শেল্টার, অর্থাৎ আশ্রয়কেন্দ্রে থাকা পশুদের পোর্ট্রেট ছবি তোলেন সুইস আলোকচিত্রী জারা আফলটার৷ সম্প্রতি তিনি একটি বইও প্রকাশ করেছেন৷ বইটি ২০২৪ সালের ‘ফেডারেশন অফ ইউরোপিয়ান ফটোগ্রাফার্স’ ফটো বুক পুরস্কার জিতেছে৷ বইয়ের মাধ্যমে শেল্টারে থাকা পশুদের জীবনের গল্প তুলে ধরতে চান জারা৷