1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বন্যা: কেন্দ্র-রাজ্য বিরোধ ও সমাধানের পথ

পায়েল সামন্ত কলকাতা
৭ আগস্ট ২০২১

পশ্চিমবঙ্গের তিন জেলার বড় অংশ বানভাসি৷ মুখ্যমন্ত্রী এ জন্য দায়ী করেছেন কেন্দ্রকে৷ তিনি মানবসৃষ্ট বন্যার অভিযোগ করেছেন৷ তবে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি তা অস্বীকার করেছে৷

গত মে মাসে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার সময় পূর্ব মেদিনীপুরের রামনগরের একটি লোকালয়ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর ও হুগলির খানাকুল এখনো জলবন্দি৷ বৃষ্টির সঙ্গে উপচে পড়া জলাধার থেকে জল ছাড়ার ফলে সংকট বেড়েছে৷ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তাই কেন্দ্রীয় সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) দিকে অভিযোগের তীর ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বন্যার কারণ প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট, মুখ্যমন্ত্রীর এমন দাবি খারিজ করেছে ডিভিসি৷ প্রকৃত কারণ আসলে কী?

সৌমেন মহাপাত্র

This browser does not support the audio element.

মমতা   বনাম   ডিভিসি
জলাধার তার ধারণক্ষমতার বেশি জল ধরে রাখতে পারে না৷ অতিবৃষ্টি হলে সেখান থেকে জল ছাড়তে হয়৷ তাতে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা৷ মমতার অভিযোগ, ডিভিসির জলাধারগুলির নাব্যতা কমে গেছে৷ কেন্দ্র পলি সরানোর উদ্যোগ না নেওয়ায় বন্যা হচ্ছে৷ পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র আরো কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছেন৷ তিনি একে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন৷ পলি সংস্কারের উপর জোর দিয়ে মন্ত্রী ডয়চে ভেলেকে বলেন, ‘‘হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মাস্টার প্ল্যান তৈরি করা একা রাজ্যের সাধ্য নয়৷ কেন্দ্রকেই মূল দায়িত্ব নিতে হবে, কিন্তু তারা দায়িত্ব নিচ্ছে না৷’’ শুধু বন্যা নয়, কৃষির প্রশ্নেও মুখ্যমন্ত্রী বিঁধেছেন কেন্দ্রীয় সংস্থাকে৷ তার মন্তব্য, ‘‘ডিভিসি চাষের মৌসুমে এক ফোঁটাও জল দেয় না৷ বর্ষায় ইচ্ছে মতো জল ছাড়ে৷’’

যদিও ইচ্ছাকৃত জল ছাড়ার অভিযোগ খারিজ করেছে ডিভিসি৷ সংস্থার নির্বাহী পরিচালক সত্যব্রত বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘ডিভিসি একার সিদ্ধান্তে জল ছাড়ে না৷ উচ্চ পর্যায়ের কমিটি জল ছাড়ার সিদ্ধান্ত নেয়৷ এই কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকেন৷’’ কৃষিকাজ সম্পর্কে তার ব্যাখ্যা, ‘‘রাজ্যে তিনবার চাষের জন্য ডিভিসি জল ছাড়ে৷ যে জল সংরক্ষণ হয়, তার ৭০ শতাংশ চাষের জন্যই ব্যবহৃত হয়৷ এই সংক্রান্ত নথিপত্রে প্রমাণও আছে৷’’

বন্যার দায় কার?

ডিভিসির মাইথন, পাঞ্চেতের পাশাপাশি তেনুঘাট, তিলাই ও কোনার জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে৷ এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়৷ বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির ধরনও অনেকটা পাল্টে গেছে৷ বিশ্ব উষ্ণায়নের জন্য অল্প সময়ে দীর্ঘমেয়াদি বৃষ্টি দেখা যাচ্ছে৷ তাই জল ধারণের জন্য জলাধার সংস্কার জরুরি৷ কিন্তু সত্যব্রত বলেন, ‘‘মাইথন ও পাঞ্চেতে পলি সংস্কার করতে প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ৷ পাঁচ বছর অন্তর অন্তর এই পলি সংস্কার করতে হবে৷ কেন্দ্রীয় জল কমিশনকে পলি সংস্কারের বিষয়টি জানানো হয়েছিল৷ টেকনিক্যালি এটা সম্ভব নয় বলে তারা জানিয়েছে৷’’ ডিভিসি কর্তার দাবি, ‘‘আমরা কার্যক্ষমতার ৩৬ শতাংশ নিয়ে কাজ করি৷ পুরো কর্মক্ষমতা নিয়ে কাজ করতে হলে আরো তিনটি জলাধার তৈরি করতে হবে৷’’ এতো টাকা জোগাবে কে?

সত্যব্রত বন্দ্যোপাধ্যায়

This browser does not support the audio element.

শুধু জলাধার নয়, যে সেচ ক্যানাল জল বহন করে, তাতেও জমেছে পলি৷ এক্ষেত্রেও সংস্কার প্রয়োজন৷ দুই লক্ষ কিউসেক জল যে ক্যানালের ধারণ করার কথা, জলাধার থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়তেই তা উপচে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে৷ সেচমন্ত্রী বলেন, ‘‘ক্যানাল পলিমুক্ত করতে পশ্চিমবঙ্গ সরকার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের অধীনে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে৷’’

সমাধান কী

বন্যা থেকে মুক্তির ক্ষেত্রে আশার আলো ক্ষীণ৷ নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাঁধগুলির আয়ু ৪০ বছরের বেশি নয়৷ ইউরোপের নদীর হিসেবে এই আয়ু নির্ধারণ করা হয়েছিল নির্মাণের সময়৷ আদতে ভারতীয় নদীতে পলি জমে আরো বেশি৷’’ নয়া জলাধার তৈরির ভাবনা খারিজ করে তিনি বলেন, ‘‘বাঁধ দেওয়া মানে নদীর মৃত্যু৷ বিশ্বজুড়ে যেখানে বাঁধ ভেঙে নদীর গতিকে মুক্ত করা হচ্ছে, সেখানে নদীকে বেঁধে ফেললে সংকট বাড়বে৷’’ সুপ্রতিমের মতে, ‘‘অনেক সময়ই ছোট ছোট বন্যা বড় বন্যা আটকে দেয়৷ আর বন্যার সময়েই কেবল বাঁধ, পলি সংস্কার নিয়ে ভাবা হয়৷ ব্যাপারটা আঞ্চলিক সমস্যা হয়ে উঠেছে৷ সার্বিক পরিকল্পনা দরকার৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ