বিহারে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় তহবিল তছরুপের অপরাধে ২০১৩ সালে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পাঁচ বছর জেল হয়৷ এক বছর পর জামিন পান৷ সুপ্রিম কোর্ট বলেছে, অন্য সব মামলাতেও তাঁর আবার আলাদা করে বিচার হবে৷
বিজ্ঞাপন
প্রায় তিরিশ বছরের পুরোনো বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলার ভূত এখনও তাড়া করে যাচ্ছে রাজ্যের মহাজোট সরকারের প্রধান শরিক দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে৷ এখন এই পরিস্থিতিতে নীতিশ কুমার সরকারের স্থায়ীত্ব নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে৷ আরজেডি বিহার বিধানসভার একক বৃহত্তম দল৷ ২০১৫ সালের বিহার বিধানসভার নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে আরজেডি একাই পায় ৮০টি আসন৷ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল (ইউ) পায় ৭১টি আসন আর কংগ্রেস পায় ২৭টি আসন৷ এই তিন দল নিয়েই বিহারে এখন মহাজোট সরকার৷ লালুপ্রসাদের দুই ছেলে মন্ত্রী৷ ছোট ছেলে তেজস্বী উপ-মুখ্যমন্ত্রী৷ বিরোধীদলের আসনে বিজেপি৷
পরিস্থিতির সুযোগ নিতে আসরে নেমে পড়েছে বিজেপি৷ পরামর্শ দিয়ে বলেছে, নীতিশ কুমারের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকারের ভাবমূর্তি বাঁচাতে উচিত হবে অবিলম্বে আরজেডিকে বাদ দেওয়া৷ লালুপ্রসাদের দলের সঙ্গ ত্যাগ করে বেরিয়ে আসা৷ কারণ, পশুখাদ্য কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে এক সময় সব চেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন জেডি (ইউ) নেতা নীতীশ কুমার স্বয়ং৷ দরকার হলে নীতিশ কুমারের সরকারকে বাঁচাতে সমর্থন দেবে বিজেপি৷ বিহার বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির ৫৩ জন বিধায়ক৷
দুর্নীতি ঠেকাতে কাবুলের দেয়ালে গান্ধীর ছবি
রাজধানী কাবুলের সরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি দূতাবাস সব ভবনে দেয়ালচিত্র বা গ্রাফিটি আঁকছেন আফগান শিল্পীরা৷ তাঁরা নিজেদের ‘আফগান ব্যাঙ্কসি’ বলতে পছন্দ করেন৷ ছবিঘরে থাকছে তাদের গ্রাফিটিগুলো৷
ছবি: DW/M. Bernabe
আফগান রাজধানীতে পথ শিল্প
আফগানিস্তানের রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং দূতাবাসের দেয়ালগুলো বিস্ফোরণ প্রতিরোধক কংক্রিট দিয়ে তৈরি৷ সেই দেয়ালগুলোতে গ্রাফিটি আঁকছেন আফগান শিল্পী ও অধিকার কর্মীরা৷ ব্রিস্টল এর বিখ্যাত গ্রাফিটি শিল্পী ব্যাঙ্কসি-র অনুকরণে নিজেদের নাম দিয়েছেন ‘আফগান ব্যাঙ্কসি’৷ গ্রাফিটিতে সাধারণত সামাজিক সমস্যা ও যুদ্ধের ক্ষত তুলে ধরছেন তারা৷
ছবি: DW/M. Bernabe
শিল্পীর তুলি যখন হাতিয়ার
গ্রাফিটি কাবুলে দেখাই যায় না৷ এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ওমাইদ শরিফ ডয়চে ভেলেকে জানান, ‘‘যখন আমরা এখানকার জনগণকে আমাদের কাজ সম্পর্কে অবহিত করি, তারা খুশি হয়৷ তাদের হাতে রং-তুলি ধরিয়ে দেই এবং ম্যুরালগুলো শেষ করতে তাদের সাহায্য চাই৷’’
ছবি: DW/M. Bernabe
ক্ষমতা, দুর্নীতি এবং অসত্য
বেশিরভাগ গ্রাফিটির মধ্যে চোখ খুব গুরুত্ব পেয়েছে৷ এখানে মহাত্মা গান্ধীর চোখ এঁকেছেন তারা৷ এমনভাবে গ্রাফিটি আঁকা হয়েছে, মনে হয় পথচারী থেকে প্রত্যেকটা মানুষের উপর নজর রাখছেন তিনি৷ গ্রাফিটিতে প্রধানত তুলে ধরা হয় দুর্নীতির চিত্র এবং তা নির্মূলে আহ্বান জানানো হয়৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকা অনুযায়ী আফগানিস্তান অন্যতম দুর্নীতিবাজ দেশ৷
ছবি: DW/M. Bernabe
সরাসরি বার্তা দেয়া
‘বাবা, এই গাড়ি কেনার টাকা তুমি কোথায় পেয়েছো?’ গ্রাফিটিতে এই প্রশ্ন করছে এক ছেলে৷ প্রথম ম্যুরালটি আঁকা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের দেয়ালে৷ যাতে সরাসরি সবার কাছে এই বার্তা পৌঁছে যায়৷
ছবি: DW/M. Bernabe
আফগানিস্তান শরণার্থী
২০১৫ সালে ইউরোপে দশ লাখ শরণার্থীর ২০ ভাগ এসেছে আফগানিস্তান থেকে৷
ছবি: DW/M. Bernabe
শরণার্থী চুক্তি
অক্টোবরে আফগান সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী নেয়া সংক্রান্ত একটি চুক্তি হয়েছে৷
ছবি: DW/M. Bernabe
অর্থনীতির চিত্র
আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য চলে যাওয়ার পর অনেক মানুষ চাকরিহীন হয়ে পড়ে৷ কেননা তাদের অর্থনীতি গড়ে উঠেছিল যুদ্ধের ভিত্তিতে৷
ছবি: DW/M. Bernabe
নিরক্ষরতা
নিরক্ষরতার দিক দিয়ে বিশ্বে উঁচুতে অবস্থান আফগানিস্তানের৷ বয়স্ক মানুষদের মধ্যে অক্ষরজ্ঞান আছে মাত্র ৩১ ভাগ মানুষের৷
ছবি: DW/M. Bernabe
8 ছবি1 | 8
নীতিশ কুমার পড়েছেন মহাফাঁপরে৷ বর্তমানে নীতিশ কুমারের চুপ থাকাকে কটাক্ষ করে বিজেপি বলতে শুরু করেছে, নিজের গদি বাঁচানোটাই কি নীতিশ কুমারের চুপ থাকার আসল কারণ মনে করতে হবে? নীতিশ কুমারের অবস্থান কী হবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, সম্ভবত বিহারের রাজনীতি একটা নতুন মোড় নিতে পারে৷ বিজেপি সেই সুযোগটা হাত ছাড়া করবে না৷ পশ্চিমবঙ্গকে নিশানা করার পর এবার নিশানা বিহার৷
পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট ৬৪টি মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ তার মধ্যে ৬টি মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ৷ এই ছয়টি মামলার একটিতে সিবিআই-এর বিশেষ আদালতের রায়ে লালুপ্রসাদের পাঁচ বছরের জেল হয় এবং ২৫ লক্ষ টাকা জরিমানা হয় ২০১৩ সালে৷ শুধু তাই নয়, পরবর্তী ছয় বছর কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না লালুপ্রসাদ৷ এক বছর জেল খাটার পর অবশ্য তিনি জামিনে ছাড়া পান৷ দুর্নীতির অভিযোগে নাজেহাল হয়ে লালুপ্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে হয় ১৯৯৯ সালে৷ কিন্তু ক্ষমতা হাতছাড়া না করে মুখ্যমন্ত্রীর গদিতে বসান গৃহবধু স্ত্রী রাবড়ি দেবীকে ২০০০ সালে৷
দুর্নীতির বিরুদ্ধে লড়ার পাঁচ কৌশল
বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইন্ডিকেটরস গ্রুপ’-এর পরিচালক আওগুস্তো লোপেজ-কার্লোস এক ব্লগ পোস্টে দুর্নীতির বিরুদ্ধে লড়ার কয়েকটি কৌশল আলোচনা করেছেন৷ ছবিঘরে থাকছে সে’সব কথা৷
ছবি: Getty Images
সরকারি চাকুরেদের জন্য ভালো বেতন
যাঁরা সরকারি চাকরি করেন তাঁদের বেতন যদি খুব কম হয়, তাহলে আয় বাড়াতে তাঁরা ‘অনানুষ্ঠানিক’ পথ অবলম্বন করতে পারেন৷ বিশ্বব্যাংকের এক গবেষণায় স্বল্পোন্নত দেশগুলোতে সরকারি চাকুরেদের কম বেতন ও দুর্নীতির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে৷
ছবি: DW
অর্থ ব্যয়ে স্বচ্ছতা
যে সমস্ত দেশের নাগরিকদের সরকারি কর্মকাণ্ড পর্যালোচনার সুযোগ আছে সেসব দেশে দুর্নীতি কম হয়৷ অর্থাৎ যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, শিক্ষিতের হার বেশি এবং সক্রিয় সুশীল সমাজ রয়েছে সেখানে দুর্নীতির হার কম৷ কেননা এর ফলে বিভিন্ন প্রকল্পে সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলা যায়, সরকারের নীতি নিয়ে আলোচনা করা যায়৷
ছবি: Colourbox/Hin255
লাল ফিতার দৌরাত্ম কমানো
বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদন বলছে, যে সব দেশে ব্যবসা শুরু করতে, সম্পত্তি নিবন্ধন করতে, আন্তর্জাতিক ব্যবসায় জড়িত হতে নানা ধরনের সার্টিফিকেট, আইন, লাইসেন্স ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে সে’সব দেশে দুর্নীতি বেশি হয়৷ তাই বিশ্বব্যাংকের এক গবেষক দুর্নীতির জন্ম দিতে পারে এমন আইনকানুন বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন৷
ছবি: DW
ভর্তুকি নয়
জ্বালানি খাতে ভর্তুকির নানা সমস্যা আছে৷ প্রায়ই এর সুবিধাভোগী হন ধনীরা৷ এছাড়া ভর্তুকি মূল্যে কেনা জ্বালানি চোরাচালানের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন অনেকে৷ তাই ভর্তুকির মতো ব্যয়বহুল পদ্ধতির চেয়ে নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের অর্থ সহায়তা দেয়া যেতে পারে৷
ছবি: DW/W.Jantschits
স্মার্ট প্রযুক্তির ব্যবহার
সরকারি কর্মকর্তাদের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগ যত কমানো যাবে, দুর্নীতি কমানো ততই সম্ভব হবে৷ এক্ষেত্রে বিভিন্নক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নেয়া যেতে পারে৷ সরকারি কেনাকাটার ক্ষেত্রে অনলাইনে টেন্ডার আহ্বানের মতো বিষয়াদি চালু করলে দুর্নীতির সুযোগ কমবে৷
ছবি: Getty Images
5 ছবি1 | 5
পশুখাদ্য কেলেঙ্কারিটা কী? গৃহপালিত পশুখাদ্য এবং ভেটের্নারি ওষুধপত্র কেনার জন্য সরকারি ট্রেজারি থেকে ভুয়া রসিদ ও বিল দেখিয়ে সবশুদ্ধ প্রায় হাজার কোটি টাকা তছরুপ করা হয়৷ সিবিআই-এর তদন্তে এমন অভিযোগই উঠে আসে৷ রাজ্যের চাঁইবাসা ট্রেজারি থেকে প্রায় ৩৮ কোটি টাকা এইভাবে গায়েব করা হয় যার মধ্যে লালুপ্রসাদের হাত আছে বলে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়৷ অন্য মামলাগুলির বিচারের আর্জি জানালে ঝাড়খন্ড হাইকোর্টের রায় এক জনের বিরুদ্ধে একই ধরণের দুর্নীতি মামলার দ্বিতীয়বার বিচার হতে পারে না৷
২০১৪ সালে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করলে সর্বোচ্চ আদালতের এক ডিভিশন বেঞ্চ ঝাড়খন্ড আদালতের রায় খারিজ করে রায় দেন যে, লালুপ্রসাদের বিরুদ্ধে যতগুলি মামলা রয়েছে, তার সবকটিরই পৃথক বিচার হবে৷ উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগে দিল্লির তিহার জেলে আটক লালুপ্রসাদের সাকরেদ মাফিয়া ডন সাহাবুদ্দিনের সঙ্গে লালুপ্রসাদের কথোপকথনের রেকর্ডিং প্রকাশ্যে আসে৷ বিহারে এখনও মাটি বিক্রির দুর্নীতি, জমি বেচার দুর্নীতি নিয়ে বিতর্ক চলছে৷ ফলে সমস্যা আরও বাড়ছে লালুপ্রসাদের৷ আরজেডির পক্ষ থেকে বলা হয়, এত দুর্নীতির অভিযোগের কোনোটাই শেষ পর্যন্ত ধোপে টিকবে না. দলে কিংবা সরকারে এর প্রভাব পড়বে না৷ মহাজোট যারা ভাঙতে চাইছে, তাঁদের কাছে সেটা মরীচিকামাত্র৷ লালুপ্রসাদের আইনজীবী রাম জেঠমালানিও মনে করেন, এসবের জন্য লালুপ্রসাদের কোনো সমস্যা হবে না৷ উল্লেখ্য, রাম জেঠমালানী আরজেডির রাজ্যসভার সাংসদ৷
সেরা দশ দুর্নীতির দেশ, সবচেয়ে কম দুর্নীতির দেশ
এক সময়ের দুর্নীতির বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হয়েছে ১৩তম৷ চলুন দেখা যাক ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)-র প্রতিবেদনে এবার কোন কোন দেশ আছে দুর্নীতির সেরা দশে আর কোন দশটি দেশে এখন দুর্নীতি সবচেয়ে কম৷
ছবি: picture-alliance/dpa/M. Antonisse
৮ থেকে ১০ নম্বরে কঠিন লড়াই
টিআইবি-র এবারের প্রতিবেদন অনুযায়ী, সমান ১৮ পয়েন্ট করে পাওয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দশটি দেশের তালিকায় ৮ নাম্বার থেকে ১০ নাম্বার পর্যন্ত স্থানে রয়েছে উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়া৷
ছবি: picture alliance/AP Photo
দুর্নীতির সপ্তম স্বর্গে তুর্কমেনিস্তান
উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট কম হওয়ায় দুর্নীতিতে সেরা দশটি দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে তুর্কমেনিস্তান৷
ছবি: DW
ইরাকের দুরবস্থা
যুদ্ধ, হানাহানির মাঝে ইরাকে দুর্নীতিও চলছে পুরোদমে৷ তাই ১৬ পয়েন্ট নিয়ে তারা এখন দুর্নীতিতে সেরা দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে৷
ছবি: Reuters
পঞ্চম স্থানে দক্ষিণ সুদান
ইরাকের পরেই রয়েছে সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদান৷ তারা পেয়েছে ১৫ পয়েন্ট৷
ছবি: Getty Images/AFP/T. Karumba
আফগানিস্তান দুর্নীতিরও স্থান
দুর্নীতিরও স্থান না হলে আফগানিস্তান কি আর ১২ পয়েন্ট নিয়ে বিশ্বের চতুর্থ সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হতো?
ছবি: Getty Images/AFP/S. Marai
দক্ষিণ সুদানের চেয়ে দুর্নীতিতে এগিয়ে সুদান
সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান শুধু মানচিত্রেই নয়, দুর্নীতিতেও কিছুটা ব্যবধান দেখাতে পেরেছে৷ দক্ষিণ সুদান যখন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে, সুদান তখন ১১ পয়েন্ট নিয়ে তৃতীয়৷ দুর্নীতিতে এগিয়ে থাকা তো আর ভালো কথা নয়!
ছবি: getty / C. Bouroncle
উত্তর কোরিয়া আর সোমালিয়া
সমাজতন্ত্র কায়েমের পথে হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে পড়লেও দুর্নীতিতে খুব এগিয়েছে উত্তর কোরিয়া৷ আফ্রিকার দারিদ্র্য জর্জরিত দেশ সোমালিয়াও কম যায় না৷ ৮ পয়েন্ট করে নিয়ে এই দুই দেশই আছে প্রথম ও দ্বিতীয় স্থানে৷
ছবি: picture alliance/dpa/R. Sinmun
সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক
নারীর জন্য সবচেয়ে ভালো দেশ হওয়ার পর, এবার সবচেয়ে কম দুর্নীতির দেশও হয়েছে ডেনমার্ক৷ স্ক্যান্ডিনেভিয়ান এই দেশ পেয়েছে ৯২ পয়েন্ট৷
ছবি: Reuters/N. Ahlmann Olesen
দ্বিতীয় নিউজিল্যান্ড, তৃতীয় ফিনল্যান্ড
সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোর মাঝে নিউজিল্যান্ড ৯১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে আর ৮৯ পয়েন্ট পেয়ে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে৷
ছবি: picture alliance / Robert Harding
চতুর্থ স্থানে সুইডেন
আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনও কম দুর্নীতিগ্রস্থ দেশগুলোর মাঝে খুব ভালো অবস্থানে৷ তাদের পয়েন্ট ৮৭, অবস্থান চতুর্থ৷
ছবি: DW/T. Mehretu
নরওয়ে আর সুইজারল্যান্ডে সমতা
৮৬ পয়েন্ট করে পেয়েছে নরওয়ে আর সুইজারল্যান্ড৷ ফলে দেশ দু’টি আছে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে৷
ছবি: EBU
একের হেরফেরে সাত থেকে দশ
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দশ দেশের তালিকায় সপ্তম থেকে দশম স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ এবং ক্যানাডা৷ সপ্তম থেকে দশম, অষ্টম, নবম ও দশমে মাত্র এক পয়েন্ট করে ব্যবধান৷ সিঙ্গাপুরের ৮৪, নেদারল্যান্ডসের ৮৩, লুক্সেমবুর্গের ৮২ এবং ক্যানাডার পয়েন্ট ৮১৷