1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরবানির ঈদ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ অক্টোবর ২০১২

কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে বসতে শুরু করেছে পশুর হাট৷ তবে এখনো বেচা কেনা তেমন শুরু না হলেও লাভ-লোকসানের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে৷ চাঁদাবাজি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি৷

ছবি: dapd

কোরবানির পশুর হাট জমবে আরো দু'একদিন পর৷ তবে এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে হাটের কাজ শুরু হয়ে গেছে৷ পশু বিক্রি হোক বা না হোক হাটে আনা হয়েছে গরু-ছাগলসহ কোরবানি উপযোগী পশু৷ আর এই পশুর হাট জমাতে ব্যস্ত হাটের ইজারাদাররা৷ তারা বেপারীদের হাটে পশু আনার জন্য নানা ধরনের লোভনীয় অফার দিচ্ছেন৷ এরমধ্যে থাকা খাওয়া ফ্রিসহ বেপারীদের খবার মেন্যু ও থাকার জন্য ভালো হোটেলের নামও প্রকাশ করা হচ্ছে৷ আর থাকছে আর্থিক লাভের প্রতিশ্রুতি৷ যা জানালেন রাজধানীর তালতলা বাজারের ইজারাদারদের একজন কামাল হোসেন৷

মোহাম্মদপুরের আরেক ইজরাদার আবুল হোসেন জানালেন, তারা প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন৷ যোগাযোগ করছেন বেপারীদের সঙ্গে৷ পশুর হাট জমে উঠবে সহসাই৷

অনেক বেপারীই তাদের পশু হাটে এনে বেচা কেনা শুরু করছেন৷ তবে তাদের মধ্য আছে মিশ্র প্রতিক্রিয়া৷ তাদের কেউ মনে করেন, এবার লোকসান গুনতে হবে৷ আবার কারো মতে এবার ব্যবসা ভালই হবে৷

ঢাকা শহরে এবার মোট ১৯টি পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে৷এই হাটগুলো বসেছে খোলা মাঠে৷ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. জিল্লার রহমান জানান, তারা এবার শৃঙ্খলার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখছেন৷ এজন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে৷

এদিকে ব়্যাব পুলিশ নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷ চাঁদাবাজি প্রতিরোধে ঢাকার প্রবেশ পথ আর হাটে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে টহলের ব্যবস্থা করা হয়েছে৷ বসানো হয়েছে পর্যবেক্ষণ চৌকি৷ আর হাটে দেয়া হয়েছে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ