1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২০ মে ২০১১

শপথ নিল পশ্চিমবঙ্গের নতুন জোট মন্ত্রিসভা৷ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: AP

ঘড়িতে তখন দুপুর পৌনে একটা৷ কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গন্তব্য রাজভবন৷ বাড়ির সামনে তখন জনসমুদ্র৷ শাঁখ বাজছে, ঢাক বাজছে৷ গাড়ি অপেক্ষায় ছিল তিনটি৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বুলেটপ্রুফ সরকারি অ্যাম্বাসাডর, যে গাড়িতে চড়ে নির্বাচনের প্রচার সেরেছেন, দলের সেই সাদা স্কর্পিও এবং তৃণমূল নেত্রীর বহুদিনের সফরসঙ্গী ছোট কালো স্যান্ট্রো গাড়িটি৷ মমতা শেষ পর্যন্ত নিজের পুরনো গাড়িটিতেই উঠলেন৷ তার আগে, বাড়ির সামনেই তৈরি একটি ছোট মঞ্চে এক সংক্ষিপ্ত ভাষণে নতুন মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুত সুশাসনের জন্য কিছুটা সময় চেয়ে নিলেন মানুষের কাছে৷

এক সংক্ষিপ্ত ভাষণে নতুন মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুত সুশাসনের জন্য কিছুটা সময় চেয়ে নিলেন মানুষের কাছেছবি: Prabhakar Mani Tewari

কালীঘাট থেকে রাজভবনের মধ্যে একাধিক জায়গায় উৎসাহী মানুষের ভিড়ে আটকাল মমতার কনভয়৷ প্রতিবারই গতি কিছুটা কমিয়ে মমতা ফের জনতার অভিবাদন গ্রহণ করলেন৷ রাস্তার দুধারে দাঁড়িয়ে শাঁখ বাজালেন, ফুল ছুঁড়লেন অসংখ্য মহিলা৷ সেই শুভেচ্ছার পুষ্পবৃষ্টি, বিজয়ের শঙ্খধ্বনি গায়ে মেখে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যখন রাজভবনে পৌঁছলেন, তখন একটা বাজাতে পাঁচ মিনিট বাকি৷ রাজভবনের ফটকে পৌঁছে মমতা নেমে পড়লেন গাড়ি থেকে৷ নিরাপত্তার কারণে অনেকেই রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি৷ তাঁরাই ভিড় করে ছিলেন ফটকের মুখে৷ মমতা গাড়ি থেকে নেমে হাত তুলে নমস্কার করলেন তাঁদের৷ তারপর ফের গাড়িতে চড়ে ঢুকে গেলেন ভিতরে৷ সাদা-সবুজ সামিয়ানায় ঢাকা শপথগ্রহণ মঞ্চের কাছে মমতা পৌঁছতেই রাজ্যপাল আসন গ্রহণ করলেন, বেজে উঠল জাতীয় সঙ্গীত, শুরু হয়ে গেল শপথ গ্রহণ অনুষ্ঠান৷ অবশেষে এল সেই ঐতিহাসিক মুহূর্ত৷

রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: AP

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৩৩জন পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেন এদিন৷ তার মধ্যে কংগ্রেসের দুজন৷ সেই সঙ্গে চারজন প্রতিমন্ত্রীও শপথ নেন৷ মন্ত্রীদের তালিকায় কোনও চমক ছিল না৷ পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, মনীশ গুপ্ত, উপেন বিশ্বাস, ব্রাত্য বসু ইত্যাদি যাঁদের নাম গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, তাঁরা সবাই জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়৷ তবে চমক ছিল অতিথি আসনে৷ পাশাপাশিই বসে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ গত ৩৪ বছরের কট্টর বাম বিরোধিতার পর, এক বেনজির সৌজন্য দেখিয়ে ওঁদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ