গত বিশ্বকাপেও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হার দিয়ে শুরু করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন৷ এবারও তাই হলো৷ তবে এই দুই হারের মধ্যে পার্থক্য অবশ্যই আছে৷
বিজ্ঞাপন
গতবারের পরাজয়টা ছিল ১-০ গোলের৷ আর এবার সেটা ৫-১ গোলের! ফলে ৬৪ বছরের মধ্যে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় হার দেখলো কাসিয়াসরা৷ ১৯৫০ সালের বিশ্বকাপে তাঁরা ব্রাজিলের কাছে হেরেছিল ৬-১ গোলে৷
শুক্রবার রাতে যখন হল্যান্ডের মুখোমুখি হয় স্পেন দল তখন সবাই ২০১০ বিশ্বকাপের ফাইনালের কথাই বলছিল৷ সে বার ১-০ গোলে হেরেছিল হল্যান্ড৷ তাহলে কি ৫-১ গোলের জয়টা ফাইনালের পরাজয়ের মধুর প্রতিশোধ? অনেকে সেটাই মনে করছেন তবে শুক্রবার হল্যান্ডের হয়ে দুটো গোল করা আরিয়েন রবেন এটাকে প্রতিশোধ বলতে চান না৷ কারণ ‘‘ওটা ছিল ফাইনাল৷ আর এটা গ্রুপ পর্বের খেলা মাত্র৷''
বাঙালির বিশ্বকাপ উন্মাদনা
ফিফার সর্বশেষ ব়্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক নীচে৷ তবে খেলার মান নিয়ে করা এই তালিকার পাশাপাশি যদি খেলা সমর্থন নিয়ে একটি তালিকা করা যেত, তাহলে বোধ হয় বাংলাদেশের নাম ওপরের দিকেই থাকতো৷
ছবি: DW/M. Mamun
প্রিয় দল বলে কথা!
বিশ্বকাপ ফুটবল শুরুর বাকি আরও কিছুদিন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফুটবল ভক্ত মাথায় চুল কেটে ব্রাজিলের পতাকা একেঁছেন৷
ছবি: DW/M. Mamun
শোভাযাত্রা
ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন ফুটবল প্রেমীরা৷ আর্জেন্টিনা এবং ব্রাজিলের দীর্ঘ পতাকা নিয়ে এ শোভাযাত্রায় কিশোর এবং তরুণদেরই অংশগ্রহণ ছিল৷
ছবি: DW/M. Mamun
আয় বাড়িয়েছে বিশ্বকাপ
ঢাকার বকশীবাজারে সড়কের পাশে কাপড়ে ব্রাজিলের পতাকায় আঁকছেন শিল্পী মনির৷ এমনিতে ঢাকায় ডিজিটাল ব্যানারের প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে গিয়েছিল এই শিল্পীর৷ তবে বিশ্বকাপের আমেজ শুরু হবার পর থেকে তাঁর আয় বেড়েছে৷ সকাল-সন্ধ্যা এখন তিনি পতাকা আঁকায় ব্যস্ত৷
ছবি: DW/M. Mamun
আয়ের হিসাব
ঢাকার বকশীবাজারে বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকায় আঁকছেন শিল্পীরা৷ প্রায় ১০০ ফুট আকারের একটি পতাকায় কাজ করে এঁরা পান ৮০০ থেকে ১,০০০ টাকা৷
ছবি: DW/M. Mamun
সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা
পুরনো ঢাকার আগাসাদেক সড়কের উপরে পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন সমর্থকরা৷ বাংলাদেশের সব জায়গাতেই এই দুই দেশের সমর্থকদের মাঝে প্রতিযোগিতা বেশি৷
ছবি: DW/M. Mamun
এত বড় পতাকা!
পুরনো ঢাকার কাজী আলাউদ্দিন সড়কের উপরে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ পতাকা ঝুলিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা৷
ছবি: DW/M. Mamun
প্রিয় দলের পতাকা কেনা
গুলিস্তানের ফুটপাথে জার্মানি ও ব্রাজিলের পতাকা কিনছেন দুই বন্ধু ইশতিয়াক ও শিশির৷ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলোজি পড়ুয়া ইশতিয়াকের প্রিয় দল জার্মানি আর ঢাকা কলেজের শিক্ষার্থী শিশিরের প্রিয় ব্রাজিল৷
ছবি: DW/M. Mamun
পতাকা বিক্রি
ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন ফরহাদ হোসেন৷ তাঁর কাছে বিশ্বকাপে অংশ নেয়া সব দেশের পতাকা থাকলেও বেশি বিক্রি হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা৷ সারাদিন ঘুরে এতে তাঁর আয় হয় ৮০০-১০০০ টাকা৷
ছবি: DW/M. Mamun
জমজমাট ফুটপাথ
গুলিস্তানের ফুটপাথের দোকানগুলোতে প্রতিটি জার্সি বিক্রি হচ্ছে ১৫০-৪০০ টাকায়৷ এবারের বিশ্বকাপের জার্সি তৈরির দেশগেুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷ মান যাচাইয়ে বাদ পড়া এ সব জার্সি মেলে ফুটপাথের দোকানে৷
ছবি: DW/M. Mamun
পতাকা নামিয়ে ফেলার নির্দেশ
বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের সব জায়গাতেই প্রিয় দেশের পতাকা উড়িয়েছেন ফুটবল প্রেমীরা৷ তবে সম্প্রতি যশোরসহ কয়েকটি জেলার জেলা প্রশাসক ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দিলে ক্ষোভ জন্মায় ভক্তদের মাঝে৷
ছবি: DW/M. Mamun
বাড়ির ছাদে রংয়ের বাহার
ঢাকার আমিনবাজার যেন এক ভিন্ন সাজে সেজেছে বিশ্বকাপ উপলক্ষ্যে৷ এখানকার প্রতিটি বাড়ির ছাদে শোভা পাচ্ছে নানান দেশের পতাকা৷
ছবি: DW/M. Mamun
আছে দেশের পতাকাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের শিক্ষার্থীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার মাঝে নিজ দেশের লাল সবুজের পতাকাটি উড়াতে ভুলেননি৷
ছবি: DW/M. Mamun
তরুণদের মধ্যেই বেশি উন্মাদনা
বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস তরুণদের মাঝেই৷ বিভিন্ন দেশের জার্সি পরা কয়েকজন তরুণকে দেখা গেল রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে৷
ছবি: DW/M. Mamun
13 ছবি1 | 13
তাইতো দুদলের নজর এখন পরের ম্যাচের দিকে৷ বুধবার হল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার৷ আর স্পেন, চিলির৷
শুক্রবার রাতে ডাচদের জয়ের অন্যতম নায়ক রবিন ফান প্যার্সি তাঁর সহ খেলোয়াড়দের পরবর্তী খেলাগুলো নিয়ে ভাবনা শুরু করে দেয়ার আহ্বান জানিয়েছেন৷ স্পেনের করা ম্যাচের একমাত্র গোলটি প্রথম শোধ করেন প্যার্সি৷ তারপর আরও একটি গোল আসে তাঁর কাছ থেকে৷ খেলা শেষে তিনি বলেন, ‘‘আমরা গত ছয় বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খ্যাতি পাওয়া স্পেনকে হারিয়েছে৷ এটা আমাদের একটা বিরাট সাফল্য, যেটা উপভোগ করতে হবে৷ তবে এরপরই অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দিতে হবে৷''
এদিকে স্পেনের জেরার্ড পিকেও হল্যান্ডের সঙ্গে বড় হার থেকে মনোযোগ ঘুরিয়ে চিলি ম্যাচের প্রতি নজর দিতে চাইছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে৷ আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন৷ দুবারের ইউরোপীয় চ্যাম্পিয়নও৷ আমাদের এগিয়ে যেতে হবে এবং চিলিকে হারাতে হবে৷''