1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের সঙ্গে জার্মানির সম্পর্ক আরো জোরদারের উদ্যোগ

দেবারতি গুহ৩ ফেব্রুয়ারি ২০০৯

কলকাতা আন্তর্জাতিক বইমেলা আবার নতুন ভাবে ফিরে এসেছে৷ কলকাতা বইমেলার নতুন ঠিকানা মিলন মেলা প্রাঙ্গনটিকে ঢেলে সাজাতে শিল্প ও বাণিজ্য মন্ত্রী নিরুপম সেনের একটি বড় রকমের অবদান রয়েছে৷ অবদান রয়েছে জার্মানির৷

পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নিরুপম সেনছবি: Debarati guha

গত বছর জার্মানি যান নিরুপম সেন৷ মেশিন তৈরী, বিকল্প তেজশক্তি, খাদ্য-প্রক্রিয়াকরণ – ইত্যাদি নানা বিষয়ে তাঁর কথা হয় জার্মানির বিভিন্ন সংস্থার সাথে৷ লক্ষ্য – যৌথ উদ্যোগের সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখা৷

ভারতের পশ্চিমবঙ্গ আর জার্মানির বাভেরিয়া এ-দুটি রাজ্যের মধ্যে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার৷ অথচ, শিল্পক্ষেত্রে এ-দূরত্বকে নিমেষের মধ্যে জোড়া দিতে একটি নতুন কূটনৈতিক ও প্রকল্পমুখী সেতু তৈরীর সম্ভাবনার কথা উঠে আসে৷ পশ্চিমবঙ্গের শিল্প-বাণিজ্যমন্ত্রী নিরুপম সেনের জার্মানি সফরের মধ্য দিয়ে৷

পরবর্তী কালে জার্মানি থেকে বেশ কিছু ডেলিগেশনও আসে পশ্চিমবঙ্গে৷ শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকেও কিছু প্রতিনিধিকে পাঠানো হয় জার্মানিতে৷ এছাড়া, পশ্চিমবঙ্গের সঙ্গে জার্মানির সম্পর্ক আরো জোরদার করার জন্য জার্মানির মিউনিখ শহরে বেঙ্গল সেন্টার নামের একটি সংস্থা তৈরী করা হয়৷

বাভেরিয়ার নতুন সরকার ইতিমধ্যেই আগামী মে-জুন মাসে অনুষ্ঠেয় মেলা উপলক্ষে নিরুপম সেনকে আমন্ত্রণ জানিয়েছে৷ আলাপ-আলোচনা হচ্ছে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক পর্যায়েও৷ এদিকে, বাভেরিয়ার বিখ্যাত ফুটবল দল বায়ার্ন মিউনিখ এসেছে কলকাতায়৷ শোনা যাচ্ছে, আগামীতে পশ্চিমবঙ্গে একটি ফুটবল অ্যাকাডেমি করার ব্যাপারে আগ্রহী তারা৷

সুতরাং, এ কথা বলাই যায় যে গত এক-দেড় বছর, বিশেষ করে নিরুপম সেনের জার্মানি সফরের পর, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে জার্মানি এবং পশ্চিমবঙ্গের যোগাযোগ সমূহ বৃদ্ধি পেয়েছে৷ বৃদ্ধি পেয়েছে আলাপচারিতা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ