পর্বতারোহণ করতে গিয়ে মারা গেলেন রব গন্টলেট
১১ জানুয়ারি ২০০৯পর্বতারোহণ ছিলো রব গন্টলেটের নেশা৷ শেষ পর্যন্ত সেই নেশাই তার মরণ ডেকে আনলো৷ ফ্রান্সের আল্পস পর্বতমালায় পর্বতারোহন করতে গিয়েছিলেন তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে৷ শুক্রবার পর্যন্ত তারা আল্পসের গা বেয়ে বেশ ওপরে পৌঁছে যান৷ কিন্তু শনিবার পর্বতের গা বেয়ে অনেকখানি ওঠার পর দুজনেরই পা পিছলে গেলে ছিটকে পড়েন তারা৷ প্রায় কয়েকশ মিটার ওপর থেকে আছড়ে পড়ে নির্মমভাবে প্রাণ হারান দুই বন্ধু৷ মন্ট ব্লাংক নামে পার্বত্য এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে ফরাসী পুলিশ৷ উল্লেখ্য মন্ট ব্লাংক জায়গাটি ভূমির চেয়ে প্রায় চার হাজার ৩৬০ মিটার উচুতে অবস্থিত৷
এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে কাতর হয়ে পড়েছেন নিকোলা গন্টলেট৷ তিনি জানান, আমরা এ মুহুর্তে বলতে পারছি না আসলে কি ঘটেছে, কেবল এতটুকু জানি তারা পর্বতের গা থেকে পড়ে গিয়ে মারা গেছে৷ নিহত রব গন্টলেটের বন্ধুর নামও বলতে রাজি হননি নিকোলা গন্টলেট৷