1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্তুগালের সাফল্য

৭ মে ২০১৪

প্রথমে আয়ারল্যান্ড, এবার পর্তুগাল – বেলআউট কাঠামো থেকে বেরিয়ে আসছে সংকটগ্রস্ত দেশগুলি৷ ফলে ধীরে হলেও সার্বিকভাবে স্থায়ী উন্নতির মুখ দেখছে ইউরো এলাকা৷ চলছে আমূল সংস্কারের কাজও৷

ছবি: picture-alliance/dpa

কড়া হাতে অপ্রিয় সংস্কার ও ব্যয় সংকোচের কর্মসূচি চালিয়ে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে পর্তুগাল৷ চলতি মাসেই তারা বেলআউট কাঠামো ছেড়ে পুরোপুরি বাজারে ফিরে আসার তোড়জোড় করছে৷ এমনকি এই প্রচেষ্টা বিফল হলে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে কোনো জরুরি সাহায্যের ব্যবস্থাও রাখবে না সে দেশের সরকার৷ আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে পর্তুগালের এই পদক্ষেপকে বাকি দেশগুলি স্বাগত জানিয়েছে৷ তবে এই সাফল্য ধরে রাখতে সংস্কার চালিয়ে যেতে হবে বলে মনে করা তারা৷

গ্রিসের ঋণভার কমানোর বিষয়েও আলোচনা চলছে৷ সে দেশ প্রাথমিক সাফল্য দেখাতে পারলে দাতারাও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে৷ ঋণের বাজারে স্পেনের জন্য সুদের হার এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় আশার আলো দেখা যাচ্ছে৷

পর্তুগাল ও গ্রিস সহ ইউরোপের দেশগুলি ঘুরে দাঁড়ানোর ফলে আশার আলো দেখা যাচ্ছে৷ তাছাড়া ইউরোপ জুড়ে সার্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারের জের ধরে বেকারত্বের হারও কমে যাবে বলে পূর্বাভাষ দিয়েছে ইইউ৷ চলতি বছরেই এই হার ১১.৮ শতাংশ এবং আগামী বছরে ১১.৪ শতাংশে নেমে আসবে বলে একটি রিপোর্টে আশা করা হয়েছে৷ তবে মূল্যস্ফীতির অস্বাভাবিক নিম্ন হারে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে সুদের হার কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বটে, তবে ডিফ্লেশনের মোকাবিলা করতে জুনে এমন সম্ভাবনা রয়েছে৷

ব্যয় সংকোচের কর্মসূচি চালিয়ে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে পর্তুগালছবি: picture-alliance/AP Photo

এ দিকে আর্থিক ও অর্থনৈতিক সংকট থেকে শিক্ষা নিয়ে ব্যাংকিং ইউনিয়ন গড়ে ভবিষ্যতে সংকট এড়ানোর প্রচেষ্টা চূড়ান্ত রূপ নিচ্ছে৷ সেইসঙ্গে পুঁজিবাজারের কিছু কার্যকলাপে রাশ টানার উদ্যোগও দেখা যাচ্ছে৷ তবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরো এলাকায় এ ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে৷ তাই জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেন সহ ১১টি দেশ মিলে আর্থিক লেনদেনের উপর কর চাপানোর পথে এগোচ্ছে৷ তবে সব পদক্ষেপই ধাপে ধাপে চালু করা হবে৷ তাছাড়া ২০১৬ সাল থেকে শেয়ার ও কিছু ডেরিভেটিভের উপর কর চাপানোর তোড়জোড় করছে তারা৷

একদিকে ইউক্রেন সংকট, অন্যদিকে চীনে উৎপাদন কমে যাওয়ায় পুঁজিবাজার কিছুটা ধাক্কা খেয়েছে৷ চলতি বছরের শুরু থেকেই চীনে এই প্রবণতা দেখা যাচ্ছে৷ ইউক্রেনকে ঘিরে সংকটের কারণে বিভিন্ন কোম্পানির কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে৷ সোমবার কিছু দেশে ছুটি থাকায় অবশ্য প্রকৃত চিত্র উঠে আসে নি৷ মঙ্গলবার কিছু উন্নতি লক্ষ্য করা গেছে৷ তবে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে পর্তুগালের সাফল্যের ফলে৷

এসবি / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ