পর্দায় বেপর্দা নারী, ইরানে ফুটবল ম্যাচ প্রদর্শন বন্ধ
১৮ ফেব্রুয়ারি ২০১৯
শুক্রবার ইরানে জার্মানির ফুটবল লিগ বুন্ডেসলিগার একটি ম্যাচের প্রদর্শন বন্ধ করা হয়৷ কারণ, বায়ার্ন মিউনিখ ও আউগসবুর্গের মধ্যকার ঐ খেলায় রেফারির ভূমিকায় ছিলেন এক নারী৷
বিজ্ঞাপন
৩৯ বছরের জার্মানির বুন্ডেসলিগা রেফারিদের অন্যতম৷ শুধু তাই নয়, জার্মানিতে পুরুষদের পেশাদারি ফুটবল ম্যাচে তিনিই প্রথম নারী রেফারি৷ ২০১৭ সালে বুন্ডেসলিগায় রেফারি হিসেবে অভিষেক হওয়া স্টাইনহাউস ২০১৮ সালে জার্মানির অন্যতম সেরা রেফারি হয়ে ওঠেন৷
শুক্রবার আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখের ম্যাচে রেফারি ছিলেন তিনি৷ কিন্তু তাঁর পরনের পোশাককে ঘিরে ইরানে বন্ধ করে দেওয়া হয় ম্যাচটির প্রদর্শন৷ রেফারির পোশাক পরে বিবিয়ানাকে দেখা যাওয়ায় ইরানের সরকারি প্রচারমাধ্যম আইআরআইবি ম্যাচটির প্রচার বন্ধ করে দেয়৷
জার্মান সংবাদসংস্থা এআরডি'র ইরান সংবাদদাতা নাতালি আমিরি এই বিষয়ে টুইটারে সরব হন৷
বারবার বিবিয়ানা
বিবিয়ানার রেফারি হওয়া ও ইরানে বুন্ডেসলিগা ম্যাচ প্রদর্শন বন্ধ নতুন বিষয় নয়৷ এর আগে গত মে মাসেও আরেকটি ম্যাচে বিবিয়ানা রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন৷ তখনও রেফারির বদলে দর্শকদের অপ্রয়োজনীয় শট দেখানো হয়েছিল, যেন পর্দায় বিবিয়ানাকে দেখা এড়ানো যায়৷
গত রবিবার নতুন এক ইতিহাস হলো জার্মান ফুটবলে৷ প্রথমবারের মতো বুন্ডেসলিগায় পুরুষদের এক ম্যাচ পরিচালনা করলেন নারী রেফারি বিবিয়ানা স্টাইনহাউস৷ বিশ্ব ফুটবলে এমন কৃতিত্ব আছে আর মাত্র চারজনের৷
ছবি: imago/Zumapress
বিবিয়ানা স্টাইনহাউস (জার্মানি)
ছিলেন ফুটবলার৷ একসময় হয়ে গেলেন রেফারি৷ রেফারি হিসেবে তাঁর কৃতিত্বের স্মারক ছয়টি জাতীয় পুরস্কার৷ ছয়বার জার্মানির সেরা রেফারি হয়েছেন তিনি! তবে এতদিন শুধু ৮০টি দ্বিতীয় বিভাগ লিগ ম্যাচেই রেফারির ভূমিকায় দেখা গেছে তাঁকে৷ গত রবিবার হ্যার্থা বার্লিন বনাম ভ্যেরডার ব্রেমেন ম্যাচের মাধ্যমে প্রথম নারী রেফারি হিসেবে বুন্ডেসলিগায়ও অভিষেক হয়ে গেল তাঁর৷
ছবি: picture-alliance/dpa/H. Schmi
নিকোল পেটিগনাট (সুইজারল্যান্ড)
সুইজারল্যান্ডের এই সাবেক রেফারির কৃতিত্বটা অনন্য৷ নারী হয়েও উয়েফা কাপে পুরুষদের ম্যাচ পরিচালনা করার প্রথম নজির গড়েন তিনি ২০০৩ সালে৷ এছাড়া সুইস সুপার লিগ এবং অস্ট্রিয়ান বুন্ডেসলিগাতেও রেফারির ভূমিকায় অনেকবার দেখা গেছে তাঁকে৷
ছবি: picture-alliance/Pressefoto ULMER
গ্লাডিস লেংওয়ে (জাম্বিয়া)
জাম্বিয়ায় পুরুষদের পেশাদার ফুটবল লিগ ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি গ্লাডিস লেংওয়ে৷ নারীদের বিশ্বকাপসহ অনেক আন্তর্জাতিক ম্যাচেও রেফারির ভূমিকায় দেখা গেছে তাঁকে৷
ছবি: picture-alliance/dpa/C. Jaspersen
ক্লাউডিয়া উমপিয়েরেজ (উরুগুয়ে)
উরুগুয়ের হয়ে খেলেছেন দীর্ঘদিন৷ তবে এখন রেফারির ভূমিকায় দেখা যায় তাঁকে৷ উরুগুয়েতে পুরুষদের ফুটবল লিগের প্রথম নারী রেফারি তিনি৷
ছবি: imago/Zumapress
কাটেরিনা মনজুল (ইউক্রেন)
গত ১৩ বছরে দেশে-বিদেশে অনেক ম্যাচ পরিচালনা করেছেন তিনি৷ ইউক্রেনে পুরুষদের ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি কাটেরিনা মোনজুল৷