1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দায় ফিরে আসছে ঋষি-অমিতাভ জুটি

২৮ নভেম্বর ২০১১

এক-আধ বছর নয়, দীর্ঘ প্রায় ২৮ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে বলিউড-এর দুই কিংবদন্তি অভিনেতা – অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে৷ সুধীর মিশ্রর ‘মেহেরুনিসা’ ছবিতে আবারো এক ছাদের তলায় আসছেন তাঁরা৷

অমিতাভ চিরকালেরছবি: UNI

১৯৮৩ সালে ‘কুলি' ছবিতে সেই শেষবারের মতো একসঙ্গে অভিনয় করেছিলেন ‘বিগ বি' এবং ঋষি কাপুর৷ রূপালি পর্দায়, এরপর আর তাঁদের একত্রে দেখাই যায় নি৷ অথচ দু'জন প্রায় নিয়মিতই অভিনয় করে গেছেন, বলিউডের জগতে রেখেছেন নিজ নিজ অবদান৷

সে যাই হোক, এবার সুধীর মিশ্রর ‘মেহেরুনিসা'-তে একজন হিন্দু আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ‘ববি' খ্যাত ঋষি কাপুরকে৷ আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে এক মুসলিম পুলিশ কমিশনারের ভূমিকায়৷ বলাই বাহুল্য, বর্তমান প্রেক্ষাপটে হিন্দু-মুসলমান সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে এই ছবি৷

ঋষি কাপুরও আর যুবক নন৷ছবি: AP

সব কিছু ঠিকমতো চললে, আগামী বছর, অর্থাৎ ২০১২ সালের মার্চ মাস থেকেই ‘মেহেরুনিসা'-র শ্যুটিং শুরু করতে চান সুধীর মিশ্র৷ ছবিতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করা নিয়ে দারুণ উৎসাহিত ঋষি, অমিতাভ – দুজনেই৷ শোনা যাচ্ছে, চিত্রনাট্যটি প্রেমের প্রেক্ষাপটে তৈরি হলেও দম ফাটানো হাসির দৃশ্য থাকবে ছবিটিতে৷ ঋষি কাপুর তো পারলে এক্ষুনি শুরু করে দেন ছবির কাজ৷ কিন্তু, বাড়িতে নতুন ঐশ্বর্যের আগমন নিয়ে ভীষণ ব্যস্ত ‘বিগ বি'৷ স্বাভাবিকভাবেই, নাতনির কাছ থেকে দাদুর ফুরসত না মিললে, শুরু করা যাচ্ছে না ‘মেহেরুনিসা'-র শ্যুটিং৷ তাই অগত্যা ‘সিনিয়র বচ্চন'-এর তরফ থেকে ‘গ্রিন লাইট'-এর অপেক্ষায় দিন গুনছেন পরিচালক মিশ্র৷ শেষ পর্যন্ত অমিতাভ-এর ‘ডেট' নিয়ে গোলমাল না হলেই হয়...

ছবির চিত্রনাট্যকার নিখিল আডবাণী অবশ্য যথেষ্ট আশাবাদী৷ তাঁর কথায়, ‘‘শীঘ্রই শুরু হবে ‘মেহেরুনিসা'৷ আর শ্যুটিং হবে অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়েই৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ