1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে অনলাইন অভিধানের কোনো উদ্যোগ নেই

১৮ ফেব্রুয়ারি ২০২২

অ্যামেরিকাবাসী এক বাঙালি কবির সঙ্গে কথা হচ্ছিল৷ বাংলাভাষায় উৎসাহ এবং পাণ্ডিত্য দুই-ই তার আছে৷ বলছিল, লেখাপত্তর ছেড়ে এবার অভিধান তৈরির কাজ হাতে নিয়েছে৷ ডিজিটাল অভিধান৷

প্রতীকী ছবিছবি: picture alliance/ZUMA Press

সুদূর অ্যামেরিকায় বসে এই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজনবোধ করেছেন তিনি৷

শিকাগো কোন ছাড়৷ কলকাতা থেকে দুই ঘণ্টার হাওয়াই দূরত্ব দিল্লিতে বসেও সময় সময় ডিজিটাল অভিধানের প্রয়োজন অনুভূত হয়৷ এমন নয় যে, বাড়িতে অভিধান নেই৷ কিন্তু বাংলাভাষার নিত্যনতুন পরিবর্তনে নানা এডিশন, নানা কিসিমের অভিধান হাতে রাখতে ইচ্ছে করে৷

গুগল খুললেই যদি ক্যামব্রিজ পেতে পারি, সংসদ নয় কেন?

আনন্দবাজার সংস্থায় যখন শিক্ষানবীশ হয়ে সাংবাদিকতা শুরু করেছিলাম, মনে পড়ে হাতে একটা মোটা খাম ধরিয়ে দেওয়া হয়েছিল৷ যার ভিতর ‘‘কী লিখবেন, কেন লিখবেন’’ নামের একটি বই৷ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা৷ এক অগ্রজ সাংবাদিক ঘাড়ে হাত রেখে ঠাট্টা করে বলেছিলেন, ‘‘এটা কেবল একটি বই নয়, এই সংস্থার বেদ-উপনিষদ ধরে নিতে পারো৷ বানান যেন এর মধ্যেই ধরা থাকে৷’’ পরবর্তীকালে দেখেছি, নীরেনবাবুর বেশ কিছু বানানবিধি থেকে সরে এসেছে আনন্দবাজার৷ এ নিয়ে সে সময়ের সম্পাদকের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছিল৷ অনলাইন অভিধান তৈরির কথা হয়েছিল৷ অফিসের ভিতর অন্তত একটি শুরু করা যায় কি? জানি না, কী অবস্থায় এখন আছে সে প্রকল্প৷

স্যমন্তক ঘোষ, ডয়চে ভেলেছবি: privat

কলকাতার আরো দু-একজন বন্ধু অনলাইন অভিধান তৈরির কথা ভাবছে৷ তবে সে সবই এখনো মাতৃজঠরে৷

এই লেখা লিখতে বসে এক স্কুলশিক্ষার কর্মকর্তা আর এক সম্পাদনা সংস্থার কর্তার সঙ্গে কথা হলো৷ দুইজনই অনলাইন অভিধানের প্রবল প্রয়োজনের কথা স্বীকার করলেন৷ কিন্তু প্রকাশনার কোনো ইচ্ছা প্রকাশ করলেন না৷

আসলে সকলের মনেই ভয়, অনলাইন অভিধান নেট জগতে ছেড়ে দিলে পাইরেসি শুরু হয়ে যাবে না তো?

অনলাইন অভিধান দেখার একটি সুযোগ অবশ্য এখনো আছে৷ অনেকেই বিভিন্ন অভিধানের পিডিএফ নেটে ছেড়ে রেখেছেন৷ তবে তা কেবলই পিডিএফ৷ ক্যামব্রিজের মতো নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ