পর্যটকের ভিড় কমাতে চায় ভেনিস
১১ সেপ্টেম্বর ২০২৫
যেমন বাড়িভাড়া স্থানীয়দের সাধ্যের বাইরে চলে যাচ্ছে৷ গত কয়েকবছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিচ্ছে ইটালির লেগুন শহরটি৷ কিন্তু সেগুলো কি কোনো কাজে আসছে?
অসাধারণ স্থাপত্য, শত বছরের পুরনো ইতিহাস আর অনেক খালের কারণে ভেনিস ইটালির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য৷ কিন্তু পর্যটনের বাড়াবাড়ি নিত্যদিনের সমস্যা৷ পর্যটকদের ঢল সামলাতে কিছু কৌশল হাতে নিয়েছে শহর কর্তৃপক্ষ৷ ভেনিসীয় ট্যুর গাইড জ্যুসেপিনা জ্যদিছে আমাদের কাছে কৌশলগুলো ব্যাখ্যা করেছেন৷
তিনি বলেন, ‘‘ভেনিসে বিগত বছরগুলোতে অনেক নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ গতবছর পরীক্ষামূলকভাবে শহরে প্রবেশের জন্য ফি চালু করা হয়েছিল যা এবছরও আবার চালু করা হবে৷ এটা যারা একদিনের জন্য শহরে ঘুরতে আসেন তাদের জন্য বেশি করা হচ্ছে এই আশায় যে যাতে দৈনিক পর্যটকের সংখ্যা কমে যায়৷’’
একদিনের জন্য ভেনিসে আসা পর্যটকদের এখন কোনো কোনোদিন দশ ইউরো অবধি এন্ট্রি ফি দিতে হবে৷ তবে এই অর্থ পর্যটকদের সংখ্যা কমাবে কি না তা এখনো নিশ্চিত নয়৷ গত বছর থেকে ট্যুর গ্রুপের আকারও সীমিত করে শহর কর্তৃপক্ষ৷
জ্যুসেপিনা জ্যদিছে বলেন, ‘‘ট্যুর গাইডসহ একটি টিমে সদস্য সংখ্যা ২৫ জন হতে হবে৷ আগে এটা আরো অনেক বেশি - ৫০ জন অবধি হতে পারতো৷ আমি বিশাল গ্রুপ দেখেছি৷ কিছু এজেন্সি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কারণ এখন ৬০ জনের জন্য দুজন ট্যুর গাইড দরকার হবে৷’’
আর শুধু এগুলোই পর্যটন সম্পর্কিত বিধিনিষেধ নয়৷ ২০২১ সালে ভেনিস লেগুনে বড় ক্রুজ শিপ নোঙ্গর করা নিষিদ্ধ করেছিল৷
কিন্তু এধরনের বিধিনিষেধ কি পর্যটকদেরকে ভ্রমণ থেকে বিরত রাখে? সম্ভবত না, তবে ভিন্নমতও রয়েছে৷ এক পর্যটক বলেন, ‘‘একজন পর্যটক হিসেবে আমি মনে করি পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ফলে আপনি যদি সেটা ফি দিয়ে রক্ষা করতে পারেন তাহলে ভালো৷ আমি প্রতিদিন এখানে আসি না৷''
আরেক পর্যটকের মতে, ‘‘বাড়তি ফি খুবই ভালো ব্যাপার৷ আশা করছি এটা দিয়ে পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্য ও স্থাপনা রক্ষা করা যাবে৷''
অতিরিক্ত পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভেনিসীয়রা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করছে এবং নিজস্ব সমাধান নিয়ে আসছে৷
‘উই আর হিয়ার ভেনিস'নামের সংগঠনের জেইন দ্য মোস্তো মনে করেন এন্ট্রেস ফি সমাধান নয়৷ তিনি বলেন, ‘‘এন্ট্রি টিকিট হচ্ছে ভেনিসকে পুরোপুরি পর্যটন গন্তব্য হিসেবে দেখার এবং পর্যটকদের কাছ থেকে অর্থ আয়ের মানসিকতার বহিঃপ্রকাশ৷ ভেনিসের উচিত শহরটির বাসিন্দাদের মঙ্গলের কথা চিন্তা করে উদ্যোগ নেয়া৷ ভেনিসের ক্ষেত্রে বিষয়টি ঢালাও পর্যটন নয়৷ ভেনিসের বাসিন্দা ক্রমশ কমে যাচ্ছে যা মূল সমস্যা৷''
ভেনিসিয়া ডটকমের অ্যাক্টিভিস্টরা শহরের কেন্দ্রে একটি মনিটর স্থাপন করেছেন যেখানে বাসিন্দাদের হালনাগাদ সংখ্যা প্রদর্শন করা হচ্ছে৷ সাম্প্রতিক দশকগুলোতে নগরবাসীর সংখ্যা এক লাখ থেকে কমে পঞ্চাশ হাজারে পৌঁছেছে৷
ভেনিসিয়া ডটকমের অ্যাক্টিভিস্ট মাত্তেও সেকি ঢালাও পর্যটন বন্ধে বেশ কয়েকবছর ধরে আন্দোলন করছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের সমাধান হচ্ছে ব্যস্ত দিনগুলোতে ভেনিসে প্রবেশ বন্ধ করে দেয়া৷ ভেনিসের মধ্যে অনেক মানুষ৷ আমি দুঃখিত৷ আমরা পর্যটক পছন্দ করি, কিন্তু কিছু দিনে টিকে থাকার মতো পরিস্থিতিও থাকে না, তখন প্রবেশ বন্ধ করে দেয়া যেতে পারে৷''
ভেনিস কীভাবে বিশ্বের কাছে উন্মুক্ত থেকেও নিজের স্বকীয়তা ধরে রাখতে পারে তা নিয়ে আলোচনা চলমান৷ এই লেগুন সিটিতে পর্যটকদের উপরে বিধিনিষেধের বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
প্রতিবেদন: ডায়ানা পিনেরোস/এআই