1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে আবার ধর্ষণের অভিযোগ

১৬ সেপ্টেম্বর ২০২৫

ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। এবার নিশানায় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা সংস্থার এক আধিকারিককে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে বেসরকারি এজেন্সির হাতে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থা নিরাপত্তার দিকটি দেখাশোনা করে।
হাসপাতালের আউটডোর নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায়। অভিযোগ, বন্ধ হয়ে যাওয়ার পরে ধর্ষণের শিকার হয়েছেন মহিলা নিরাপত্তা কর্মীরা।ছবি: Barun Ghosh

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে। অভিযোগ তুলেছেন খোদ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী।

নিশানায় নারী নিরাপত্তাকর্মী

সরকারি হাসপাতালের আউটডোর নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে হাসপাতালের ভিতরে ধর্ষণের শিকার হয়েছেন মহিলা নিরাপত্তা কর্মীরা। এমনই অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তায় নিযুক্ত সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। 

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে বেসরকারি এজেন্সির হাতে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থা নিরাপত্তার দিকটি দেখাশোনা করে। তাদের মাধ্যমে নিরাপত্তা কর্মীদের নিয়োগ করা হয়। 

সূত্রের খবর, এই হাসপাতালে পাঁচ বছর ধরে নিরাপত্তারক্ষীর কাজ করছেন এক নারী। তার অভিযোগ, নিরাপত্তা সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের বিরুদ্ধে। অভিযুক্ত স্থানীয় পীতপুর গ্রামের বাসিন্দা। নির্যাতিতার দাবি, জাহির বিভিন্ন সময় তাকে হাসপাতালে মধ্যেই যৌন নিগ্রহ করেছেন। এসব কথা কাউকে বলা হলে প্রাণনাশের হুমকি দেয়া হতো বলে অভিযোগ। তার দাবি, অন্য নারী নিরাপত্তা কর্মীদেরও একইভাবে নিগ্রহ করেছেন জাহির।

দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও অভিযোগ করতে সাহস পাননি নির্যাতিতা। সংবাদ মাধ্যমের কাছে তার বক্তব্য,  "রবিবার দুপুরে যখন আমি ডিউটি করছিলাম, সেই সময়ে জাহির আমাকে ডাকে। জোর করে বহির্বিভাগের একটি ঘরে নিয়ে যায় ও ধর্ষণ করে। মাঝে মাঝে এ ধরনের খারাপ আচরণ আমার সঙ্গে করেছে। ভয়ে আমরা মুখ খুলতে পারিনি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই ভয় কাটিয়ে অভিযোগ করেছি।"

নির্যাতিতা সোমবার ভয় ভেঙে যান পাঁশকুড়া থানায়। অভিযোগ জানান জাহিরের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ফেসিলিটি ম্যানেজারকে। 

হাসপাতালে অন্যান্য নারী কর্মীদের সঙ্গে জাহির এ ধরনের আচরণ করেছেন বলে দাবি নির্যাতিতার। সংবাদ মাধ্যমের কাছে হাসপাতালের এক কর্মী সংবাদমাধ্যমে বলেন, "জাহির নিরাপত্তারক্ষীদের কাজের তদারকি করেন, সেই সূত্রে সকলের উপরে প্রভাব খাটান। সামান্য সাত-আট হাজার টাকার মাসিক বেতনে আমরা কাজ করি। তাই অভিযোগ জানাতে চিন্তা হতো, কাজটা না চলে যায়। জাহিরের প্রস্তাবে কেউ রাজি না হলে পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেয়া হয়।"

জানত না প্রশাসন

মাসের পর মাস এই ঘটনা ঘটলেও স্বাস্থ্য প্রশাসনের কর্তারা বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন।

পাঁশকুড়া ব্লকের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক কৌশিক ঢল সংবাদমাধ্যমে বলেন, "হাসপাতালে নিরাপত্তা যিনি দেখবেন, তিনি যদি ধর্ষণের শিকার হন, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আউটডোর বন্ধ থাকায় রবিবার ফাঁকা ছিল হাসপাতাল। সেই সুযোগে অভিযুক্ত এ কাজ করছে। আমার কাছে এই অভিযোগ আগে কেউ জানাননি।"

তমলুকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় সংবাদমাধ্যমে বলেন, "আগে এই সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। পুলিশকে বলা হয়েছে, তদন্ত ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। যে সংস্থার হয়ে অভিযুক্ত কাজ করেন, তাদের শোকজ করা হয়েছে। স্বাস্থ্য ভবনে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে।"

এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। তৃণমূলের চাপে দীর্ঘদিন ধরে এই ঘটনা সামনে আসেনি বলে বিজেপির অভিযোগ। তারা জাহিরকে শাসক দলের নেতা হিসেবে দাবি করেছে। বিজেপি সোমবার পাঁশকুড়া থানার সামনে অবস্থান করে। তৃণমূলের বক্তব্য, জাহির দলের কোনো পদে নেই। এই ঘটনাকে ধামাচাপা দেয়ার প্রশ্নও নেই। তাই অভিযোগ পেয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার সংবাদমাধ্যমে বলেন  হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

হাসপাতালে নিরাপত্তা 

আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনে সাজা পেয়েছে এক সিভিক ভলান্টিয়ার। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর হাতে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক। এ নিয়ে আন্দোলন এখনো চলেছে। এ বার খোদ হাসপাতালে নিরাপত্তা কর্মী নিগ্রহের মুখে পড়েছেন, যার অন্যদের সুরক্ষিত রাখার কথা।

পাঁশকুড়ার ঘটনা প্রকাশ্যে আসতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন কঠোর সমালোচনা করেছেন। 

নার্সেস ইউনিটির সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় ডিডাবলিউকে বলেন, "পাঁশকুড়ার ঘটনার কথা শুনে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছি। প্রশাসন যতদিন না কঠোর হবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটবে। যদি আগেই এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হতো, তাহলে কসবা ল কলেজের ঘটনা ঘটত না, পাঁশকুড়ার ঘটনাও ঘটত না। আরজি করের আন্দোলনের পরেও কিছু মানুষ এমন অপরাধ করার সাহস দেখাচ্ছে। প্রশাসন যদি কঠোর হয় তাহলে তারা সাহস পাবে না। আমরা যখন আন্দোলন করি, সবসময় বলি, শুধু নারী চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নন, রোগী ও নিরাপত্তা কর্মীদেরও সুরক্ষা দিতে হবে।"

এখন সময় বদলেছে, মেয়েরা আর চুপ করে থাকবে না: শাশ্বতী ঘোষ

This browser does not support the audio element.

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো সংবাদমাধ্যমে বলেন, "আমাদের আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমরা হাসপাতালে সুরক্ষার কথা বলেছি। সেটার যে কত বেআব্রু অবস্থা, তা পাঁশকুড়ার ঘটনা দেখিয়ে দিল। এ ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন জরুরি, তার সঙ্গে রাষ্ট্র তথা প্রশাসনকে কঠোর মনোভাব নিতে হবে।"

নারীদের সচেতনতা বৃদ্ধির উপরে জোর দেয়া হচ্ছে। নারী আন্দোলনের কর্মী অধ্যাপক শাশ্বতী ঘোষ ডিডাবলিউকে বলেন, "হাসপাতালে যৌন হেনস্থার অভিযোগ দীর্ঘদিন ধরেই ওঠে চিকিৎসক বা টেকনিশিয়ানের বিরুদ্ধে। স্বাস্থ্য পরীক্ষার সময়ে রোগিনীকে নিগ্রহ করার অভিযোগ। চিকিৎসাকেন্দ্রকে আমরা ভাবি নিরাপদ জায়গা। কিন্তু সেটাকে আমরা নিরাপদ জায়গায় হিসেবে গড়ে তুলতে পারিনি। সিসিটিভি ব্যবহার করে কতটাই বা সুরক্ষা নিশ্চিত করা যায়! এছাড়া প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তার কথাও মাথায় রাখতে হয়। এক্ষেত্রে কর্তৃপক্ষকে কড়া হতে হবে, অভিযোগ পেলে ব্যবস্থা নিতে হবে। এখন সময় বদলেছে, মেয়েরা আর চুপ করে থাকবে না। তারা এগিয়ে এসে অভিযোগ জানাবে।"

প্রশাসনের দায়িত্বটা বড়, এই মত অনেকেরই। সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ডিডাবলিউকে বলেন, "সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে বলেছিল। সেই লক্ষ্যে কাজ বিশেষ এগোয়নি। তাই হাসপাতালে সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। এক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা খুবই জরুরি। সেটা না হলে নির্দেশ কার্যকর হবে না।"

 

হাসপাতালে অন্যান্য নারী কর্মীদের সঙ্গে জাহির এ ধরনের আচরণ করেছেন বলে দাবি নির্যাতিতার। ছবি: Barun Ghosh
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ