1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশু থাকলেই চাই পশুচিকিৎসক

২১ জুন ২০১৭

মালাউয়িতে গৃহপালিত পশুর সংখ্যা কমপক্ষে ২৫ লাখ, কিন্তু পশুচিকিৎসকের সংখ্যা সাকুল্যে ৩০৷ ওদিকে বনজঙ্গল ক্রমেই কমে আসছে, ফলে বনের পশুদের রোগ ঘরের পশুদের মধ্যে ছড়াচ্ছে৷ কাজেই চাই আরো বেশি পশুচিকিৎসক৷

ছবি: Jürgen Schneider

ডাক্তার আসা মানেই রোগীর হৃৎকম্প, কিন্তু পালানোর পথ নেই৷ অন্তত বেচারা ছাগলটির পালানোর পথ তো একেবারেই নেই! বোনিফাৎস চিকুফেনজি আর তার সতীর্থরা ওর ভালোই করতে চান৷ এরা সবাই হবু পশুচিকিৎসক৷ মালাউয়ির রাজধানী লিলংভের লুয়ানা বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ এরা সবাই আপাতত একটি দশদিনব্যাপী ‘ব্যবহারিক প্রশিক্ষণে' অংশ নিচ্ছেন৷

মালাউয়িতে পশু চিকিৎসক বিশেষভাবে প্রয়োজন, কেননা গোটা দেশে পশুচিকিৎসক মাত্র ৩০জন, অথচ গৃহপালিত পশুর সংখ্যা ২৫ লাখ৷ দেশ জুড়ে পশুরোগ, অথচ ডাক্তারের সাহায্য পাওয়ার উপায় নেই৷ এ কারণেই বিশ্ব পশু ত্রাণ সমিতি ডাব্লিউটিজি এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে৷ রবিন ম্যাককেন এই কর্মসূচির পরিচালিকা৷ দক্ষিণ আফ্রিকা থেকে এসে তিনি মালাউয়িতে এই কর্মসূচি শুরু করেছেন৷ রবিন জানালেন, ‘‘যে পশুচিকিৎসকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারাই হবে মালাউয়িতে আমাদের কর্মসূচির প্রথম স্নাতক৷ লুয়ানার এই কর্মসূচিটি মালাউয়ির একমাত্র কর্মসূচি আর এরা হবে এখান থেকে পাস করা প্রথম পশুচিকিৎসক৷ ‘প্যারাভেট'-রা আছেন বটে, কিন্তু তারা ঠিক পশুচিকিৎসক নন৷''

পশুচিকিৎসকদের কেন প্রয়োজন?

05:21

This browser does not support the video element.

খামার থেকে বনে রোগ ছড়ায়

মালাউয়ির একটা বড় অংশ এখন ক্ষেতখামার৷ বনজঙ্গল ক্রমেই কমে আসছে৷ এর ফলে গৃহপালিত পশুরা বন্যপ্রাণীদের জন্য আরো বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে৷ রবিন শোনালেন, ‘‘মালাউয়ির গৃহপালিত পশুদের মধ্যে ইস্ট কোস্ট ফিভার আর ফুট-অ্যান্ড-মাউথ ডিজিজ সবচেয়ে বেশি দেখা যায়৷ আর এগুলো ছড়ায় বুনো মোষ অথবা হরিণের মতো খুরওয়ালা পশুদের মধ্যে৷ এর একটা কারণ হলো, বুনো মোষের মতো বন্যপ্রাণী আর গৃহপালিত পশুরা একই এলাকায় চরে৷ কাজেই এই রোগগুলো এক দিক থেকে আরেক দিকে ছড়াতে পারে৷ এভাবে আমরা পোষা আর বুনো জন্তুজানোয়ার, দু'দিকেই প্রচুর ক্ষয়ক্ষতি দেখেছি৷''

এ কারণে পশুচিকিৎসার ছাত্রদেরও বন্যজন্তুদের নিয়ে কাজ করা শিখতে হবে৷ তাই তারা একটি দিন কাটাবেন লিলংভের ওয়াইল্ডলাইফ সেন্টারে, যেখানে আহত বন্যপ্রাণীদের শুশ্রূষা করে সারিয়ে তুলে, সম্ভব হলে আবার ছেড়ে দেওয়া হবে৷ আমান্ডা লি সাব হলেন ওয়াইল্ডলাইফ সেন্টারের অধ্যক্ষা৷ তিনি নিজেও পশুচিকিৎসক৷ ছাত্ররা এখানে এলে তাঁর অবশ্যই কোনো আপত্তি নেই৷

আমান্ডা বললেন, ‘‘মালাউয়িতে পশুচিকিৎসক আছেন, কিন্তু পর্যাপ্ত নয়৷ বন্যপ্রাণীদের দেখাশোনার জন্য যে পরিমাণ পশুচিকিৎসক দরকার, সে পরিমাণ পশুচিকিৎসক নেই – বিশেষ করে এ ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে৷ কেন্দ্রের পশুচিকিৎসক হিসেবে আমরা এখানে মালাউয়ির একজন ভেটারিনারি ডাক্তারকে চাই৷ যে কারণে আমরা এই ব্যাচটি সম্পর্কে এতো আশাবাদী৷ এছাড়া যে সব জীবজন্তু মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের শিকার হয়েছে, অকুস্থলে গিয়ে তাদের সাহায্য করাটাও আমাদের কর্তব্য৷''

মানুষ বাড়ছে, বাড়ছে দারিদ্র্য

কেননা মালাউয়ির বন্যপ্রকৃতি গভীর চাপের মুখে৷ জনসংখ্যা বাড়ছে অতি দ্রুত, দেশ জুড়ে ঘনবসতি৷ দারিদ্র্য সর্বত্র৷ প্রায়ই দুর্ভিক্ষ দেখা দেয়৷ পশুপাখিদের সুরক্ষা বিশেষ গুরুত্ব পায় না, কারণ সেখানে তো মানুষেরই পেট চালানো দায়৷ মানুষ আর জীবজন্তুরা ঘেঁষাঘেঁষি করে থাকে৷ শুধুমাত্র রাজধানী লিলংভেতেই ৪০ হাজার নেড়ি কুকুর পথে পথে ঘুরে বেড়াচ্ছে৷

লিলংভের এক শহরতলিতে ছাত্রদের আসল পরীক্ষা৷ মালাউয়ির একটি পশু ত্রাণ সংগঠন একটি টিকাদান অভিযান চালাচ্ছে, যা দেখতে গাঁয়ের বহু মানুষ ভিড় করেছে৷ হবু পশুচিকিৎসক বোনিফাৎস চিকুফেনজি-র জন্য এ এক বিশেষ মুহূর্ত৷ তিনি বলেন, ‘‘এটা যে মানুষজনকে জলাতঙ্কের হাত থেকে রক্ষা করছে, তাতে আমি খুব খুশি৷ একটা কুকুর কামড়ালেই এই ভাইরাস সংক্রমিত হতে পারে৷ তাই এভাবে অনেকগুলো কুকুরকে টিকা দিয়ে আমরা এখানকার মানুষদের সাহায্য করছি৷''

প্রায় প্রতিটি পরিবারেরই একটি অন্তত কুকুর আছে৷ তবে তাদের কোনো দেখাশোনা করা হয় না৷ আরো বেশি পশুচিকিৎসক হলে পরিস্থিতি হয়তো  বদলাবে৷ নতুন শিক্ষানবীশদের প্রশিক্ষণ শীঘ্রই শেষ হবে৷ তখন ১ কোটি ৬০ লাখ মানুষের দেশ মালাউয়িতে পশুচিকিৎসক আরো ১৫ জন বাড়বে৷   

ইয়ুর্গেন শ্নাইডার/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ