1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যাপ্ত ইলিশ না পেয়ে হতাশ বাংলাদেশের উপকূলের জেলেরা

৭ জুলাই ২০২২

বাংলাদেশের উপকূলের জেলেরা সম্প্রতি অভিযোগ করছেন যে তারা নদী ও সমুদ্রে পর্যাপ্ত ইলিশ মাছ পাচ্ছেন না৷ বিশেষজ্ঞরা এর জন্য অবৈধ ও অতিরিক্ত মাছশিকারের পাশাপাশি পরিবেশগত কয়েকটি কারণকেও দুষছেন৷

Bangladesch I Fischer
ছবি: Zobaer Ahmed/DW

বাংলাদেশের উপকূল থেকে ফিরে আরো জানাচ্ছেন যুবায়ের আহমেদ৷

বাংলাদেশের মাছের যোগানের একটা বড় অংশ আসে উপকূলীয় অঞ্চল থেকে৷ কিন্তু মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনার জেলেরা অভিযোগ করছেন যে তারা আগের মত মাছ পাচ্ছেন না৷

৫০ বছর বয়সি মোহাম্মদ বাবুল তাদের একজন৷ তিনি মোহনায় জাতীয় মাছ ইলিশ ধরেন৷ দেশটির মাছ উৎপাদনের বড় অংশের যোগান আসে ইলিশ থেকে৷

তিনি বলেন, ‘‘আগে ঠিকমতো মাছ পেতাম৷ কিন্তু গেল তিন মৌসুম ধরে মাছ পাচ্ছি না৷ আগে বছরে ৫ থেকে ১০ লাখ টাকার মাছ পেতাম৷ এখন দুই লাখ টাকার মাছ পেতেই খবর হয়ে যায়৷ কারণ গাঙে মাছ নেই৷'' 

এর কারণ জিজ্ঞেস করলে বাবুল ডয়চে ভেলেকে নিয়ে যান বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন এক চরে৷ স্থানীয় এক জেলের নামানুসারে তারা এই চর ডাকেন ‘বশিরের চর' বলে৷ তার ধারণা, এই চরের কারণেই মাছ চলাচল করে নদীর দিকে আসতে পারছে না৷ বলেন, বঙ্গোপসাগরের মোহনায় এমন বেশ কয়েকটি চর জেগেছে৷

‘‘এই চরগুলো একেবারে বাঁধের মতো জেগে উঠেছে৷ তাই মাছ সমুদ্র থেকে আমাদের এলাকার দিকে আসতে পারছে না৷ তাই আমরা খুব কম মাছ পাই৷ গেল কয়েক বছরে এই চরগুলো একেবারে এলোমেলোভাবে জেগে উঠেছে,'' বলেন বাবুল৷

বাংলাদেশে ইলিশ কমছে?

04:09

This browser does not support the video element.

নদীমাত্রিক দেশটি এখন বছরে ৪৫ লাখ টন মাছ উৎপাদন করে৷ এর অর্ধেকেরও বেশি আসে চাষ থেকে৷ বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি উপকূলে  মাছের যোগানে ভাটা পড়েছে, বিশেষ করে ইলিশের মত পরিযায়ী মাছের৷ ওয়ার্ল্ড ফিশের হিসেবে, ২০১৯ সাল থেকে ইলিশ উৎপাদনের হার কমছে৷ এ সময় লক্ষ্য ছিল ছয় লাখ টন ইলিশ উৎপাদনের৷ কিন্তু তা সাড়ে পাঁচ লাখ টনের বেশি হচ্ছে না৷

‘‘অনেকগুলো ছোট চর জেগে উঠেছে৷ এগুলো সাময়িক হবার কথা থাকলেও, ইদানিং আমরা দেখছি চরগুলো গড়ছেই বেশি, ভাঙছে কম৷ মাছের গতিপথ ছোট হয়ে আসছে৷ নদীর তলদেশ ভরাট হয়ে আসছে,'' বলেন ওয়ার্ল্ড ফিশের বিশ্লেষক ড. আবদুল ওয়াহাব৷ 

তিনি বলেন, ইদানিং মাছের অভিপ্রয়ানের সময় নদীর তাপমাত্রাও বেশি হচ্ছে৷ তবে এসব ফ্যাক্টর নিয়ে আরো গবেষণার দরকার আছে বলে মনে করেন তিনি৷

এদিকে, সমুদ্রের মাঝে মাছের খোঁজে থাকা বাবুল এসব বিজ্ঞান বোঝেন না৷ যেটা বোঝেন তা হলো, হয়তো আজও তাকে অল্প শিকারেই সন্তুষ্ট থাকতে হবে৷

২০১৫ সালের গ্যালারিটি দেখুন :

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ