পর্নস্টারকে অর্থ দিয়ে নির্বাচনি বিধি ভেঙেছেন ট্রাম্প?
২৩ এপ্রিল ২০২৪
২০১৬ সালের নির্বাচনের আগে একাজ করেছিলেন ট্রাম্প। বিষয়টি তিনি গোপন রেখেছিলেন বলে অভিযোগ।
আদালতে ডনাল্ড ট্রাম্পছবি: Victor J. Blue/Pool/Getty Images
বিজ্ঞাপন
সোমবার ম্যানহাটানের আদালতে হাজিরা দিতে হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। এবছরেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ৩৪ ফেলোনি কাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নস্টার স্টরমি ড্য়ানিয়েলের মুখ বন্ধ করার জন্য় বিপুল পরিমাণ অর্থ তাকে দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচন কমিশনের কাছে সে কথা গোপন রেখেছিলেন তিনি। অর্থাৎ, এই তথ্য তিনি উল্লেখ করেননি।
ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন ড্য়ানিয়েল। নির্বাচনের আগে সেই অভিযোগ ধামাচাপা দিতে ড্যানিয়েলকে ঘুস দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করেছিলেনট্রাম্প, এমনই অভিযোগ। আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, তথ্য গোপন রেখে ট্রাম্প অর্থ দিয়েছিলেন।
আদালতের কাঠগড়ায় ট্রাম্প
নিউ ইয়র্কের আদালতে আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে অধিকার করা সম্পত্তির মামলা চলছে। তারই শুনানি ছিল সোমবার।
ছবি: Jabin Botsford/The Washington Post/AP/picture alliance
মামলার বিষয়
সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলেছে৷ এর মধ্যে ব্যবসায়ে প্রতারণার মামলায় সোমবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তিনি৷ বেআইনি ব্যবসায় অর্থ উপার্জনের জন্য ২৫০ মিলিয়ন ডলার জরিমানা করার দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর৷
ছবি: Brendan McDermid/REUTERS
বিচারকের সাথে বিতণ্ডা
মামলার শুনানিতে আদালতে সোমবার প্রায় চার ঘণ্টা অবস্থান করেন ট্রাম্প৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুনানি চলার সময় প্রায়ই বিচারকের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিরেন ট্রাম্প৷ এমনকি বিচার প্রক্রিয়া নিয়ে নানা মন্তব্যও করছিলেন তিনি৷ এক পর্যায়ে বিচারক ট্রাম্পের আইনজীবীকে বলেন, ‘‘আপনি কি আপনার মক্কেলকে থামাবেন?’’
ছবি: Jane Rosenberg/REUTERS
‘ডাইনি শিকার’
কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রাম্প যে শুধু উত্তেজিত হয়ে পড়ছিলেন এমন নয়৷ তিনি বিচার নিয়ে নানান মন্তব্যও করছিলেন৷ একপর্যায়ে ডনাল্ড ট্রাম্প বলেন, এই বিচার প্রক্রিয়া আসলে রাজনৈতিক ডাইনি শিকারের মতো৷
ছবি: Eduardo Munoz Alvarez/AP/picture alliance
‘আমি নাকি প্রতারক’
বিচারকের বিরুদ্ধেও অভিযোগ তুলেন নানান কাণ্ড করে আলোচনায় আসা এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট৷ শুনানির সময় ট্রাম্প বলেন, ‘‘তিনি (বিচারক) বলেন আমি নাকি প্রতারক৷ তিনি আমার বিষয়ে কিছুই জানতেন না৷’’
ছবি: Shannon Stapleton/REUTERS
‘আমার বিরুদ্ধে রায় দিয়ে দেবে’
শুনানি চলার এই সময়টুকুতে ভালই উত্তেজনা ছড়িয়েছে আদালতে৷ মেজাজ বিগড়ে যাওয়া ট্রাম্পকে এক পর্যায়ে বলতে শুনা যায়, ‘‘আমি নিশ্চিত যে, তিনি (বিচারক) আমার বিরুদ্ধে রায় দেবেন কারণ তিনি সবসময়ই আমার বিরুদ্ধে রায় দেন৷’’
ছবি: Brendan McDermid/REUTERS
বিরক্ত বিচারক
ট্রাম্পের এমন বেসামাল মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন বিচারক আর্থার এনগোরোন৷ ট্রাম্পের এমন মন্তব্যের মাঝে এক পর্যায়ে আর্থার এনগোরোন বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়৷
ছবি: Brendan McDermid/REUTERS
‘নষ্ট করার সময় নেই’
শুনানিকালে ট্রাম্পের এমন মন্তব্যের উত্তরে বিচারক আরো বলেন, ‘‘নষ্ট করার সময় আমাদের হাতে নেই৷ এটি শেষ করার জন্য আমাদের একদিন সময় আছে৷’’
ছবি: Jabin Botsford/REUTERS
7 ছবি1 | 7
তার বক্তব্য, সে সময় ট্রাম্পের আইনজীবী ছিলেন মিশেল কোহেন। তার হাত দিয়েই ড্যানিয়েলকে অর্থ পাঠিয়েছিলেন ট্রাম্প।
আদালতে প্রসিকিউটার অভিযোগ করেছেন, ২০১৬ সালেরনির্বাচনে বেআইনি পথ অবলম্বন করেছেন ট্রাম্প। তথ্য গোপন রেখে অর্থ খরচ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন তিনি।
স্বাভাবিকভাবেই ট্রাম্পের আইনজীবীরা এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা বক্তব্য, ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে।
আগামী দুইমাস ধরে আদালতে এই মামলার শুনানি চলতে পারে। সেখানে ডনাল্ড ট্রাম্পকেও উপস্থিত থাকতে হবে। ফলে নির্বাচনি জনসভায় না গিয়ে ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে যেতে হবে।
ট্রাম্প এদিন বলেছেন, ''নির্বাচনি প্রচার থেকে আমায় সরানোর জন্য়ই এই ষড়যন্ত্র চলছে। কিন্তু এভাবে আমায় হারানো যাবে না।'' বস্তুত, এই মামলায় ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হলেও তিনি ২০২৪ এর নির্বাচনে অংশ নিতে পারবেন এবং ভোটে জিতলে প্রেসিডেন্ট হতে পারবেন।