মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠলো বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের৷ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই৷ উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া৷
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বেশ সংক্ষিপ্ত৷ মাত্র আধঘণ্টা স্থায়ী হয় পুরো আয়োজন৷ নাচ-গান, ও নানা ধরনের পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন প্রায় ৫০০ শিল্পী৷
তার আগে স্পেনের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকের কাসিয়াস ও রাশিয়ার সুপার মডেল নাতালিয়া ভোদিয়ানোভা উন্মোচন করেন বিশ্বকাপ ট্রফি৷
এরপর শিশুদের সঙ্গে নিয়ে মাঠে আসেন ব্রাজিল দলের সাবেক তারকা রোনালদো৷
বিশাল ফুটবলের আকারে সাজানো মাঠের মধ্যে জমকালো মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস ও রাশিয়ার আইদা গারিফুলিনা৷
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপভোগ করতে রাশিয়ায় আসা বিদেশি দর্শকদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ তিনি বলেন, ‘‘প্রথমবারের মতো রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এজন্য অত্যন্ত আনন্দিত৷ রাশিয়ায় ফুটবল ব্যাপক জনপ্রিয়, অনেকটা প্রথম ভালোবাসার মতোই৷''
এরপর বক্তব্য রাখেন ফিফা প্রেসিডেন্ট জেয়ানি ইনফান্তিনো৷ তিনি বলেন, ‘‘আগামী এক মাসে রাশিয়া জয় করবে ফুটবল এবং এখান থেকেই আগামী কয়েক বছরের ফুটবলের বিশ্বজয় শুরু৷''
উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া৷ সরাসরি খেলা উপভোগ করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও মাঠে উপস্থিত হন৷ পুরোটা সময়ই পুটিন ও ইনফান্তিনোর সাথে গল্পে মশগুল দেখা যায় সৌদি প্রিন্সকে৷
এডিকে/এসিবি
কোন কোন স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা
রাশিয়া এবারের বিশ্বকাপের জন্য নয়টি নতুন স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার করেছে৷ মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপ৷ ভেন্যুগুলোর বিস্তারিত জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture alliance/dpa/AP/I. Sekretarev
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে এখানেই৷ ১৯৫৬ সালে তৈরি এই এরিনায় অনুষ্ঠিত হয় ১৯৮০-র অলিম্পিক৷ পরে অবশ্য এটিকে পূনর্নিমাণ করা হয়৷ এর ধারণক্ষমতা ৮১,০০০৷
ছবি: picture alliance/dpa/AP/I. Sekretarev
ওটক্রিটি অ্যারেনা, মস্কো
৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটিও মস্কোতে৷ এটি এখন রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্লাব স্পার্টাক মস্কোর হোম গ্রাউন্ড৷ এখানে গ্রুপ পর্বের চারটি ও দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে৷
ছবি: Picture alliance/dpa/S. Suki/EPA
ক্রেস্তভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবুর্গ
সৌন্দর্যমন্ডিত সেন্ট পিটার্সবুর্গের এই স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার৷ এটি এখন এফসি জেনিথের মাঠ৷ পুরোনো একটি স্টেডিয়াম ভেঙে সে জায়গায় এটি নির্মাণ করা হয়েছে৷
ছবি: Picture alliance/dpa/D. Lovetsky/AP
সেন্ট্রাল স্টেডিয়াম, ইয়েকাটেরিনবুর্গ
এই স্টেডিয়ামটি আগে ছিল ৩৫ হাজার দর্শকের জন্য৷ একে বিশ্বকাপের ভেন্যু উপযোগী করে তুলতে আরো ১২ হাজার সিট যুক্ত করা হয়েছে৷ বিশ্বকাপের পর একে আরো সংস্কার করা হবে৷
ছবি: picture-alliance/Sputnik/V. Sergeev
রস্তভ এরেনা, রস্তভ-অন-ডন
রস্তভ-অন-ডনে এই ভেন্যুটি তৈরিই করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের কথা মাথায় রেখে৷ এর ধারণক্ষমতা ৪৫ হাজার৷ এই স্টেডিয়ামটি তৈরির সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়৷
ছবি: picture-alliance/Sputnik/Ирина Белова
কাজান এরেনা, কাজান
ভ্লাদিমির পুটিন নিজে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ ৪১,৫৮৫ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি রুবিন কাজান ক্লাবের হোমগ্রাউন্ড৷
ছবি: Picture alliance/dpa/N. Alexandrov/AP
ভলগোগ্রাদ এরেনা, ভলগোগ্রাদ
এই ভলগোগ্রাদেরই আগের নাম ছিল স্টালিনগ্রাদ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের সাক্ষী এই শহরে তৈরি এই স্টেডিয়ামটি ভলগা নদীর তীরে অবস্থিত৷ ধারণক্ষমতা ৪৫ হাজারের কিছু বেশি৷
ছবি: picture-alliance/dpa
নিঝনি নভগোরদ স্টেডিয়াম, নিঝনি নভগোরদ
এটিও এই বিশ্বকাপকে কেন্দ্র করে বানানো নতুন স্টেডিয়াম৷ এর ধারণক্ষমতা ৪৫ হাজার৷
ছবি: picture-alliance/AP Images
কলিনিনগ্রাদ স্টেডিয়াম, কলিনিনগ্রাদ
রাশিয়ার সর্বপশ্চিমের স্টেডিয়াম এটি৷ ৩৫ হাজারের চেয়ে কিছু বেশি এর দর্শক ধারণক্ষমতা৷
ছবি: picture-alliance/TASS/V. Nevar
মর্ডোভিয়া এরেনা, সারানস্ক
৪৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি স্থানীয় তৃতীয় বিভাগের ক্লাব মর্ডোভিয়া সারানস্কের হোমগ্রাউন্ড৷
ছবি: picture-alliance/TASS/S. Krasilnikov
কসমস এরেনা, সামারা
এই স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল ভলগা নদীর একটি দ্বীপে৷ কিন্তু সেই দ্বীপে যেতে কোনো সেতু না থাকায়, এটিকে সামারায় নিয়ে আসা হয়েছে৷ এর ধারণক্ষমতা ৪৪ হাজার৷
ছবি: picture-alliance/TASS/Y. Aleyev
অলিম্পিক স্টেডিয়াম, সোচি
শীতের অলিম্পিকের জন্য তৈরি এই ভেন্যুটির ধারণক্ষমতা ৪১,২২০৷ এখানে প্রথম দুই রাউন্ডের ম্যাচ ছাড়াও একটি কোয়ার্টার ফাইনালও হবার কথা রয়েছে৷