1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমা ও আরব দেশগুলোর স্বীকৃতি পেতে চলেছে এসএনসি

১২ ডিসেম্বর ২০১২

সিরিয়াকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের মতবিরোধ আবারও স্পষ্ট৷ বিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এসএনসি-কে স্বীকৃতি দিতে চলেছে আসাদ সরকার বিরোধী পশ্চিমা ও আরব দেশগুলো৷ তবে রাশিয়া এভাবে স্বীকৃতি দেয়ার বিপক্ষে৷

ছবি: AP

ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছে যে, তারা এসএনসি-কে স্বীকৃতি দেয়ার পথে এগোচ্ছে৷ মঙ্গলবার ব্রাসেলসে এসএনসি প্রধান আহমেদ মোয়াজ আল-খতিবের সঙ্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ কথা জানানো হয়৷ বৈঠক শেষে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে জানান, তিনি মনে করেন এসএনসি-কে স্বীকৃতি দেয়ার সঠিক সময় এটাই৷ স্বীকৃতি দেয়া হলে আসাদ সরকারকে সরানোর প্রক্রিয়া আরো জোরদার হবে৷

তারপরও এসএনসি-র জন্য বড় একটা অপ্রাপ্তি ছিল এতদিন, বারাক ওবামার এক ঘোষণার ফলে সেটাও অবশেষে দূর হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট মরক্কোয় অনুষ্ঠেয় সিরিয়ার সরকার বিরোধীদের গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগেই জানিয়ে দিয়েছেন তাঁর দেশ এসএনসি-র পাশে থাকবে৷ এসএনসি ভবিষ্যতে সিরিয়ার সরকার গঠন করলে তা বৈধ হবে বলেও মন্তব্য করেছেন তিনি৷ এতদিন এ স্বীকৃতিই পায়নি এসএনসি৷

সিরিয়ার সরকার বিরোধী এ জোট অবশ্য আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে চলমান যু্দ্ধের জন্য অস্ত্রও চেয়ে আসছে৷ কিন্তু যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্সের মতো কয়কটি দেশের তাতে এখনো আপত্তি৷ ইইউ সদস্য দেশ ব্রিটেন ও ফ্রান্স আগেই এসএনসি-কে স্বীকৃতি দিয়েছে৷

সংঘাত এখনও কমেনি সিরিয়ায়...ছবি: Getty Images

বুধবার বাশার আল-আসাদের সরকার বিরোধী দেশগুলো ‘ফ্রেন্ডস অফ সিরিয়া’ নাম নিয়ে মরক্কোয় এক বৈঠকে মিলিত হচ্ছে৷ যুক্তরাষ্ট্রসহ ১৩০ টি দেশ এসএনসি-র প্রতি তাদের সমর্থনের কথা জানাবে বলে ধারণা করা হচ্ছে৷ বৈঠকের আগে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, অংশগ্রহণ করতে আসা দেশগুলোর প্রতিনিধিরা সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এসএনসি-র প্রশংসা করেছেন৷ বলা বাহুল্য, তারা সবাই এসএনসি-কে সিরিয়ার নাগরিকদের বৈধ প্রতিনিধি মনে করেন৷

২০ মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে বিদ্রোহীদের৷ বিরোধীদলগুলো বিদ্রোহীদের সমর্থন দিলেও পশ্চিমা দেশগুলো বিরোধীদের এই জোটকে অস্ত্র সরবরাহ করতে দ্বিধান্বিত৷ বিদ্রোহীদের সঙ্গে মিলে আল-কায়েদাসহ বেশ কিছু ইসলামি সন্ত্রাসবাদী গ্রুপও যুদ্ধ করছে – এ তথ্য শঙ্কিত করেছে তাদের৷ এমনিতে আরব বিশ্ব এবং পাশ্চাত্যের আসাদবিরাধী দেশগুলো মনে করে বিদ্রোহীরা শিগগিরই হয়ত বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে পারবে৷ তারপরও সন্ত্রাসবাদী দলগুলোর সম্পৃক্ততার কারণে তারা এসএনসি-কে স্বীকৃতি এবং অর্থ সহায়তা দিতে রাজি থাকলেও অস্ত্র দিতে নারাজ৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ