1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর পর ১০টি ম্যাচে জয়ের গৌরবের আশায় জার্মানি

১০ অক্টোবর ২০১১

পোল্যান্ড ও ইউক্রেনে ২০১২ সালে বসছে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর৷ চলছে তার মূল পর্যায়ে পৌঁছানোর লড়াই৷ মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধে জিতলে জার্মানি পর পর ১০টি খেলায় জয়ের রেকর্ড ছুঁতে পারবে৷

জার্মানির জাতীয় ফুটবল দলছবি: picture alliance/Pressefoto Ulmer

জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভ সাফল্যের যে ছক এঁকেছেন, তা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়৷ শুক্রবার তুরস্ককে ৩-১ গোলে হারানোর পর সেই বিশ্বাস আরও জোরালো হয়েছে৷ মঙ্গলবার জার্মানির ড্যুসেলডর্ফ শহরে ইউরো কোয়ালিফাইয়িং রাউন্ডের শেষ ম্যাচে জার্মানির মোকাবিলা বেলজিয়ামের সঙ্গে৷ জার্মানি আগেই ইউরো ২০১২'র মূল পর্যায়ে পৌঁছে গেছে৷ কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচে জিতলে পর পর ১০টি ম্যাচে জয়ের রেকর্ড ছোঁয়ার রোমাঞ্চই আলাদা৷ তবে হিসেবে একটা গরমিল আছে৷ আসলে শুক্রবারই জার্মানি টানা ১০টি ম্যাচে জেতার রেকর্ড ভেঙে ফেলেছে৷ বিশ্বকাপে তৃতীয় অবস্থান পাওয়ার লড়াইয়ে উরুগুয়েকে হারিয়ে শুরু হয়েছিল সেই জয়যাত্রা৷ সেই হিসেবে মঙ্গলবারের ম্যাচে ১১তম জয়ের মুখ দেখতে পারে জার্মানরা৷ তবে এর আগে কোনো জার্মান টিম কোনো প্রতিযোগিতার কোয়ালিফাইয়িং রাউন্ডে সব ম্যাচ জেতে নি৷ ফলে সেই রেকর্ডও ভাঙতে চায় ল্যোভ'এর দল৷

জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভছবি: dapd

বেলজিয়াম তেমন শক্তিশালী টিম নয়৷ অতএব অনেকে মনে করছিলেন, যে ল্যোভ হয়তো এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চাইবেন, যে অন্য কোনো ছকও সাফল্য আনতে পারে কি না৷ ল্যোভ নিজে অবশ্য কোনো ঝুঁকি নিতে চান না৷ বেলজিয়ামকেও প্রতিপক্ষ হিসেবে হাল্কাভাবে নিতে প্রস্তুত নন তিনি৷ চোট পাওয়ার ফলে মঙ্গলবার সম্ভবত খেলতে পারবেন না স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে৷ তবে তুরস্কের বিরুদ্ধে ম্যাচে চোট পেলেও মেসুত ও্যজিল মঙ্গলবারও খেলবেন বলে মনে করা হচ্ছে৷ ছন্দ বজায় রাখতে ল্যোভ যতো কম সম্ভব পরিবর্তন করতে চান৷

টিম হিসেবে বেলজিয়াম ইদানিং বেশ ভালো খেলছে৷ বছরখানেক আগে ব্রাসেলসে জার্মানির কাছে ১-০ গোলে হারলেও তরুণ খেলোয়াড়দের এই দল সম্প্রতি কাজাখস্তানকে ৪-১ গোলে হারিয়ে প্রশংসা কুড়িয়েছে৷ এমনকি তুরস্কের চেয়েও এক পয়েন্ট বেশি পেয়ে গ্রুপ পর্যায়ে এগিয়ে রয়েছে তারা৷ ফিফার তালিকায় ৩০ ধাপ উপরে আসতে সক্ষম হয়েছে বেলজিয়াম৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ