1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরীমনি মাদক মামলায় অভিযুক্ত

৫ জানুয়ারি ২০২২

পরীমনির বাসায় মদ ও মাদকদ্রব্য রাখার অভিযোগে বনানী থানার মামলায় চিত্রনায়িকার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত৷

Bangladesch | Festnahme | Schauspielerin Porimoni - Produzent RajBangladesch | Festnahme | Schauspielerin Porimoni - Produzent RajBangladesch | Festnahme | Schauspielerin Porimoni - Produzent Raj
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম বুধবার এ মামলায় পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন৷ পরীমনি এবং অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন৷

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের  পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়৷  র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়৷

পরীমনিকে গ্রেপ্তারের পর  র‌্যাব মুখপাত্র খন্দকার আল মঈন বলেছিলেন, চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে ‘মিনি বার' ছিল৷ তিনি নিয়মিত মদ পান করতেন এবং ‘ঘরোয়া পার্টি' আয়োজন করতেন৷ তার কাছে মদ ব্যবহারের একটি লাইসেন্স পাওয়া গেলেও তার মেয়াদ শেষ হয়েছে ‘অনেক আগে'৷ 

পরীমনিকে গ্রেপ্তারের পর তিন দফা রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাই কোর্টও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে৷ পরে গত ৩১ আগস্ট বিচারিক আদালত থেকে তার জামিনের আদেশ হলে পরদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান৷

তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় ৷ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক ডিবি কর্মকর্তার ‘১৮ ঘণ্টা সময় কাটানোর' খবর গণমাধ্যমে আসার পর এ মামলার তদন্তভার সিআইডির কাছে যায়৷

২০১৫ সালে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরীমনি নামে নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতির৷

গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ঢাকা বোট ক্লাবে যৌন নিপীড়িত  হওয়ার অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি৷চিত্রনায়িকার করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ