1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটক আকর্ষণের কেন্দ্র

১৩ নভেম্বর ২০১৩

ব্ল্যান্ড, ডাল এবং বোরিং – তিনটি দেশের তিনটি স্থান৷ পর্যটন কেন্দ্র হিসেবে তিনটি দেশের এই তিনটি স্থান একসাথে কাজ করছে৷ নামে রসহীন, ক্লান্তিকর বা একঘেয়েমিতে ভরা মনে হলেও সেটাই তো মূল আকর্ষণ৷

Title: Towns in the south Author: Theme categories: Agriculture Geographic category: Venezuela, South America Image Date: 01 January 2006 Publisher: Programa Andes Tropicales English description: Program on rural tourism and production of forest coffee at the 'Los Andes' mountains
ছবি: Programa Andes Tropicales

আপনার মনে হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে ব্যবহৃত হচ্ছে এই তিনটি শব্দ – ব্ল্যান্ড, ডাল আর বোরিং৷ কিন্তু বাস্তবে তা নয়৷ যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের একটি বিশেষ সম্প্রদায়ের নাম অনুসারে গ্রামের নাম বোরিং, যেটি পরবর্তীতে পর্যটকদের অন্যতম প্রিয় স্থান হয়ে ওঠে৷

পরে এর সাথে পর্যটন সম্পর্ক গড়ে ওঠে স্কটল্যান্ডের ডাল গ্রামের৷

তাই অস্ট্রেলিয়া আর পিছিয়ে থাকে কেন? তারাও যুক্ত হল এই পর্যটন সম্প্রদায়ে৷ যোগ করল তাদের প্রত্যন্ত একটি গ্রাম ‘ব্ল্যান্ড শায়ারকে৷

মঙ্গলবার ব্ল্যান্ড শায়ারের মেয়র নিল পোকোনি রয়টার্সকে জানান, ডাল আর বোরিং-এর পর্যটন সম্পর্ক সম্পর্কে যখন তাঁরা জানতে পারেন, তখন ভাবতে থাকেন – যদি ব্ল্যান্ড, ডাল আর বোরিং-এর মধ্যে পর্যটন সম্পর্ক গড়ে ওঠে, তাহলে মন্দ হয় না৷

স্কটিশ হাইল্যান্ডের ডাল গ্রাম এবং যুক্তরাষ্ট্রের ওরেগনের বোরিং-এর সাথে সিডনি থেকে ৫০০ কিলোমিটার দূরে ব্ল্যান্ড শায়ার গ্রামটির যুক্ত হওয়ার বিষয়টি এ সপ্তাহে নিশ্চিত হয়েছে৷

ব্ল্যান্ড শায়ারের জনসংখ্যা মাত্র ৬ হাজার এবং এটি সোনার খনির জন্য বেশ পরিচিত৷ ১০ বছর আগে, একজন স্থানীয় ব্যক্তি সেখানে স্বর্ণ খনিটি চালু করে, যা সেখানকার অর্থনীতির চেহারা বদলে দেয়৷ এছাড়া কৃষি খামারের জন্যও জায়গাটির সুনাম রয়েছে৷

অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর প্রথম ব্যক্তি ছিলেন উইলিয়াম ব্ল্যান্ড৷ তিনি মুম্বইতে ডুয়েল লড়ে এক ব্যক্তিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন৷ তাঁর নামেই গ্রামটির নাম হয়েছে ব্ল্যান্ড শায়ার৷ পোকোনি জানান, ডাল-এর চেয়ে আয়তনে ব্ল্যান্ড বেশ বড়, কিন্তু বোরিং ব্ল্যান্ড-এর চেয়েও আরো বড়৷

এপিবি/এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ