জার্মানির রাজধানী বার্লিনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা আইটিবি ২০১৮-এ এমন আহ্বান জানান বিশ্বের ধনী দেশগুলোর পর্যটন খাতের নীতি-নির্ধারকরা৷
ছবি: DW/Zobaer Ahmed
বিজ্ঞাপন
তাঁরা মনে করছেন, কার্বন নিঃসরণ কমানো, সম্পদের দক্ষ ব্যবহার ও সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নবান্ধব পর্যটন খাত গড়ে তুলতে হলে ‘বিনিয়োগের' বড় ভূমিকা আছে৷
সারাবিশ্বে পর্যটনের বাজার বাড়ছে হু হু করে৷ আইটিবি-র এ বছরের প্রতিবেদন বলছে, বৈশ্বিক পর্যায়ে জিডিপি-র প্রবৃদ্ধির হারের চেয়ে তিনগুণ বেশি হারে বাড়ছে পর্যটন খাতের আয়৷
ইউএনডাব্লিউটিও-র বিশ্ব পর্যটন ব্যারোমিটার বলছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেছেন ৯০ কোটি ১০ লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ কোটি বেশি৷ আর তাই পর্যটন খাতে আয় বাড়ছে গুণোত্তর হারে৷ ফলে বিনিয়োগও বাড়ছে একইভাবে৷
ইন্দোনেশিয়ার স্টলছবি: KBRI Berlin
কিন্তু প্রশ্ন হলো, এই বাজারবৃদ্ধি কিংবা বিনিয়োগ কতটা পরিবেশকে মাথায় রেখে করা হচ্ছে? বিষয়টি এমন নয় যে, সব দেশে সমান পরিমাণ লোক যাচ্ছে, কিংবা সব দেশে সমান বিনিয়োগ হচ্ছে৷
দেখা যাচ্ছে, জনপ্রিয় জায়গাগুলোতে মানুষের আনাগোনা এতটাই বেড়ে যাচ্ছে যে, তা সেই জায়গার জন্য ঝুঁকি তৈরি করছে৷ আর তাই এবারের বার্লিন পর্যটন মেলায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে৷ পর্যটন খাতে বিনিয়োগ সতর্কতার নীতি অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে বলে অনেকের মত৷
বিশ্বের ৩৫টি ধনী দেশের অর্থনৈতিকও উন্নয়ন সম্পর্কিত জোট ওইসিডি-র সদস্য রাষ্ট্রগুলো বিষয়টি বুঝতে পেরেছে৷ তাই তাদের সর্বশেষ পলিসিতে পরিবর্তন আনা হচ্ছে৷ তারা বলছে, পর্যটন খাতে বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার৷ আর সেই পরিবর্তন অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে৷
জোটের আঞ্চলিক উন্নয়ন ও পর্যটন বিভাগের প্রধান অ্যালেন ডুপেরাস এক্ষেত্রে মেক্সিকোর উদাহরণ টেনে আনেন৷ তিনি বলেন, ‘‘মেক্সিকো এরই মধ্যে তাদের জ্বালানি খাতের বিনিয়োগ নীতি বদলেছে৷ তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে উৎসাহিত করার জন্য সহজ শর্তে ঋণও দিচ্ছে৷''
মেক্সিকো এরই মধ্যে তাদের জ্বালানি খাতের বিনিয়োগ নীতি বদলেছেছবি: DW/E. Usi
তিনি বলেন, ‘‘এটি একটি উদাহরণ মাত্র৷ সারাবিশ্বে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে৷''
অ্যালেন মনে করেন, শুধু পরিবেশ নয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সবগুলো অর্জন করার ক্ষেত্রে পর্যটন খাতের বিনিয়োগের ভূমিকা রয়েছে৷
তিনি তাঁর বক্তব্যে নীতি নির্ধারণের পর্যায়ে চারট দিক তুলে ধরেন৷ সেগুলো হলো, সবুজ বিনিয়োগ, দায়িত্বশীল ব্যবসা, সমন্বয় ও পরিসংখ্যান৷
পর্যটনে সবুজ বিনিয়োগকে তিনি ব্যাখা করেছেন -পর্যটনের জন্য যেসব আবাসন তৈরি করা হচ্ছে সেগুলোকে জ্বালানি দক্ষ করে গড়ে তোলা, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষা হিসেবে৷ এমনকি সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষাকেও এর মধ্যে ধরেছেন তিনি৷
২০১৭ সালে পর্যটনের প্রবণতা বেড়েছে
বিদায়ী বছরে ১১০ কোটি টুরিস্ট দুনিয়া দেখতে বেরিয়েছেন, বলে বিশ্ব পর্যটন সংস্থা ইউএনডাব্লিউটিও-র বিবরণে প্রকাশ৷ অর্থাৎ পর্যটন শিল্প ২০১৬ সালের মন্দা কাটিয়ে উঠতে পেরেছে৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
পর্যটকদের চুম্বক জার্মানি
এই প্রথমবার জার্মানিতে অতিথিদের হোটেলে রাত্রিবাসের সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়েছে, বলে জার্মান পর্যটন সমিতি ডিটিভি জানিয়েছে৷ দক্ষিণের বাভেরিয়া রাজ্যে টুরিস্টদের ভিড় জার্মানির সর্বোচ্চ পাহাড় সুগস্পিৎসে অবধি নতুন কেবল কারের কল্যাণে আরো বাড়বে, বলে প্রত্যাশা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Warmuth
চীনা পর্যটকরা আবার ইউরোপে আসছেন
ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের বিবৃতি অনুযায়ী ২০১৭ সালে ইউরোপে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা তার আগের বছরের তুলনায় আট শতাংশ বেড়েছে৷ ২০১৬ সাল সন্ত্রাসের ছায়ায় কাটার পর বিশেষ করে চীনা পর্যটকরা দৃশ্যত তাদের দ্বিধা কাটিয়ে উঠেছেন৷ ২০১৭ সালে চীন ও জাপান থেকে ইউরোপমুখী পর্যটকদের সংখ্যা বাড়ে ১৭ শতাংশ, যার পরেই আসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত – উভয় দেশ থেকে আগত টুরিস্টদের সংখ্যা বাড়ে ১৪ শতাংশ করে৷
ছবি: Getty Images/P. Le Segretain
ইউরোপে সবার সেরা আইসল্যান্ড
মাত্র তিন লাখ মানুষের দেশে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা এই নিয়ে তৃতীয় বার বাড়ল বছরে ৩০ শতাংশ হারে, যা কিনা ইউরোপে একটা রেকর্ড৷ আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ, জলপ্রপাত, কি নেই দেশটিতে৷ তাই ২০১৭ সালে ২৩ লাখ পর্যটক এসেছিলেন তিন লাখের মানুষের দেশটিতে৷
ছবি: picture-alliance/blickwinkel/M. Lohmann
ইউরোপে দ্বিতীয় স্থানে তুরস্ক
২০১৭ সালে তুরস্কে পর্যটকদের সংখ্যা বেড়েছে মোট ২৬ শতাংশ! অথচ ২০১৬ সালে তুর্কি পর্যটন শিল্প প্রায় ভেঙে পড়তে বসেছিল৷ কিন্তু নতুন পুটিন-এর্দোয়ান সখ্যতার পর রুশি পর্যটকরা দলে দলে তুরস্কে আসতে শুরু করেছেন৷ পশ্চিম ইউরোপ থেকে টুরিস্টদের আসা কমলে কী হবে, চীন ২০১৮ সালকে তুরস্ক পর্যটন বছর বলে ঘোষণা করেছে৷
ছবি: picture alliance/Arco Images
স্পেনে কোনোদিনই টুরিস্টের অভাব ছিল না
গত গ্রীষ্মে স্পেনে যেন আর টুরিস্ট ধরছিল না! কিন্তু তা সত্ত্বেও স্পেনে টুরিস্টদের সংখ্যা আবার বেড়েছে ১১ শতাংশ৷ ওদিকে মালর্কা কিংবা বার্সেলোনায় মানুষজন টুরিজমের বাড়াবাড়ির বিরুদ্ধে পথে নামতে শুরু করেছেন: তারা আর সমুদ্রসৈকতে ভিড়, সর্বত্র মাতাল টুরিস্ট, রাস্তাঘাটে যানজট আর পানীয় জলের সংকট চান না৷
ছবি: picture alliance/dpa/epa/M. Bruque
স্লোভেনিয়ায় মেলানিয়া এফেক্ট
শুধু মেলানিয়া ট্রাম্পের কল্যাণে ২০১৭ সালে স্লোভেনিয়ায় টুরিস্টদের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ, অ্যামেরিকার ফার্স্ট লেডি সেদেশের মেয়ে কিনা৷ প্লেট, কাপ, টি-শার্ট, সব কিছুর উপর মেলানিয়ার মুখ৷ মেলানিয়া ওয়াইন, মেলানিয়া কেক, মেলানিয়া চটি – কোনো কিছুর অভাব নেই৷
ছবি: picture-alliance/dpa/R.Kaufhold
মার্কিন মুলুকে ট্রাম্প ‘এফেক্ট’
নভেম্বর মাসে মার্কিণ বাণিজ্য মন্ত্রণালয় জানায় যে, ২০১৭ সালের প্রথমার্ধে তার আগের বছরের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম টুরিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন৷ বিশেষ করে মেক্সিকো থেকে টুরিস্টদের আসা কমেছে ৯ দশমিক ৪ শতাংশ, আর আরব দেশগুলি থেকে ৩০ শতাংশ৷ আশ্চর্য হলেন?
ছবি: Imago/Westend61
বিশ্বচ্যাম্পিয়ন হংকং
ইউরোমনিটর ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে দু’কোটি ৬৬ লাখ মানুষ হংকং যাত্রা করেন৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্যাংকক (দু’কোটি ১০ লাখ) ও লন্ডন (এক কোটি ৯০ লাখ)৷ সারা বিশ্বে এই ‘আর্বান টুরিজম’ বা শহর দেখার প্রবণতা বেড়েছে ১৬ শতাংশ৷
ছবি: Getty Images/AFP/A. Wallace
ক্রুজ শিপ
ক্রুজ জাহাজে চড়ে দুনিয়া দেখার প্রবণতা বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ৷ এক্ষেত্রেও এই সব সুবিশাল জাহাজ ছোট ছোট বন্দরে নোঙর ফেলে পরিবেশের, বা ভেনিসের মতো ঐতিহ্যবাহী প্রাচীন শহরের যে ক্ষতি করে, তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দেওয়া স্বাভাবিক৷ কাজেই পর্যটনের ক্ষেত্রে ২০১৭ সালের বার্তা হলো: প্রবৃদ্ধি ভালো, কিন্তু যে কোনো মূল্যে নয়৷
ছবি: picture-alliance/dpa/B. Marks
9 ছবি1 | 9
‘‘সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে৷ সাংস্কৃতিক ধারা যেন অব্যাহত থাকে তেমন উদ্যোগ নিতে হবে৷'' বলছিলেন অ্যালেন৷
পর্যটন খাতে একটি দেশের সরকারের দায়িত্ব সরাসরি সবুজ বিনিয়োগ করা বা তার পরিবেশ তৈরি করা বলে মনে করেন অ্যালেন৷ তবে বেসরকারি খাতও এ দায়িত্ব এড়াতে পারে না বলে মনে করেন তিনি৷
এছাড়া, সরকারি ও বেসরকারি পর্যায়ের মধ্যে সমন্বয় এবং ডাটা বা পরিসংখ্যানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখেন তিনি৷
ডাটানির্ভর পলিসির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্পেনভিত্তিক পর্যটন, জ্বালানি ও শিল্প খাতের সরকারি থিংকট্যাংক সেগিটুর-এর প্রধান ফার্নান্দো দে পাবলো মার্টিনও৷
তিনি বলেন, ২০১৭ সালে স্পেনে ৮ কোটি ২ লাখ পর্যটক এসেছেন৷ এ খাতের আয় জিডিপির ১১ শতাংশ এবং দেশের ১৩ ভাগ কর্মসংস্থান করে দিচ্ছে এ খাত৷
‘‘আমরা খরচ করেছি ৮ হাজার ৭শ' কোটি ইউরো৷ ২০১৭ সালের শেষে আমাদের ট্রেড ব্যালান্স ৪ হাজার ২শ' কোটি ইউরো৷''
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের রিপোর্টেও পর্যটন খাত থেকে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে সবগুলো দেশের শীর্ষে রয়েছে স্পেন৷
২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপজুড়ে যে অর্থনৈতিক মন্দা ছিল তা কেবল এই পর্যটনের জোরেই কাটিয়ে উঠেছে স্পেন, জানান পাবলো মার্টিন৷
তবে পর্যটন খাতে বিনিয়োগ যেন স্থানীয় মানুষকে বাদ দিয়ে না হয়, সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি৷
‘‘স্থানীয় জনগণের কথা ভুলে গেলে চলবে না৷ বিনিয়োগ এমনভাবে করতে হবে, যেন তারাও এর আওতায় পড়েন৷''
পাবলো জানান, শুধু তাই নয়, পর্যটনকেন্দ্রগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রাথমিকভাবে আরো ৬ কোটি ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্পেন৷ কয়েকটি প্রকল্পও হাতে নেয়া হয়েছে৷
ওইসিডি-র নীতি-নির্ধারকরা প্রযুক্তি ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷ তাই যদি হয়, অচিরেই হয়ত বিশ্বের অনেক জনপ্রিয় পর্যটনকেন্দ্রের চেহারাই পালটে যাবে৷
২০১৮ সালে যে ১০টি শহরে যেতে পারেন
দিন দিন সিটি ট্যুরের জনপ্রিয়তা বাড়ছে৷ আর সে কথা মাথায় রেখেই পর্যটন সাইট ‘লোনলি প্ল্যানেট’ নতুন তালিকা প্রকাশ করেছে৷ ভ্রমণের জন্য আগামী বছর সেই জায়গাগুলোকে মানুষ কেন বাছাই করবেন, সেকথাই বলা হয়েছে৷ চলুন দেখে আসি শহরগুলো৷
ছবি: Imago/INSADCO
স্পেনের সেভিয়া
‘লোনলি প্ল্যানেট’ তাদের সুপারিশ তালিকার একেবারে শীর্ষে রেখেছে সেভিয়াকে৷ ভীষণ শৈল্পিক এই শহরে গেলেই মানুষ টেলিভিশনের তুমুল জনপ্রিয় সিরিজ ‘গেইম অফ থ্রোনস-’এর অসংখ্য সেট যেন চোখের সামনে দেখতে পাবেন৷ তার ওপর ট্রাফিক জ্যামে জর্জরিত এই শহর গত কয়েক বছরে সাইকেলের শহরে পরিণত হওয়ায়, পর্যটকরা এখন আরামেই ঘুরতে পারবেন৷
ছবি: Colourbox/A. Bogacki
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
এক সময়ের ‘মোটর শহর’ খ্যাত ডেট্রয়েট কয়েক দশকের অবহেলার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে৷ সৃজনশীল তরুণরা যখন সাইকেলের দোকান আর গ্যালারির দিকে মনোযোগ দিতে শুরু করে তখন থেকেই এই পরিবর্তন আসা আরম্ভ হয়৷ লোনলি প্ল্যানেটের ভাষ্য মতে, ব্যাকপ্যাকারদের মধ্যে এই শহর বিশেষভাবে জনপ্রিয়৷
ছবি: picture-alliance/Oliver Lang
অস্ট্রেলিয়ার ক্যানবেরা
আপনি যদি ক্যানবেরাতে যান তবে অস্ট্রেলিয়াকে সবচেয়ে ভালোভাবে জানতে পারবেন৷ ন্যাশনাল গ্যালারি, ন্যাশনাল লাইব্রেরি এবং অস্ট্রেলিয়ান ওয়ার মিউজিয়াম থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন৷ ন্যাশনাল আরবোরেটামও ভ্রমণের এক অসাধারণ জায়গা৷ ২৫০ হেক্টর এলাকার এই পার্কে হাইকিং ও সাইকেল চালানোর ব্যবস্থা আছে৷ অস্ট্রেলিয়া ও বিশ্বের চারপাশের ৯৪টি বিরল বন, বিপন্ন এবং প্রতীকী গাছপালা আছে এই পার্কে৷
ছবি: AFP/Getty Images/C. Bennetts
জার্মানির হামবুর্গ
কেবল নতুন এল্বফিলহারমনিক কনসার্ট হলের কারণেই ভ্রমণকারীদের কাছে জার্মানির হামবুর্গ এতটা আকর্ষণীয় হয়ে ওঠেনি৷ লোনলি প্ল্যানেট বলছে, রক্ষণশীল নয় এমন মানসিকতা আর নাইট লাইফের কারণেও হামবুর্গ ইউরোপের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছে৷
ছবি: picture alliance/dpa
তাইওয়ানের কাওহসিউং
লোনলি প্ল্যানেটের শীর্ষ দশে জায়গা পাওয়া একমাত্র এশীয় শহর তাইওয়ানের কাওহসিউং৷ এই বন্দরনগরীতে ঐতিহ্যবাহী মন্দির, উঁচু ভবনে থাকা ক্যাফে, প্রশস্ত সড়ক, জলাভূমির পাশের পার্ক, গণপরিবহন, সাইকেল লেন এবং বিভিন্ন সাংস্কৃতিক ভেন্যু খুব আকর্ষণীয়৷
এক সময়ের ইউরোপের সবচেয়ে বড় শহর অ্যান্টওয়ার্প ক্লাসিক্যাল আর আধুনিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ৷
ছবি: picture-alliance/Sergi Reboredo
ইতালির মাতেরা
মানুষ বাস করে, পৃথিবীর সবচেয়ে পুরনো এমন শহরগুলোর মধ্যে একটি হলো মাতেরা৷ ৯ হাজার বছরের পুরনো গুহার মতো ঘরবাড়ি, গীর্জা ও মঠ আছে এই শহরে৷ ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে ২০১৯ সালে বিভিন্ন ধরনের ইভেন্টের আগাম পরিকল্পনাও তারা করেছে৷ কাজেই এমন সময়কেই বেছে নেয়া উচিত ভ্রমণের জন্য৷
ছবি: picture-alliance/dpa/R. Esposti
পুয়ের্তো রিকোর সান জুয়ান
সান জুয়ান হলো সেই শহর যেখানে ঔপনিবেশিক আর আধুনিক নগরজীবনের দারুণ মিশেল ঘটেছে৷ সেপ্টেম্বরে এই দ্বীপটিতে গত ৮৯ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারিকেন ‘মারিয়া’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ সান জুয়ানও হারিকেনের আঘাত থেকে রক্ষা পায়নি৷ তবে তারপরও এ কথা নিশ্চিত করেই বলা যায় যে, এই শহর আবারও নিজেদের আগের চেহারায় ফিরে যেতে পারবে৷
ছবি: Miriam Braun
মেক্সিকোর গুয়ানাজুয়াতো
ভীষণ সুন্দর এক টুকরা রুপার আস্তরণের ওপর দিয়ে কোনো কিছু দেখতে যেমন লাগে এই শহরের কারুকাজময় গীর্জা, চমত্কার স্কয়ার আর রংবেরংয়ের বাড়িঘরও ঠিক তেমন৷
ছবি: Fotolia/ALCE
নরওয়ের অসলো
শীর্ষ দশে জায়গা করে নেয়া পঞ্চম ইউরোপীয় শহর অসলো৷ ২০১৮তে এই শহর নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকবে৷ এ বছর নরওয়েজিয়ানরা তাঁদের প্রিয় রাজা- রাণীর ৫০তম বিবাহবার্ষিকী উৎযাপন করবে, একইসাথে অসলোতে কনসার্ট আর পারফরমেন্সের ল্যান্ডমার্ক অপেরা হাউস তাদের প্রতিষ্ঠার দশম বছর পালন করবে৷ কাজেই অসলো ভ্রমনের জন্য এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না৷