1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আকর্ষণীয় জার্মানি

ফ্রেডেরিকে ম্যুলার/আরবি২৮ মার্চ ২০১৩

জার্মানি ক্রমেই ভ্রমণের জন্য জনপ্রিয় উঠছে৷ ২০১২ সালে পর্যটকদের সংখ্যা নতুন রেকর্ড করেছে৷ এই পর্যটকরা কারা? কোন কোন দেশ থেকে তারা আসে? জার্মানরা নিজের দেশের ভেতরেও নিশ্চয়ই ভ্রমণ করেন? চলুন এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক৷

** ARCHIV ** Zwei Frauen reiten am 20. Mai 2003 durch ein Rapsfeld bei Fluegendorf nahe Kiel. Pferdenarren, die einen Urlaub in Schleswig-Holstein planen, finden im Internet unter sh-pferdeland.de nuetzliche Hinweise. Die Informationen reichen von besonders reitfreundlichen Urlaubsorten ueber Tages- und Mehrtagestouren bis zu familiengerechten Ferienangeboten, wie die Schleswig-Holstein Tourismus berichtet. (AP Photo/Heribert Proepper) ** zu APD4723 **
Urlaub in Deutschland Schleswig-Holsteinছবি: AP

দেশি বিদেশি সবার কাছে প্রিয়

দেশি বিদেশি প্রায় সব পর্যটকের কাছেই জার্মানির রাজধানী বার্লিনের বিশেষ এক ইমেজ রয়েছে৷ ব্রান্ডেনবুর্গ তোরণের কাছে মানুষের সমাগম দেখলে তা সহজেই বোঝা যায়৷ বিশ্বখ্যাত এই স্থাপনাটির কাছে অনেকেই ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন৷ এক দিকে বিভক্ত জার্মানি, অন্যদিকে পুনরেকত্রিত জার্মানি, এই দুইয়েরই প্রতীক ব্রান্ডেনবুর্গের গেটটি৷

অ্যামেরিকার লস এঞ্জেলেস থেকে আসা তরুণী ক্লোই মিলার শিল্পকলার এক প্রকল্প নিয়ে ব্যস্ত৷ অনুপ্রেরণা পেতে এসেছেন ব্রান্ডেনবুর্গ তোরণ চত্বরে৷ ফিলিপাইন্স-এর হেলেন সাইও জার্মানির শিল্প ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী৷ ব্রান্ডেনবুর্গের তোরণটি তো এর মধ্যেই পড়ে৷ নরওয়ের ডাগ কাটো স্কারভিক তাঁর দুই মেয়েকে তোরণটি দেখাতে এনেছেন জার্মানিতে আসার প্রথম দিনই৷

একবিংশ শতাব্দীতে এসেও পর্যটন ক্ষেত্রে আগের তুলনায় কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নিছবি: DW / Maksim Nelioubin

আগের রেকর্ড ছাড়িয়েছে

ফেডারেল পরিসখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০১২ সালে জার্মানির হোটেলগুলিতে রাত্রি যাপনের জন্য ৪০৭ মিলিয়নের বেশি বুকিং দেয়া হয়েছিল৷ রাত না কাটিয়ে যারা চলে গিয়েছেন, তাদের সংখ্যাটা এর মধ্যে ধরা হয়নি৷ এর মধ্যে প্রায় ৬৯ মিলিয়ন ছিল বিদেশি পর্যটকদের বুকিং৷ শহরগুলি তাদের আকৃষ্ট করে বেশি৷ বিশেষ করে রাজধানী বার্লিন তরুণ ট্যুরিস্টদের পদচারণায় সরগরম হয়ে ওঠে৷ ব্রান্ডেনবুর্গের তোরণ ছাড়াও বার্লিনের ‘জাদুঘর দ্বীপ' পর্যটকদের আকৃষ্ট করে৷ এটি এক গুচ্ছ জাদুঘরের এক সমাহার৷ এক জায়গায় এতগুলি মিউজিয়াম বিশ্বের আর কোথাও আছে কিনা সন্দেহ৷ মিউজিয়ামে রাখা কয়েক হাজার বছরের পুরানো ঐতিহাসিক, শিল্পকলার নিদর্শনগুলি দর্শকদের মুগ্ধ করে৷ অন্যদিকে বার্লিনের উদ্যান ঘেরা রাজপ্রাসাদ ও পার্কগুলিও নজর কাড়ে ভ্রমণকারীদের৷

বাভারিয়াও কম আকর্ষণীয় নয়

বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাভারিয়া রাজ্য৷ সেখানকার প্রাকৃতিক দৃশ্য ও অরণ্যের সৌন্দর্য পর্যটকদের বিশেষভাবে টানে৷ আর বাভারিয়ার রাজধানী মিউনিখের কথা কে না শুনেছে?

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির পর্যটন বিষয়ক আর্কাইভের প্রধান প্রফেসর হাসো শ্পোডে একটু ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘জার্মানি প্রসঙ্গে বাভারিয়ার ব্রাস মিউজিক ও অক্টোবর উত্সবের চিত্র ভেসে ওঠে বিদেশি পর্যটকদের মনে৷ তাই তারা জার্মানিতে এলে জায়গাটি না দেখে পারেন না৷''

জার্মানি ক্রমেই ভ্রমণের জন্য জনপ্রিয় উঠছেছবি: picture-alliance/chromorange

হাইডেলব্যার্গ ও রোটেনবুর্গ শহরকে ভুলে গেলে চলবে না৷ বিদেশি পর্যটকরা সময় পেলে এই শহরগুলিও দেখতে ভোলেন না৷ অন্যদিকে উত্তর সাগর ও বাল্টিক সাগরও আকর্ষণীয় ভ্রমণের স্থান৷ তবে বিদেশিদের তুলনায় জার্মান পর্যটকদের সংখ্যাই এখানে বেশি৷ ৮০ শতাংশের মত৷

জার্মানির শিল্পাঞ্চল বলে পরিচিত রুর অঞ্চলের কথাও এ প্রসঙ্গে উল্লেখ করতে হয়৷ যেখানে এককালের কয়লাখনি ও শিল্পকারখানার স্থানে গড়ে উঠেছে শিল্পকলা ও স্থাপত্যের নিদর্শন, প্রদর্শনী ও উত্সব কক্ষ৷ পরিত্যক্ত কারখানা চত্বরে মাথা তুলে উঠেছে নানা ধরনের উদ্ভিদ, বৃক্ষরাজি, মনোমুগ্ধকর উদ্যান৷ নব রূপে রুর অঞ্চলের এই উত্থানের কথা শুনেছেন অনেকেই৷ তাই তো দেশ বিদেশের আগ্রহী পর্যটকরা ভিড় জমান এখানে৷

শপিংয়েও আনন্দ

বিদেশি পর্যটকদের অনেকেই জার্মানিতে শপিং-এর কথাটা মাথায় রেখে বেড়াতে আসেন৷ ১১ শতাংশ পর্যটকের কাছে জার্মানিতে কেনাকাটা করাটা বেশ গুরুত্বপূর্ণ৷

বিশেষ করে চীন থেকে আসা ট্যুরিস্টরা কেনাকাটায় উত্সাহী৷ ইউরোপে বেড়াতে গেলে মর্যাদা বেড়ে যায় তাদের ৷ ২০১২ সালে চীনা পর্যটকরা জনপ্রতি গড়ে ৬২৮ ইউরো ব্যয় করেছেন বাজার সদাইতে৷ তাদের পছন্দের তালিকায় রয়েছে সানগ্লাস, ভ্যানিটি ব্যাগ, পারফিউম ইত্যাদি৷

বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাভারিয়া রাজ্যছবি: picture-alliance/dpa

পর্যটকদের বেশিরভাগই আসেন নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে৷ তবে চীনা পর্যটকের সংখ্যা তাদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে৷ এছাড়া ব্রাজিল, রাশিয়া, ভারত, পূর্ব ও দক্ষিণ ইউরোপের মানুষজনও বেড়াতে আসছেন জার্মানিতে৷

ফুকুশিমায় আণবিক বিপর্যয়ের বছর খানেক পর জাপানি পর্যটকরা আবার বেড়াতে বের হচ্ছেন৷ জার্মান পর্যটন কেন্দ্রের প্রধান পেট্রা হেডওর্ফার আনন্দের সাথে জানান, ‘‘জার্মানিতে জাপানি ট্যুরিস্টদের সমাগম আবারো বাড়ছে৷ ২০১২ সালে জাপানি পর্যটকদের কাছ থেকে হোটেলগুলিতে রাত কাটানোর জন্য ৪৭৬,০০০টি বুকিং পাওয়া গিয়েছিল ৷ এর আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি৷''

একবিংশ শতাব্দীতে এসেও পর্যটন ক্ষেত্রে আগের তুলনায় কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি৷ ইতিহাসবিদ শ্পোডে এ প্রসঙ্গে বলেন, ‘‘পর্যটনকে ঘিরে সবকিছু বিশাল আকার ধারণ করেছে৷ যা ১০০ বছর আগে মানুষ হয়ত কল্পনাই করতে পারতো না৷ কিন্তু সাগর পাড়ে শুয়ে থাকা, পাহাড় বেয়ে ওপরে ওঠা ও দর্শনীয় বস্তুগুলি উপভোগ করার বাসনায় কোনো পরিবর্তন হয়নি মানুষের৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ