1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বদলার রাজনীতি নাকি বদলের!

৩০ আগস্ট ২০১১

বদলের রাজনীতি নাকি বদলার রাজনীতি? পশ্চিমবঙ্গে বাম জমানার অবসানের পর এ নিয়ে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে৷ কী বলছেন সাধারণ মানুষজন? কেমন করে বিষয়টি উপস্থিত হচ্ছে তাঁদের কাছে?

বদলার রাজনীতি চান না মমতাছবি: AP

দেখা যাচ্ছে, সমস্যার পাহাড়ের পাশাপাশি প্রত্যাশার পাহাড়টাও মাথাচাড়া দিচ্ছে৷

একশোদিনের অল্প কিছু বেশি পেরিয়েছে পশ্চিমবঙ্গের নব্য শাসন৷ তাতে যা যা দেখা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে প্রথমে অভাব, তারপরেই অভিযোগ৷ তার সঙ্গেই আবার সম্প্রতি যুক্ত হয়েছে রাজনৈতিক বদলার দিকগুলি৷ বাম জমানার প্রাক্তন মন্ত্রী আর নেতাদের একজন দুইজন করে বিভিন্ন মামলায় অভিযুক্ত হতে দেখা যাচ্ছে৷ দেখা যাচ্ছে, তামাদি হয়ে পড়া মামলাকে টেনে সামনে আনার একটা প্রচেষ্টা৷ যে বিষয়টিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছেন৷

স্বভাবতই এর জবাব দিতে ভোলেন নি তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর জবাব, আইন আইনের কাজ করবে৷ এবং বাংলাকে তিনি দেশের এক নম্বর রাজ্য বানাতে চান উন্নয়নের দিক থেকে৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল সরকারের সমালোচনা করেছেনছবি: DW

যা চোখে দেখা যাচ্ছে, তা হল মানুষের প্রত্যাশার পারদের ঊর্ধ্বমুখে যাত্রা৷ মানবাধিকার কর্মী সৌভিক বন্দ্যোপাধ্যায় যেমন ডয়চে ভেলেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাঁর মতামত জানালেন৷ তাঁর মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুটা বদলার রাজনীতিতে পশ্চিমবঙ্গ সেভাবে অভ্যস্ত ছিল না যে তা নয়৷ ছয় আর সাতের দশকের শেষে তেমন ঘটনার সাক্ষী থেকেছেন তাঁরা৷ আর রাজনৈতিক পট - পরিবর্তনের সুফলটুকুকে যদি তৃণমূল স্তরে না নিয়ে যাওয়া যায়, তাহলে আখেরে কোন লাভ নেই৷ যে লাভের হাত ধরতে না পারলে উন্নয়ন আসতে পারবে না৷ সেক্ষেত্রে বিগত ৩৪ বছরের মতই এখনও সেই অধরাই থেকে যাবে সার্বিক উন্নয়ন৷

সৌভিকের মতে, সময় এখনও চলে যায়নি৷ তার জন্য অপেক্ষাটি জরুরি৷ আর রাজ্যের মানুষের সচেতনতাও এখন আগের অনুপাতে অনেকখানি বেড়েছে৷ তাই, শুধুই কথা বলা বা প্রতিশ্রুতিতে তাঁদের ভোলানো সহজ নয়৷ কাজের কোন বিকল্প নেই৷ সেটাকেই সঠিক মাত্রায় করতে পারলে, এ বিষয়ে আর কোন নতুন বিতর্ক দানা বাঁধার পথ থাকবে না৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:  দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ