1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পল্লির মানুষের সেবা

২২ জুন ২০১৫

পরনে গোলাপি-নীল রঙের সালোয়ার-কামিজ, মাথায় টুপি৷ বাহন সাইকেল৷ সঙ্গী ল্যাপটপ সহ আরও কিছু উপকরণ৷ এই হচ্ছেন তথ্যকল্যাণী৷ কাজ পল্লির মানুষের সেবা করা৷

Infolady Projekt gewinnt Global Media Forum Auszeichnung
ছবি: D.net/Amirul Rajiv

বর্তমানে বাংলাদেশের পাঁচটি জেলায় এরকম প্রায় ৫০ জন তথ্যকল্যাণী কাজ করছেন৷ শিগগিরই যোগ দিচ্ছেন আরও ১২ জন৷ তথ্যকল্যাণী প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ডিনেট এর লক্ষ্য ২০২০ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে অন্তত দুজন করে তথ্যকল্যাণী নিয়োগ করা৷

যেভাবে কাজ করেন তথ্যকল্যাণীরা

একটি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগযুক্ত মোবাইল ফোন নিয়ে তাঁরা নিজেদের এলাকায় কাজ করেন৷ মূলত তথ্য-প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবা যেমন এলাকার কারো সঙ্গে স্কাইপ-এর মাধ্যমে বিদেশে বা অন্য শহরে বসবাসরত কারো যোগাযোগ করিয়ে দেওয়া কিংবা কৃষককে তথ্য দিয়ে সহায়তা বা গ্রামের কোনো শিক্ষিত তরুণকে চাকুরির আবেদন লিখতে সহায়তা করার মতো কাজগুলো করেন তথ্যকল্যাণীরা৷ পাশাপাশি গ্রামের অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন সাধারণ চিকিৎসা সহায়তাও দিয়ে থাকেন তাঁরা৷ গ্রামবাসীকে প্রয়োজনে আইনি সহায়তাও প্রদান করা হয়৷

তথ্যকল্যাণীরা সাধারণত যেসব প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, সেসব অঞ্চলে চিকিৎসকরা তেমন একটা যান না বললেই চলে৷ ফলে এসব অঞ্চলের মানুষ আগে ছোটখাট শারীরিক সমস্যার চিকিৎসা নিতে গিয়েও বিপাকে পড়তেন৷ তথ্যকল্যাণীরা এখন তাদের সহায়তা করছেন৷ আর তাঁদের পেছনে কল সেন্টারে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকের দল৷ ফলে যে কোনো সময় কল সেন্টারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন তথ্যকল্যাণীরা৷ এসব সেবা তাঁরা দিয়ে থাকেন বিনা খরচায়৷

উল্লেখ্য, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ইউরোপ বা পশ্চিমা বিশ্বের তুলনায় অত্যন্ত কম৷ মোটের উপর প্রত্যন্ত অঞ্চলের মানুষদের তথ্য সহায়তা প্রদানে সরকারি কিছু উদ্যোগ থাকলেও সেগুলো খুব একটা সাড়া ফেলতে পারছে না৷ তবে তথ্যকল্যাণীরা এক্ষেত্রে বেশ সফল৷

২০১৩ সালে ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স'-এর একটি বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেন তথ্যকল্যাণীরা৷

জেডএইচ/ডিজি (ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ