পর্ন ছবির কারিগর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা!
২২ জুলাই ২০২১
বলিউডের বহু অভিনেত্রীকে পর্ন ছবিতে কাজ করার অফার দিয়েছিলেন রাজ কুন্দ্রা। শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ।
বিজ্ঞাপন
পর্ন ছবি তৈরির অপরাধে গত সোমবার মুম্বই থেকে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তিনি আবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজের গ্রেপ্তারের পর একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের নাম আসছে। যাদের সঙ্গে ছবি দেখা এবং অভিনয় করার জন্য যোগাযোগ করেছিলেন রাজ।
মাসখানেক আগে জনৈক নারী মুম্বই পুলিশের কাছে রাজের বিরুদ্ধে প্রথম অভিযোগ জানান। তিনি জানিয়েছিলেন, বলিউডের পরিচিত নাম রাজ কুন্দ্রা পর্ন ফিল্ম ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ তদন্ত শুরু করে একের পর এক প্রমাণ হাতে পায়। দেখা যায়, এক পরিচিত ব্যক্তির সঙ্গে ব্রিটেনের রেজিস্ট্রেশনে ব্যবসা শুরু করেছেন রাজ। যেখানে অ্যাপের মাধ্যমে ছবি দেখা যায়। কয়েক কোটি টাকা সেই অ্যাপে বিনিয়োগ করেছেন রাজ। পুলিশের দাবি, ওই অ্যাপের সমস্ত কনটেন্ট পর্নগ্রাফিক। বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েই গত সোমবার রাজকে গ্রেপ্তার করা হয়। রাজের গ্রেপ্তারের পর তার অন্য ব্যবসায়িক সঙ্গিকেও গ্রেপ্তার করে পুলিশ।
গুগলে কাকে খোঁজেন বাংলাদেশিরা
২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসের শীর্ষে ছিলেন বিদেশি তারকা আর পর্ন অভিনেত্রীরা৷ কিন্তু গত বছর সেখানে পরিবর্তন এসেছে৷ দেশের ক্রিকেটাররাই এখন ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
১০. ডা. দীপু মনি
২০১৯ সালে বাংলাদেশে গুগলে যাদেরকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে ১০ নম্বরে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ ট্রেন্ডসের গ্রাফে তাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ছয় জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সময়ে৷
ছবি: picture-alliance/dpa
০৯. আরমান আলিফ
গুগল ট্রেন্ডসে নয় নম্বরে আছেন সঙ্গীত শিল্পী আরমান আলিফ৷ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন ভক্তরা৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে রাজশাহী বিভাগ থেকে৷
ছবি: Google
০৮. কিয়ানু রিভস
ট্রেন্ডসে আট নম্বরে রয়েছেন ক্যানাডিয়ান অভিনেতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী কিয়ানু রিভস৷ তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ৯-১৫ জুন৷
ছবি: Reuters/M. Anzuoni
০৭. মোহাম্মদ মিঠুন
গত বছরে গুগল ট্রেন্ডসের সেরা দশে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন৷ তাঁকে বেশি খোঁজা হয়েছে ১০-১৬ নভেম্বর৷ এছাড়া জুনে বিশ্বকাপ চলাকালে তাকে নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশিদের৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
০৬. মুশফিকুর রহিম
ট্রেন্ডসে মিঠুনের উপরে রয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম৷ বিশ্বকাপ, ভারত সফরসহ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন আগ্রহীরা৷
ছবি: picture-alliance/K. Schwörer
০৫. সামজ ভাই
গুগল ট্রেন্ডসে পাঁচে রয়েছেন সঙ্গীত শিল্পী সামজ ভাই৷ গত জুন থেকে শুরু করে বছরজুড়েই আগ্রহ ছিল ইন্টারনেটে তাকে নিয়ে৷
ছবি: Google
০৪. সারা আলী খান
বাংলাদেশে গুগল ট্রেন্ডসে শীর্ষদের মধ্যে আছেন ভারতীয় অভিনেত্রী সারা আলী খানও৷ তার অবস্থান চতুর্থ৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
০৩. আফিফ হোসেন
বিপিএলে নজরকাড়া পারফরমেন্সের পর ২০১৮ সালে বাংলাদেশে টি টোয়েন্টি দলে জায়গা পান ২০ বছর বয়সী ক্রিকেটার আফিফ হোসেন৷ গত বছর গুগলে তাকে নিয়ে তুমুল আগ্রহে ছিল ৮-১৪ সেপ্টেম্বর সময়টাতে৷
ছবি: Getty Images/AFP/STR
২. মোহাম্মদ নাইম
গুগল ট্রেন্ডসে দ্বিতীয় অবস্থানে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ নাঈম৷ মূলত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
০১. সাকিব আল হাসান
২০১৯ সালটা নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান৷ মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব কিংবা আইসিসির নিষেধাজ্ঞা বছর জুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ বাংলাদেশ থেকে সার্চে তিনিই ছিলেন তাই গুগল ট্রেন্ডসের শীর্ষে৷
ছবি: Getty Images/M. Melville
২০১৮ সালে যারা ছিলেন
২০১৮ সালে বাংলাদেশ থেকে যেসব ব্যক্তিদের সার্চ করা হয়েছে গুগলে তাদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ এরপর ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রিটিশ রাজকুমারী মেগান মার্কেল৷ চতুর্থ অবস্থানে ছিলেন পর্ন অভিনেত্রী মিয়া খলিফা আর পঞ্চম সানি লিওন৷ ফুটবলার এমবাপ্পে, পর্ন অভিনেত্রী মিয়া মালকোভা, শিল্পী নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলমও ছিলেন তালিকায়৷
ছবি: Google
11 ছবি1 | 11
বলিউডে পরিচিত নাম রাজ কুন্দ্রা। এক সময় আইপিএল বেটিংয়ের সঙ্গেও তার নাম জড়িয়ে গিয়েছিল। নাম জড়িয়েছিল শিল্পারও। এবার রাজ গ্রেপ্তার হওয়ার পরে বলিউড কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গেছে। রাখি সাওয়ান্ত সহ একাধিক অভিনেত্রী রাজের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, পর্ন নয়, রাজ যে ছবিতে অর্থ বিনিয়োগ করেছিলেন, তা ইরোটিক বলা চলে। আবার কোনো কোনো মহল থেকে রাজের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠেছে।
তারই মধ্যে একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে এই মামলায়। ক্রিকেটার রাহানেকে রাজ তার অ্যাপ দেখতে বলেছিলেন বলে জানা গেছে। বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিকে অ্যাপ দেখার জন্য রাজ সরাসরি ফোন করেছিলেন বলে জানাচ্ছে পুলিশ সূত্র। গায়ক মিকা সিং-ও তার অ্যাপ দেখেছিলেন। অন্তত পাঁচজন অভিনেত্রীকে পর্ন ছবিতে অভিনয়ের জন্য অফার দিয়েছিলেন তিনি। অভিনেত্রী পুনিত কউর ইনস্টাগ্রামে লিখেছেন, ভাগ্যিস তিনি রাজের অফার গ্রহণ করেননি। রাজের অফার গ্রহণ করেছিলেন অভিনেত্রী ইশিকা বোহরা। তিনি জানিয়েছেন, লকডাউনের সময় হাতে টাকা ছিল না বলে তিনি কাজটি নিতে বাধ্য হয়েছিলেন। ছবির সেটে কীভাবে তাকে দিয়ে পর্ন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল, তাও জানিয়েছেন ইশিকা।
অভিযোগ, অনামী মডেলদের দিয়ে কম টাকায় ছবি করে তা অ্যামেরিকায় বিক্রি করতেন রাজ। বস্তুত, যত দিন যাচ্ছে, মুম্বই পুলিশের হাতে রাজের বিরুদ্ধে ততই নতুন নতুন তথ্য উঠে আসছে। খুলছে বলিউডের নতুন নতুন কেচ্ছার পরত।