1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রথম দফার ভোট শেষ হলো

১৮ এপ্রিল ২০১১

ছয়টি পর্যায়ে বিভক্ত পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রথম দফায় ভোট গ্রহণ হল উত্তরবঙ্গের ৫৪টি আসনে৷

ক্ষমতায় আসতে দৃঢ়প্রতিজ্ঞ মমতাছবি: UNI

দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা – এই ছয় জেলায় মোট ৯৭ লক্ষ ৪২ হাজার ভোটার ৩৬৪ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন, যাদের মধ্যে বিদায়ী বামফ্রন্ট মন্ত্রিসভার ১১ জন মন্ত্রীও আছেন৷

ভোট দেওয়া নিয়ে এদিন সকাল থেকেই ব্যাপক উৎসাহ ছিল মানুষের মধ্যে৷ অনেক জায়গাতেই সকাল সাতটা থেকেই বুথের বাইরে লম্বা লাইন দাঁড়িয়ে যায়৷ ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম দু'ঘণ্টায় ভোটের হার ছিল ১৪ শতাংশ৷ দুপুর একটার মধ্যেই ৫০ শতাংশ ভোট পড়ে যায়৷ দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার ছিল ৬১ শতাংশ৷ বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র বিকল হয়ে পড়ায় ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়ানো ছাড়া বড় কোনোও হাঙ্গামা-অশান্তির খবর পাওয়া যায় নি৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের সর্বত্র ব্যাপক সংখ্যায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে৷

শেষরক্ষার লড়াই বামফ্রন্টেরছবি: UNI

সিপিএম এবার উত্তরবঙ্গে ৩২টি আসনে প্রার্থী দিয়েছে৷ এছাড়া সিপিআই দুটি, ফরওয়ার্ড ব্লক ১০টি, আরএসপি নয়টি এবং সোশালিস্ট পার্টি একটি আসনে প্রার্থী দিয়েছে৷ অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৬টি আসনে এবং জোটসঙ্গী কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৭টি আসনে৷ বিরোধী জোটের আসন সমঝোতায় এই একটি জায়গাতেই কংগ্রেসকে অনেকটা ছাড় দিতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে কংগ্রেসের ঘাঁটি৷ অন্যদিকে বিজেপি এখানে মোট ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে৷ রাজ্যের কোথাও এর আগে এত বেশি সংখ্যক প্রার্থী দেয়নি বিজেপি৷ তার একটা কারণ পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বিজেপির পুরনো রাজনৈতিক আঁতাত৷ মোর্চা অবশ্য ঘোষণা করেছে সমস্ত বিরোধী প্রার্থীদের সমর্থন দেওয়ার, যেহেতু বামফ্রন্টের উচ্ছেদই তাদের একমাত্র লক্ষ্য৷ ফলে বিশেষত দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলে বেশ বেকায়দায় বামেরা৷ মূলত ডুয়ার্সের চা বাগানগুলির শ্রমিক ইউনিয়নের ভরসায় এখানকার মোট ১২টি বিধানসভা আসনের ১১টিই এতদিন ছিল বামেদের দখলে৷ এই কর্তৃত্ব এবার ধরে রাখা শক্ত হবে, যেহেতু গোর্খা ভোট এবং আদিবাসী ভোট – দুই হারাচ্ছে বামেরা৷ আদিবাসী বিকাশ পরি,দ এবার ছটি আসনে প্রার্থী দিয়েছে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ