1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পলের মৃত্যুতে সারাবিশ্ব শোকাহত, তবে খুশি মারাদোনা

২৮ অক্টোবর ২০১০

ফুটবল জ্যোতিষী পলের মৃত্যুতে শোকাহত সারাবিশ্ব৷ গোটা ফুটবল বিশ্ব পলের মৃত্যুতে শোক প্রকাশ করলেও আনন্দ প্রকাশ করেছেন ডিয়েগো মারাদোনা৷

পল, মৃত্যু, ম্যারাডোনা, ফুটবল, অক্টোপাস, Octopus, Paul, Football, Germany, Maradona
অক্টোপাস পলছবি: picture-alliance/dpa

বিশ্বকাপ ফুটবল ২০১০ আসরে বেশ কিছু খেলার আগে ভবিষ্যদবাণী করে দুনিয়া জুড়ে এতোটাই খ্যাতি অর্জন করে পল, যে তাকে আর নতুন করে পরিচয় করানোর প্রয়োজন নেই৷ বিশেষ করে জার্মানির সাতটি খেলা এবং স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনাল খেলার ফল সম্পর্কে পলের ভবিষ্যদবাণী তাকে দক্ষিণ আফ্রিকার ফুটবল আসরের মহানায়কে পরিণত করে৷ তাই পলের মৃত্যুর খবর উঠে আসে সারা দুনিয়ার পত্রিকার শিরোনামে৷ উঠে আসে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার ওয়েবসাইটে৷

ফেসবুক এবং টুইটারে পলের পাতায় ভক্তদের শোকবার্তার ছড়াছড়ি৷ পলের মৃত্যুর মাত্র দু'ঘণ্টার মধ্যেই ফেসবুকে পলের ‘অফিসিয়াল' পাতায় জমা হয়েছে ২৫০ শোকবার্তা৷ একজন লিখেছেন, ‘‘পল আমরা তোমায় কখনও ভুলবো না৷ আমরা তোমাকে ভালোবাসি৷'' অনেকেই তাকে সম্বোধন করেছেন ফুটবল বিশ্বকাপ ২০১০ এর প্রকৃত নায়ক হিসেবে৷ আবার অনেকে দাবি তুলেছেন পলকে এ বছরের ‘ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার' হিসেবে ঘোষণা করার জন্য৷ তবে এক দিয়েগো মারাদোনা কিন্তু খুশি পলের মৃত্যুতে৷ বললেন, ‘‘অলৌকিক ক্ষমতাধর অক্টোপাস, তোমার বিদায়ে আমি খুশি৷ তোমার ভুলের জন্যই আমরা বিশ্বকাপে হেরেছি৷''

এদিকে, পলের বিদায়কে কিভাবে আরো স্মরণীয় করে রাখা যায়, সেটি নিয়ে এখন চিন্তা-ভাবনা করছেন পলের মালিক ‘ওবারহাউজেন সি লাইফ সেন্টার' কর্তৃপক্ষ৷ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পলের দেহ রাখা হয়েছে হিমাগারে৷ সি লাইফ এর ব্যবস্থাপক স্টেফান পোরভোল বলেন, ‘‘আমরা পলের জন্য সি লাইফ সেন্টারের চত্বরেই একখণ্ড জমি আলাদা করে সেখানে তাকে দাফন করতে পারি এবং তার জন্য একটা স্থায়ী ফলকেরও ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ