1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দা উঠলো ফুটবল মহাযজ্ঞের

১৪ জুন ২০১৮

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠলো বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের৷ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই৷ উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া৷

Russland, WM 2018 Eröffnungsfeier Robbie Williams
ছবি: Getty Images/C. Rose

উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বেশ সংক্ষিপ্ত৷ মাত্র আধঘণ্টা স্থায়ী হয় পুরো আয়োজন৷ নাচ-গান, ও নানা ধরনের পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন প্রায় ৫০০ শিল্পী৷

তার আগে স্পেনের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকের কাসিয়াস ও রাশিয়ার সুপার মডেল নাতালিয়া ভোদিয়ানোভা উন্মোচন করেন বিশ্বকাপ ট্রফি৷

এরপর শিশুদের সঙ্গে নিয়ে মাঠে আসেন ব্রাজিল দলের সাবেক তারকা রোনালদো৷

বিশাল ফুটবলের আকারে সাজানো মাঠের মধ্যে জমকালো মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস ও রাশিয়ার আইদা গারিফুলিনা৷

ছবি: Getty Images/M. Hangst

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপভোগ করতে রাশিয়ায় আসা বিদেশি দর্শকদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ তিনি বলেন, ‘‘প্রথমবারের মতো রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এজন্য অত্যন্ত আনন্দিত৷ রাশিয়ায় ফুটবল ব্যাপক জনপ্রিয়, অনেকটা প্রথম ভালোবাসার মতোই৷''

এরপর বক্তব্য রাখেন ফিফা প্রেসিডেন্ট জেয়ানি ইনফান্তিনো৷ তিনি বলেন, ‘‘আগামী এক মাসে রাশিয়া জয় করবে ফুটবল এবং এখান থেকেই আগামী কয়েক বছরের ফুটবলের বিশ্বজয় শুরু৷''

ছবি: picture-alliance/TASS/A. Druzhinin

উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া৷ সরাসরি খেলা উপভোগ করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও মাঠে উপস্থিত হন৷ পুরোটা সময়ই পুটিন ও ইনফান্তিনোর সাথে গল্পে মশগুল দেখা যায় সৌদি প্রিন্সকে৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ