1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাবনায় এখন পরের ম্যাচ

১৪ জুন ২০১৪

গত বিশ্বকাপেও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হার দিয়ে শুরু করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন৷ এবারও তাই হলো৷ তবে এই দুই হারের মধ্যে পার্থক্য অবশ্যই আছে৷

ছবি: Reuters

গতবারের পরাজয়টা ছিল ১-০ গোলের৷ আর এবার সেটা ৫-১ গোলের! ফলে ৬৪ বছরের মধ্যে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় হার দেখলো কাসিয়াসরা৷ ১৯৫০ সালের বিশ্বকাপে তাঁরা ব্রাজিলের কাছে হেরেছিল ৬-১ গোলে৷

শুক্রবার রাতে যখন হল্যান্ডের মুখোমুখি হয় স্পেন দল তখন সবাই ২০১০ বিশ্বকাপের ফাইনালের কথাই বলছিল৷ সে বার ১-০ গোলে হেরেছিল হল্যান্ড৷ তাহলে কি ৫-১ গোলের জয়টা ফাইনালের পরাজয়ের মধুর প্রতিশোধ? অনেকে সেটাই মনে করছেন তবে শুক্রবার হল্যান্ডের হয়ে দুটো গোল করা আরিয়েন রবেন এটাকে প্রতিশোধ বলতে চান না৷ কারণ ‘‘ওটা ছিল ফাইনাল৷ আর এটা গ্রুপ পর্বের খেলা মাত্র৷''

তাইতো দুদলের নজর এখন পরের ম্যাচের দিকে৷ বুধবার হল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার৷ আর স্পেন, চিলির৷

শুক্রবার রাতে ডাচদের জয়ের অন্যতম নায়ক রবিন ফান প্যার্সি তাঁর সহ খেলোয়াড়দের পরবর্তী খেলাগুলো নিয়ে ভাবনা শুরু করে দেয়ার আহ্বান জানিয়েছেন৷ স্পেনের করা ম্যাচের একমাত্র গোলটি প্রথম শোধ করেন প্যার্সি৷ তারপর আরও একটি গোল আসে তাঁর কাছ থেকে৷ খেলা শেষে তিনি বলেন, ‘‘আমরা গত ছয় বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খ্যাতি পাওয়া স্পেনকে হারিয়েছে৷ এটা আমাদের একটা বিরাট সাফল্য, যেটা উপভোগ করতে হবে৷ তবে এরপরই অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দিতে হবে৷''

এদিকে স্পেনের জেরার্ড পিকেও হল্যান্ডের সঙ্গে বড় হার থেকে মনোযোগ ঘুরিয়ে চিলি ম্যাচের প্রতি নজর দিতে চাইছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে৷ আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন৷ দুবারের ইউরোপীয় চ্যাম্পিয়নও৷ আমাদের এগিয়ে যেতে হবে এবং চিলিকে হারাতে হবে৷''

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ