1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারসাম্যের পথে মন্টেনেগ্রো

কাটারিনা বান / জেডএইচ৬ সেপ্টেম্বর ২০১৩

পর্যটকদের কাছে সাবেক ইয়ুগোস্লাভিয়ায় অনেক আকর্ষণ ছিল৷ স্বাধীন রাষ্ট্র হিসেবেও মন্টেনেগ্রো পর্যটকদের আকর্ষণ করছে, তবে যতটা সম্ভব পরিবেশের ক্ষতি এড়িয়ে৷

Global Ideas, Montenegro Wassermanagement
ছবি: Katharina Bahn

মন্টেনেগ্রো – অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট, সুন্দর একটি দেশ৷ একসময় ধনী ও বিখ্যাত লোকেরা সেখানে যেতেন৷ দেশটি আবার তাদের আকর্ষণ করতে চায়৷ গত কয়েক বছরে উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল তৈরি হয়েছে৷ ফলে বেড়েছে পানির চাহিদা৷ প্রতিটি নতুন হোটেলের সঙ্গে তা বাড়ছে৷ একটি আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার কাজে দেশটি অনেক অর্থ বিনিয়োগ করছে৷ কিন্তু নর্দমার পানি পরিশোধনেরও প্রয়োজন রয়েছে৷

তাই একটি হোটেলের কয়েক মিটার পেছনে একটা পাম্পিং স্টেশন গড়ে তোলা হচ্ছে৷ সেখানে ব্যবহৃত ও দূষিত পানি সাগরে ফেলার আগে পরিশোধন করা হবে৷ জার্মান প্রকৌশলী ইওয়াখিম সিটলভ এই পানিশোধন প্রকল্পটির দেখভাল করছেন৷ লক্ষ্য, আগামী গ্রীষ্মের মধ্যেই যেন আর কোনো দূষিত পানি সাগরে পড়তে না পারে৷ প্রায় দেড়শো মিলিয়ন ইউরো ব্যয় করা হচ্ছে এর পেছনে৷ সে হিসেবে গত ৩০ বছরের মধ্যে এটাই মন্টেনেগ্রোর সবচেয়ে বড় প্রকল্প৷ এই অর্থের একটা বড় অংশ দিচ্ছে জার্মান উন্নয়ন ব্যাংক৷

নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার জন্য চাপ রয়েছে৷ পর্যটকরা ফেরার আগেই এই পাইপগুলো সাগরের এক হাজার মিটার গভীরে বসাতে হবে৷ জার্মান প্রকৌশলী ইওয়াখিম সিটলভ বলেন, ‘‘এটাকে বলে ‘সি-আউটফল'৷ এই পাইপের মধ্য দিয়ে শোধনাগার থেকে পরিশোধিত পানি সাগরের ৩৫ মিটার গভীরে আবার ছেড়ে দেয়া হয়৷''

পরিবেশবান্ধব এই জলবিদ্যুৎ প্রকল্পটি সেখানকার প্রায় ৭০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করে৷ এবং এটা আরও বাড়ানো যেতে পারে৷ জার্মান উন্নয়ন ব্যাংক, মন্টেনেগ্রো শাখার সেলয়িকো উলইয়ারেভিচ বলেন, ‘‘এই বিদ্যুত কেন্দ্রটি ৩৭ বছরের পুরনো৷ রক্ষণাবেক্ষণ খুব ভালো হলেও এর মেয়াদ শেষ হয়ে যাবে, কিছু কলকবজা কাজ করতে পারে না৷ সংস্কারের মাধ্যমে এর মেয়াদকাল আরো ৩০ বছর বাড়ানো গেলে ভাল হবে৷ এ ক্ষেত্রে কেন্দ্রের নিরাপত্তার দিকটি রয়েছে প্রথম স্থানে, তারপর মেয়াদ বাড়ানোর বিষয়টি৷ সবচেয়ে জরুরি হলো পরিবেশ সংরক্ষণ, অর্থাৎ দূষণ ছাড়া বিদ্যুৎ উৎপাদন৷''

গ্রিন বিদ্যুৎ – যেটা কয়লা বা তেল পোড়ানোর কারণে উৎপন্ন হওয়া ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড বাতাসে মিশে যাওয়া প্রতিহত করে৷ সংস্কারের পর এই বিদ্যুত কেন্দ্র থেকে আরও পরিবেশবান্ধব বিদ্যুত পাওয়া যাবে৷

সেজন্য তিনটি টারবাইনের প্রথমটি বন্ধ করে দেয়া হচ্ছে৷ কাজটা সহজ নয়, কেননা টারবাইনগুলির উপর পানির অনেক চাপ রয়েছে৷ তবে প্রয়োজনীয় অংশগুলো খুব তাড়াতাড়ি সংস্কার করতে হবে, যেন সেগুলি পরবর্তী দশকগুলোতেও নির্ভরযোগ্যভাবে বিদ্যুত উৎপাদন করতে পারে৷ এজন্য নিয়ন্ত্রণ কক্ষের সবাই কেমন যেন একটু নার্ভাস৷ সব ঠিকঠাক মতো হবে তো?

প্রথম টারবাইনের পর বাকি দুই টারবাইনেও পরিবর্তন আনা হবে৷ পাল্টানো হবে সুইচগিয়ার, যেন সংস্কার করা কেন্দ্রটি কোনো সমস্যা ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ