1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দায় অনুপস্থিত থাকবেন আমির খান

১৩ মার্চ ২০১০

বলিউডের খ্যাতনামা অভিনেতা আমির খান আগামী দুই বছর থাকবেন সিনে জগতের বাইরে৷ এরকমই খবর কানে আসছে আজকাল৷ অথচ ‘থ্রী- ইডিয়েটস’ রমরমা ব্যবসা করার পর, কেন তাঁর এই সিদ্ধান্ত ?

’লাগান’ ছবিতে আমির খানছবি: AP

রূপালি পর্দার অন্যতম ‘হিরো' আমির খান বরাবরই বলিউডে ব্যাতিক্রম ধর্মী সব ছবি উপহার দিয়েছেন৷ ফিল্ম লাইনে এতো পরিকল্পনামাফিক কাজ তাঁর মতো আর কেউ করেন নি৷ ছবি নির্বাচন, চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো অথবা তাতে যথাযতভাবে রূপদান - আমিরের আগে বোধহয় খুব কম অভিনেতাই করতে পেরেছেন৷ অথচ দুঃখের বিষয়, সিনে জগত থেকে ২০১২ সাল পর্যন্ত দূরে থাকবেন তিনি৷

বছরে মাত্র একটি ছবি আমিরের৷ কিন্তু তা থেকেও আগামী দুটি বছর বঞ্চিত হতে যাচ্ছেন অনুরাগীরা৷ ক্যারিয়ারের ব্যাপারে খান সাহেব অবশ্য অদ্ভুত এক স্পেশালিস্ট৷ অনেক বুঝেসুঝেই নিজের মতো করে অভিনয় জীবনের পথে হাঁটছেন তিনি, হেঁটেছেনও এতোদিন৷ সে জন্যই হয়তো এ সিদ্ধান্ত ! তাই ‘থ্রী- ইডিয়েটস' সফল হবার পর হঠ্যাৎ করেই যেন ব্রেক কষলেন তিনি৷

শোনা যাচ্ছে, বর্তমানে স্ত্রী কিরণ রাও'এর পরিচালনায় ‘ধোবি ঘাট' এবং নিজের পরবর্তী পরিচালনা ‘পিপলী লাইভ' নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান৷ আর তারপর, তিনি সমস্ত মোনযোগ দিবেন ভাগ্নে ইমরান খানের ‘দিল্লি বেলি' ছবিটিতে৷

অতএব, আগামী দুই বছর বলিউডের পর্দায় দেখা যাবে না এই খ্যাতনামা অভিনেতাকে৷ স্বাভাবিকভাবেই, এহেন এক সংবাদে তাঁর ভক্তদের অবস্থা হয়েছে, যাকে বলে ‘অল ইজ নট ওয়েল'৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ