1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্নো তারকাকে ট্রাম্পের ক্ষতিপূরণ

৩ মে ২০১৮

রাশিয়া কেলেঙ্কারিসহ বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্প পরোক্ষভাবে এক পর্নো ছবির তারকাকে ক্ষতিপূরণ দিয়েছেন বলে তাঁর এক আইনজীবী স্বীকার করেছেন৷

US-Präsident Donald Trump
ছবি: picture-alliance/RS/MPI/Capital Pictures/M. Theiler

আইনের হাত থেকে রেহাই পেতে নিজের আইনজীবীদের টিমে বার বার পরিবর্তন আনছেন ট্রাম্প৷ কিন্তু তাঁদেরই কয়েকজন সরাসরি এমন কথা বলছেন, যা মার্কিন প্রেসিডেন্টকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে৷ যেমন ২০০৬ সালে পর্নো ছবির তারকা স্টর্মি ড্যানিয়েল্স-এর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ অস্বীকার করে এসেছেন ট্রাম্প৷ অথচ তাঁরই আইনজীবী মাইকেল কোয়েন ড্যানিয়েল্স-কে এক লক্ষ তিরিশ হাজার ডলার অংকের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন৷ ট্রাম্প বলেছিলেন, তিনি সে বিষয়েও কিছু জানেন না৷

এবার নিউ ইয়র্ক শহরের প্রাক্তন মেয়র রুডি জুলিয়ানি ট্রাম্প-এর আইনজীবী হিসেবে স্বীকার করেছেন, যে ট্রাম্প মাইকেল কোয়েন-কে সেই অর্থ ফেরত দিয়েছেন৷ তবে নির্বাচনি প্রচারের তহবিল নয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নিজের পকেট থেকে সেই অর্থ দিয়েছেন তিনি৷ উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কোয়েন-এর বাড়ি ও দপ্তরে তল্লাশি চালিয়েছে৷

এদিকে গত সপ্তাহে স্টর্মি ড্যানিয়েল্স ট্রাম্প-এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন৷ তাঁর আইনজীবী মাইকেল অ্যাভেনাটি এক টুইট বার্তায় ট্রাম্প-এর ‘মিথ্যাচার' ফাঁস হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন৷

আইনি প্যাঁচ থেকে রেহাই পেতে ট্রাম্প আরও এক আইনজীবী নিয়োগ করেছেন৷ প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন-কে ক্ষমতাচ্যুত করতে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে তাঁর আইনজীবী ছিলেন এমেট ফ্লাড৷ এবার তিনি রাশিয়া কেলেঙ্কারির তদন্তে ট্রাম্প-এর স্বার্থরক্ষা করবেন৷ চলতি মাসে টাই কব অবসর নেবার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন৷ ট্রাম্প স্বেচ্ছায় রবার্ট মালার-এর জেরার সম্মুখীন হবেন কিনা, সে বিষয়ে তাঁর আইনজীবীরা শলা-পরামর্শ করছেন৷ মালার তাঁকে আদালতে হাজির হতে বাধ্য করতে পারেন, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে৷

এই প্রেক্ষাপটে মার্কিন বিচার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে৷ চলমান তদন্তের স্বার্থ দেখিয়ে বেশ কিছু নথিপত্র প্রকাশ না করায় রিপাবলিকান দলের একাংশ ও খোদ প্রেসিডেন্ট মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেছেন, রাশিয়া সংক্রান্ত তদন্তের সঙ্গে সম্পর্কিত সব নথিপত্র কংগ্রেসের কমিটির হাতে তুলে না দিয়ে তারা ভুল করছে৷

এসবি/জেডএইচ (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ