদ্ধান্ত দেন। অভিযোগ গঠন হলেও আসামিদের জামিন বহাল রয়েছে।
এএস/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)
গত বছরের ছবিঘরটি দেখুন...
ফেসবুকে বাংলাদেশের অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ তাঁর কাছাকাছি অবস্থানে আছেন পূর্ণিমা৷ চলুন দেখে নেয়া যাক, অভিনয় জগতের কে ফেসবুকে কতটা জনপ্রিয়৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশের অভিনয় জগতের মানুষদের মধ্যে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ রুপালি পর্দার আর পর্দার বাইরের নানা ঘটনায় আলোচিত ঢালিউডের এই নায়িকার অনুসারীর সংখ্যা প্রায় দেড় কোটি৷
ছবি: Sazzad Hossain‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে পূর্ণিমার৷ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেত্রীর ফেসবুক অনুসারীর সংখ্যা ৯৮ লাখ৷
ছবি: Noor-A-Alamচিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদকে কেন্দ্র করে গতবছর বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস৷ ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি৷ দাম্পত্য জীবনের ইতি টেনে আবারো চলচ্চিত্রে মন দেয়া এই অভিনেত্রীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় ৮৯ লাখ৷
ছবি: Sazzad Hossainরুপালি জগতের তারকাদের মধ্যে ফেসবুকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া৷ ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়৷ দুই বাংলাতেই জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের একজন তিনি৷ তাঁর অনুসারীর সংখ্যা একাত্তর লাখের বেশি৷
ছবি: Sazzad Hossainলাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বিদ্যা সিনহা মীমের অনুসারীর সংখ্যা ৬৭ লাখ৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশের রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় ৬১ লাখ৷ ১৯৯৯ সালে ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তাঁর৷
ছবি: Sazzad Hossainবর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা৷ ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪৪ লাখ৷
ছবি: Sazzad Hossainচলতি শতকের প্রথম দিকে টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসাবে আবির্ভূত হন মোশাররফ করিম৷ বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা আঠাশ লাখের বেশি৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং দন্ত চিকিৎসক নায়লা নাঈমের ফেসবুক অনুসারীর সংখ্যা পঁচিশ লাখের বেশি৷ ফেসবুকে খোলামেলা ছবি প্রকাশ করে মাঝেমধ্যেই বিতর্ক তৈরি করেন তিনি৷
ছবি: Sazzad Hossainবাংলাদেশি সংবাদ উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী এবং ইঞ্জিনিয়ার ফারহানা নিশো মাঝেমাঝেই নানা কারণে বিতর্কে জড়ান৷ তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা বিশ লাখের বেশি৷
ছবি: Sazzad Hossain