1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপর্তুগাল

পর্তুগালে এক ব্যক্তির ১৭ বছরের ক্রীতদাস-জীবন

২ মে ২০২৪

৫৪ বছর বয়সি এক ব্যক্তিকে পর্তুগালে ১৭ বছর আটক করে রাখা হয়৷ উত্তরাঞ্চল ব্রাগাংকায় তাকে ক্রীতদাসের জীবন যাপনে বাধ্য করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

একটি জলপাই খামার
বিনা পারিশ্রমিকে পর্তুগালের বিভিন্ন খামারে গরিব অভিবাসীদের কাজ করানোর ঘটনাও সামনে এসেছে সাম্প্রতিক সময়ে৷ছবি: Nicolas Economou/NurPhoto/picture alliance

বুধবার পর্তুগালের পুলিশ এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে একটি বিবৃতিতে বলে, আটকে রাখা ব্যক্তিকে গুরুতর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে৷

এছাড়া, এত বছর ধরে তিনি শ্রম নির্যাতনেরও শিকার হন৷ অভিযুক্ত চারজন এই ব্যক্তিকে অন্যান্য খামারে কাজ করতে ‘ভাড়ায়' খাটাতেন৷

প্রায় দুই দশক ধরে নির্যাতন

আটক ব্যক্তির মানসিক দুর্বলতা রয়েছে এবং তার পরিবারেও কেউ নেই৷ প্রায় দুই দশক ধরে কাজ করানো হলেও বিনিময়ে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি৷ তার চলাফেরার ওপরেও ছিল অভিযুক্তদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ৷

তার সমস্ত কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথিও রাখা ছিল অভিযুক্তদের কাছেই, জানায় পুলিশ৷

পুলিশ আরো জানায়, ‘‘তিনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকতেন, রাত কাটাতেন একটি ভ্যানে... জীবনযাপনের ন্যূনতম মান ছাড়া, স্বাস্থ্য পরিষেবা ছাড়া, খারাপ খাবার খেয়ে৷ তিনি একটি গুরুতর দুর্ঘটনার শিকার হবার পরেও অভিযুক্তরা তার কোনো দিন চিকিৎসা করায়নি৷''

দীর্ঘ দিন ধরে চলা অত্যাচারের ফলে আটক থাকা ব্যক্তির চলাফেরার ক্ষমতা  ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কোনোমতে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং এখন বিশেষ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ৷

অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ৷ তাদের সকলেরই বয়স ৩৭ থেকে ৪৪৷ গ্রেপ্তারের পর, মানবপাচার, দাসত্ব ও জালিয়াতির দায়ে তাদের জেরা করা হবে বিচারকের সামনে৷

এশিয়া থেকে শ্রমিক নিচ্ছে রোমানিয়া, হাঙ্গেরি

00:39

This browser does not support the video element.

পর্তুগালে মানবপাচারের ঘটনা

পর্তুগালে, বিশেষ করে দেশটির কৃষিখাতে, বাড়ছে মানবপাচার ও শ্রমিক নির্যাতনের ঘটনা৷ বিনা পারিশ্রমিকে বিভিন্ন খামারে গরিব অভিবাসীদের কাজ করানোর ঘটনাও সামনে এসেছে সাম্প্রতিক সময়ে৷

গত বছর নভেম্বরে, পর্তুগালের দক্ষিণাঞ্চল আলেনতেহোর কয়েকশ খামারে অভিযান চালায় পুলিশ৷ মানবপাচার ও শ্রমিক নির্যাতনের দায়ে গ্রেপ্তার হন ২৮জন৷

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে, পর্তুগিজ কর্তৃপক্ষ মোট এক হাজার ১৫২ জনকে মানবপাচারের শিকার হিসাবে চিহ্নিত করেছে বলে ২০২২ সালের জুনমাসে জানায় কাউন্সিল অফ ইউরোপ৷

সেই সময়, সংস্থাটি জানায় যে, যত জন মানবপাচারের শিকারকে চিহ্নিত করা গেছে, সেই তুলনায় পর্তুগালে তদন্ত, বিচার ও শাস্তির সংখ্যা কম৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ